নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ
২৪ জুলাই ২০২৩, ১০:০৫ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২৩, ১০:০৫ এএম
নাটোরে প্রতিপক্ষের হামলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন সদস্য মিঠুন আলীর (৪০) হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহতাবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদরের বলারিপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় আরমান আলী, আব্দুল্লাহ ও বকুল নামে আরো তিনজন আহত হয়েছেন। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার সময় মিঠুন ও তার অনুসারীরা বলারিপাড়া এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের পথরোধ করে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নান্নু শেখের অনুসারীরা। এসময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে নান্নু গ্রুপের একজন ধারালো অস্ত্র দিয়ে মিঠুনকে মারতে উদ্যত হয়। এ সময় হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কব্জি কেটে পড়ে যায়। এসময় অন্যরা মিঠুনকে উপর্যুপরি কোপাতে থাকে।
এসময় মিঠুনের সঙ্গে থাকা আরমান আলী, আব্দুল্লাহ ও বকুল নামের তিনজন আহত হয়। পরে হামলাকারী তাদের ফেলে রেখে চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ১১টায় রাজশাহী যাওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মিঠুন ও নান্নুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধের জেরে গত ১৬ এপ্রিল মিঠুন ও তার অনুসারীরা একই স্থানে নান্নুকে কুপিয়ে আহত করে। দুই মাস চিকিৎসার পর নান্নু সুস্থ হয়ে ফিরে এলে এ হামলার ঘটনা ঘটলো।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ আলী সম্রাট বলেন, আহত মিঠুনের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার নিম্নাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাই তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, রাত ১১টার দিকে মিঠুনের সহকর্মী সুমন জানান, রক্তক্ষরণ বেশি হওয়ায় মিঠুনকে রাজশাহী যাওয়ার পথেই ফিরিয়ে এনে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ঘটনার পর থেকে অভিযুক্ত নান্নু শেখের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, যুবলীগ নেতা মিঠুন আলীর ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী জানান, দুই পক্ষের মধ্যে কী কারণে এ ঘটনা ঘটেছে পুলিশ তা জানার চেষ্টা করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’