সরকারি চাকরি বিধি উপেক্ষা

রৌমারীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা!

Daily Inqilab কুড়িগ্রাম সংবাদদাতা

২৬ জুলাই ২০২৩, ১১:৪৬ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১১:৪৬ এএম

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষমতাসীন দলের রাজনীতিতে জড়িয়েছেন। শিক্ষকতার পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নিয়মিত অংশ নেন দলের নানা কর্মসূচিতে।

এদিকে দলীয় ক্ষমতার অপব্যবহার, সরকারি কাজে বাঁধাদান, শিক্ষা কর্মকর্তাকে তুলে নেয়ার হুমকি, গোপনে সরকারি বই বিক্রিসহ নানা অপকর্মের জন্ম দিয়েছেন এই নেতা।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯শে নভেম্বর রৌমারী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে হট্টগোল, কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ হুমকিসহ নানা নাটকীয়তার মধ্যদিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সুপারিশে রৌমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, প্রধান শিক্ষক আবু হোরায়রা দলীয় ক্ষমতার অপব্যবহার করে উপজেলা শিক্ষা অফিসারকে লাঞ্ছিত এবং বিনামূল্যে দেয়া শিক্ষার্থীদে জন্য সরকারি বই বিক্রি করার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সরকারি সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০১২ সালে বিনামূল্যে বিতরণের দেয়া সরকারি বই বেআইনিভাবে বিক্রির অভিযোগে উপজেলা মাধ্যমিক কার্যালয়ের অফিস সহকারী বাদী হয়ে কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এ ১৯শে মে ২০১২ইং তারিখে একটি মামলা করেন। যার নং-০৬।

তৎকালীন উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা (বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) মো. মুকতার হোসেনকে সরকারি কাজে বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে প্রাণনাশের আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই শিক্ষা কর্মকর্তা গত ২১.০১.২০২৩ইং তারিখে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একখানা সাধারণ ডায়েরী করেন।

আবু হোরায়রা বিদ্যালয়ে নিয়মিত আসেন কি না জানতে চাইলে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রতিবেশীরা এড়িয়ে যান। তাদের শঙ্কা, আবু হোরায়রা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তারা হয়রানির শিকার হতে পারেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বিদ্যালয় চলাকালেও আওয়ামী লীগের কর্মসূচিতে তার (আবু হোরায়রা) উপস্থিতি নজরে পড়ে। এমন কোন কর্মসূচি নেই যেখানে আবু হোরায়রা উপস্থিত থাকেন না।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ হয় এবং প্রধান শিক্ষক হিসেবে আবু হোরায়রার চাকুরী ১৮ ডিসেম্বর ২০২২ সালে জাতীয়করণের মধ্য দিয়ে ২০২৩ সালের জুন থেকে সরকারি চাকুরীবি হিসেবে সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুকতার হোসেন রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা কর্তৃক সরকারি কাজে বাঁধা প্রদান ও হুমকি-ধামকি প্রেক্ষিতে থানায় জীবনের নিরাপত্তা আবেদনের বিষয়টি স্বীকার করেন।
একই সাথে সরকারি চাকুরি এবং দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন নীতিমালা পরিপন্থী কিনা-এমন প্রশ্নে রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু হোরায়রা জানান, আওয়ামীলীগের গঠনতন্ত্রে কোথাও বলা নাই যে, সরকারি চাকুরি করলে দলীয় পদে থাকা যাবে না। এটা নিয়ে সাংবাদিকদের এতো মাথাব্যথা কেন? এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় না। কেন এ বিষয়ে নিউজ করতে হবে আপনাদের?

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সাজু বলেন, জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কন্ডিশন দেয়া হয়েছে চাকরির জাতীয়করণ হলে দলীয় পথ ছাড়তে হবে। অথবা দলীয় পদে থাকলে চাকরি ছাড়তে হবে। আবু হোরায়রা সরকারি চাকরি থেকে ডিজি অফিসে পদত্যাগ পত্র দিয়েছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু জনান, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু হোরায়রা সংশ্লিষ্ট ডিজি অফিস এবং জেলা নেতাদের কাছেও পদত্যাগ পত্রের কপি জমা দিয়েছেন। এখন দলীয় দায়িত্ব পালনে বাঁধা নাই।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম জানান, রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোরায়রা ২৫শে জুলাই'২৩ইং তারিখ পর্যন্ত পদত্যাগ পত্রের কপি জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রৌমারী ইউএনও অফিস কিংবা ট্রেজারীতে জমা দেন নাই। একই সাথে সরকারি চাকুরি ও দলীয় দায়িত্ব পালনের বিষয়টি প্রমাণ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার

দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের

দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের

হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত

হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত

শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন

শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন

আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়

ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান

ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা  বাড়ছে

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে

আজ গরম চা দিবস

আজ গরম চা দিবস

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক