টানা তিনদিন পর চট্টগ্রাম-বরিশাল-খুলনা/মোংলা মহাসড়কের ভোলা-লক্ষ্ণীপুর রুটে আংশিক ফেরি সার্ভিস চালু
০৪ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ০৫:০৫ পিএম
পন্টুনের তলা ফেটে যাওয়া সহ গ্যাংওয়ে ক্ষতিগ্রস্থ হবার তিনদিন পরে শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম-বরিশাল-খুলনা/মোঙলা জাতীয় মহাসড়কের ভোলা ও লক্ষ্ণীপুরের মধ্যে ফেরি সার্ভিস পূণর্বহাল সম্ভব হল। তবে ভোলার ইলিশা ঘাটে ক্ষতিগ্রস্থ দুটি পন্টুনের মধ্যে ‘লো-ওয়াটার পন্টুন’টি পূণর্বাশনের ফলে শুধুমাত্র ভাটির সময় ফেরিগুলো যানবাহন বোঝাই ও খালাশ করতে পারছে। ফলে দিনের অর্ধেক সময়ের বেশী এ সেক্টরে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না।
দেশের ৩টি উপক’লীয় বিভাগ ও সবগুলো সমুদ্র বন্দর ছাড়াও প্রধান স্থল বন্দর বেনাপোল ও ভোমড়ার সাথে এসব এলাকার সরাসরি সড়ক পরিবহন উপমহাদেশের দীর্ঘতম ভোলা ও ল²ীপুরের মধ্যে ফেরি সার্ভিসের ওপরই নির্ভরশীল। গত তিনদিন দ্বিগুনেরও বেশী পথ অতিক্রম করে চট্টগ্রাম থেকে বরিশাল,খুলনা ও মোংলা ছাড়াও বেনাপোল ও ভোমড়া বন্দরে যাতায়াত করতে হয়েছে। এমনকি ভোলা-ল²ীপুরের মধ্যে ফেরি চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপরও চাপ বৃদ্ধি পায়। ইতোপূর্বে শুক্রবার দুপুরের মধ্যে ফেরি সার্ভিস পূণর্বহালের কথা বিআইডবিøউটিএ’র মাঠ পর্যায়ের কর্মকর্তাগন জানালেও শেষ পর্যন্ত শুধুমাত্র মেঘনায় ভাটার প্রবাহকালীন দিনের অর্ধেক সময়ে যানবাহন পারপার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে সাগর উপক’লের ভাটি মেঘনায় আকষ্মিক ঝড়ের কবলে পরে ‘এমভি শতাব্দী-বন্ধন’ নামের একটি যাত্রীবাহী বেসরকারী নৌযান ভোলার ইলিশা ফেরি ঘাটের পন্টুনের ওপর আছড়ে পরে। এতে ফেরি ঘাটটির ‘লো-ওয়াটার’ ও ‘হাই ওটার’ লেভেল-এর দুটি পন্টুনই ক্ষতিগ্রস্থ হয়। লো-ওয়াটার পন্টুনটির তলা ফেটে যায়। হাই-ওয়াটার পন্টুনের গ্যাংওয়ে ও উইংস সহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়ে নদীতে পড়ে যায়।
কিন্তু বিআইডবিøউটিএ দ্রুততার সাথে পূণর্বাশন কাজ শুরুতে ব্যার্থ হওয়ায় তিন দিন পরে শুক্রবার দুপুরে শুধুমাত্র ভাটির সময় লো-ওয়াটার পন্টুনের মাধ্যমে ফেরিতে যানবাহন বোঝাই ও খালাশ শুরু হয়েছে। ফলে টানা ৭২ ঘন্টা পরে চট্টগ্রাম-বরিশাল-খুলনা মহাসড়কের ভোলা ও ল²ীপুরের মধ্যে ফেরি সার্ভিস পূণর্বহাল হলেও জোয়ারের সময় তা বন্ধ থাকছে। যতযদন পর্যন্ত হাই-ওয়াটার পন্টুনটি পূণর্বাশন সম্ভব না হচ্ছে ততদিন দিন-রাতে ১২ ঘন্টার বেশী এ রুটে ফেরি চলাচল সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে।
বর্তমানে ভোলার ইলিশা ফেরি ঘাটে অর্ধ নিমজ্জিত হাই-ওয়াটার পন্টুনটি উদ্ধার সহ মেরামতে কত দিন লাগবে তা বলতে পারেন নি বিআইডবিøউটিএ’র বরিশাল অঞ্চলের কনজার্ভেন্সী পরিদপ্তরের যুগ্ম পরিচালক। তবে একাধীক সূত্রের মতে, দিনরাত কাজ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পন্টুনটির পূণর্বাশন সম্ভব।
বর্তমানে বিআইডবিøউটিসি’র কে-টাইপ ফেরি ‘কাবেরী, কদম, কনকচাঁপা কুসমকলি ও কিশানী’ ভোলা-ল²ীপুর রুটে যানবাহন পারপারের জন্য প্রস্তুত রয়েছে। এসব ফেরির মাধ্যমে ঐ রুটে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার যানবাহন পারাপার সম্ভব। কিন্তু তিন দিন বন্ধ থাকার পরে শুক্রবার দুপুর থেকে শুধুমাত্র ভাটার সময় লো-ওয়াটার পন্টুনের সাহায্যে ফেরিগুলো ভোলা ও ল²ীপুর থেকে যানবাহন বোঝাই করতে পারছে। ফলে দিন-রাতের মাত্র অর্ধেক সময়ে দেশের উপক’লীয় একমাত্র ফেরি রুটে ৫শর বেশী যানবাহান পারাপার সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস