সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনুন
১৪ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম | আপডেট: ১৪ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের উদ্যোগ আজ বাদ জুমা অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বের মুসলমানদের কোরআন অবমাননার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জার্মানি ও সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত কুলাঙ্গারদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতীব পরিষদ : পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতীব পরিষদের উদ্যোগ জার্মানি ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে আজ বাদ জুমা নগরীর সেগুনবাগিচাস্থ নূর মসজিদের সামনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদে নূরের খতীব ও পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতীব পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। সভাপতির বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী বলেন, জার্মানি ও সুইডেন সরকার পরিকল্পিতভাবে কোরআনে আগুন দিয়ে মুসলিম উম্মাহর কালিজায় চরম আঘাত হেনেছে। আমরা জার্মানি ও সুইডেন সরকারের প্রতি ঘৃণা ও ধিক্কার জানাই। পল্টন বাইতুস সালাহ জামে মসজিদের খতীব মুফতি তাওহীদুল ইসলাম বলেন যে জার্মানি ও সুইডেনে সরকার কোরআনে আগুন দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চায় অথচ তাতে তারা কখনো সফল হবে না। পিডব্লিউডি দুদক বাইতুর রহমান জামে মসজিদের খতিব ও পরিষদের সেক্রেটারি মুফতি জোবায়ের রশিদ বলেন, কোরআন অবমাননার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং সুইডেন সরকারকে বিশ্ব মুসলিমদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল হাসানাত,হাফেজ মাওলানা রহমাতুল্লাহ ও বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ। বাদ জুমা স্থানীয় বিভিন্ন মসজিদ হতে সাধারণ মুসল্লিরা তাদের ইমাম ও খতিবদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে বিজয়নগর মসজিদের সামনে জমায়েত হন এবং পল্টন সেগুনবাগিচা বিজয়নগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্মিলিত আলেম সমাজ : সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে আমেরিকা, বৃটেন ও ফ্রান্স ভোট দেয়ার প্রতিবাদে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে সম্মিলিত আলেম সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে নেতৃবৃন্দ বলেন, ইসলাম বিদ্বেষী সুইডেন সরকারের মদদে পবিত্র কোরআন অবমাননা করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। কোরআনকে অবমাননা করে দুনিয়া থেকে ইসলামকে মুছে ফেলা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় সংসদে সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নিন্দা প্রস্তাব উত্থাপনার জোর দাবি জানান। সংগঠনের আহবায়ক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আবদুস সাত্তার, মাওলানা ড. কে এম আব্দুল মমিন সিরাজী, মাওলানা মহিউদ্দিন ফারুকী, শায়েখ মুফতি আলমগীর, মাওলানা দেলোওয়ার হোসেন, মাওলানা হেদায়েত জামালী, হাফেজ ওমর ফারুক, মাওলানা সোলাইমান নোমানী, মুফতি আব্দুল্লাহ ও মাওলানা ইব্রাহিম।
ইমাম সমাজ বাংলাদেশ : সুইডেনে পবিত্র আল কোরআনুল কারীমের অবমাননার প্রতিবাদে ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর চকবাজার শাহী মসজিদ চত্বরে আজ বাদ জুমা এক বিক্ষোভ সমাবেশ মিছিল ও অনুষ্ঠিত হয়েছে। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সংগঠনের মহাসচিব মিনহাজ উদ্দিন বলেন, সারা বিশ্বের মুসলমানদের কোরআন অবমাননার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
কোরআনের দুশমনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুইডেন প্রশাসনের যে ব্যক্তি কোরআন অবমাননার অনুমতি প্রদান করেছে তাকেসহ সমস্ত কোরআনের দুশমনদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানাতে হবে। সুইডেন যদি ক্ষমা প্রার্থনা ও দোষীদের শাস্তির ব্যবস্থা না করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে সুইডেন হারিয়ে যাবে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রখ্যাত ক্বারী আবুল হোসেন। আরো বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মুফতি তসলিম আহমদ, মুফতি শামসুল হক ওসমান, মুফতি আনিসুর রহমান,হাফেজ মাওলানা হারুন, মাওলানা আবু নাঈম, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি শহিদুল আনোয়ার সাদী। মিছিলটি চকবাজার হতে ওয়াটার ওয়াটস রোড হয়ে লালবাগ শাহী মসজিদের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু