দুর্নীতিকে মূল নীতি হিসেবে গ্রহণ করে এই সরকার টিকে আছে : জোনায়েদ সাকি
০৯ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০১ এএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার এবার দিনে ভোট ডাকাতির ফন্দি আটছে। দুর্নীতিকে মূল নীতি হিসেবে গ্রহণ করে এই সরকার টিকে আছে। জনগণ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। তাই সরকার ও শাসনব্যবস্থার পরিবর্তন না ঘটালে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ফলে সকল স্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আেেন্দালন গড়ে তুলতে হবে।
গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘রাজনৈতিক সঙ্কট ও গণতান্ত্রিক শক্তিসমূহের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা সদস্য আল আমিন শেখ। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু। বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান লোকমান হাকিম, নাগরিক ঐক্য খুলনা মহানগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আবদুল হালিম, গণসংহতি আন্দোলন ঝিনাইদহ জেলা আহবায়ক নজরুল ইসলাম, ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান প্রমুখ। শ্রমিকনেতাদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনির হোসেন, মোঃ নূরুল ইসলাম, মোঃ নূর মোহাম্মদ, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ মোশারেফ হোসেন, শামস শারফিন শ্যামন প্রমুখ।
জোনায়েদ সাকি বলেন, দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করে এই সরকার টিকে আছে। তিনি বলেন, ‘সব প্রতিষ্ঠানকে তারা দুর্নীতির ভাগবাঁটোয়ারা দেন। সরকার চাইলেও এখন এটা বন্ধ করতে পারবে না। এর পরিণতিতে সরকার ১৬ লক্ষ কোটি টাকা ঋণ করেছে। যে পরিমাণে পাচার হয়েছে, আমাদের রিজার্ভের যে অবস্থা, তাতে এই দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। এটা কেউ ঠেকাতে পারবে না।’ গণপ্রতিনিধিত্ব আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন,“এখন তারা (ইসি) কী করতে পারবেন? যে কেন্দ্রটাতে তারা ভোট জালিয়াতি দেখছেন, সেই কেন্দ্রটাকে তারা বাতিল করতে পারবেন, পুরো নির্বাচন বাতিল করতে পারবেন না।“ধরুন ১০০ থেকে ১৪০ কেন্দ্র হয় একেকটি আসনে। এখন ইসি ১৪০টি কেন্দ্রের বুথ পরীক্ষা করতে পারবে? খেয়াল করে দেখেন ১৮০ গুণ ৩০০ এটা কি সম্ভব? যে জনবল তাদের আছে তা দিয়ে সম্ভব নয়। “সাকি বলেন, “ক্ষমতাসীনরা যেটা চিন্তা করছেন সেটা হলো, ১৪০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে/৫টি কেন্দ্রে যদি জালিয়াতি, চুরি, ভোট ডাকাতি ধরা পড়ে যায়, তাহলে ওই কেন্দ্রগুলো বাতিল হবে বাকি সমস্ত কেন্দ্রগুলোতে যে ভোট ডাকাতি করলেন, সেটা জায়েজ হয়ে গেল। এর মাধ্যমে ভোট ডাকাতি করে তারা জয়লাভ করলেন।“এই যে বুদ্ধি তারা বের করলেন, নির্বাচন কমিশনের লোকেরাই বলুন, আর সরকারের লোকেরাই বলুন অথবা বিভিন্ন রকম তাদের পরামর্শদাতারাই বলুন, তাদের জন্য বুদ্ধি বের করে দিয়েছে, কীভাবে দিনে ভোট ডাকাতি করা যায়।”
জোনায়েদ সাকি এসময় আরও বলেন, সাংবিধানিকভাবেই নির্বাচিত সরকারের হাতেও এমনভাবে ক্ষমতা কেন্দ্রীভূত হয় যে সরকারগুলো জবাবদিহিহীন হয়ে পড়ে এবং মানুষের অধিকার কেড়ে নিতে পারে। তারা স্বৈরাচারী হয়ে সর্বব্যাপী শাসন কায়েম করেছে। সাংবিধানিকভাবে স্বৈরাচারী-ফ্যাসিবাদী কাঠামোই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ ফ্যাসিবাদ হটানোর সঙ্গে সঙ্গে এ শাসনব্যবস্থার বদল ঘটানোই জনগণের জন্য এখন গুরুত্বপূর্ণ কর্তব্য। আমরা যখন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি, সেটা আসলে এ শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম। এবারের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এবারের লড়াই এমনভাবে গড়ে উঠবে, যা স্বৈরাচারের পতনের সঙ্গে সঙ্গে দেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলবে। জবাবদিহি ও জনগণের শাসন প্রতিষ্ঠা করা যাবে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কক্সবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় চাঞ্চল্যকর ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ড
প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে : দুলু
স্বৈরাচারী হাসিনা পুলিশের দায়েরকৃত মামলা থেকে খালাস পেলেন সিলেটে বিয়ানীবাজার বিএনপির ৬১ নেতাকর্মী
পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ
আজহারীর রাজনীতিতে নামার পূর্বাভাস! এখনই অবস্থান স্পষ্ট করার দাবি
মিয়ানমার সীমান্তে গোলার শব্দ, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
একাদশে ভর্তি শুরু ১৫ জুন থেকে
জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময়
শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: দুদক
সাইকেল দিয়ে চিনি নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতীয় নাগরিক
নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে তাঁতবোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন কর্মকর্তা অবরুদ্ধ
আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীকে ডিম নিক্ষেপ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর
নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে: শামা ওবায়েদ
বদলগাছী পাহাড় পুর ইউনিয়ন কৃষি শ্রমিক সমাবেশ
কুষ্টিয়ায় বিএনপির ৪ আহ্বায়ক কমিটি গঠন
জবিতে রাজনৈতিক অস্থিরতায় প্রশাসনের নিরব ভূমিকায় প্রতিবাদ