সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের দায়ে বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
০৬ আগস্ট ২০২৩, ০৫:১৩ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৩, ০৫:১৩ পিএম
সুনামগঞ্জে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে ২ হাজার গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদ হোসেন বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ।
রোববার (৬ আগস্ট) দুপুরে বাবুর বিচার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগী গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা। স্মারকলিপি গ্রহণকালে পুলিশ সুপার মো. এহসান শাহ তাদেরকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা সুনামগঞ্জের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী কাজ করে আসছি। আমাদের অধীনে অত্র জেলার প্রায় ২ হাজার গ্রাহক সৃষ্টি করে প্রায় সাড়ে ৩ কোটি টাকা গ্রাহকদের নিকট থেকে এনে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সুনামগঞ্জ শাখার ডিএমডি তৌহিদ হোসেন বাবুর কাছে অফিশিয়াল নিয়ম অনুযায়ী হস্তান্তর করি। তিনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় অধিকাংশ সময়েই বিনা রশিদে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে টাকা জমা রেখে আসি। আমরা তার অধীনস্ত কর্মকর্তা ও কর্মচারী হওয়ায় তিনি আমাদের নিকট থেকে প্রায় সময়ই যারা লাইফ ইন্স্যুরেন্স করেছেন সেই গ্রাহকদের টাকা বিনা রশিদে গ্রহণ করেছেন। তাছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের প্রমোশন দেওয়ার নামে ব্যাংকের হিসাবের খালি চেক ও ১০০ টাকার স্ট্যাম্পে টাকার অংক না বসিয়ে স্বাক্ষর নেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে বলে। পরবর্তীতে হেড অফিস থেকে আমরা জানতে পারি ডিএমডি বাবুর সব কার্যক্রম ভুয়া। পরে তার কাছে গ্রাহকের টাকা ফেরত চাইলে পূর্বের নেওয়া খালি চেক ও স্ট্যাম্প দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। প্রাণ বাঁচাতে আমরা থানায় জিডিও করেছি।
স্মারকলিপিতে আরও বলা হয়, আমরা জানতে পেরেছি যে, সে যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে যেতে পারে। বর্তমানে সে পলাতক রয়েছে। তাই তাকে জরুরি ভিত্তিতে আইনের আওতায় না আনা হলে হাজারো গ্রাহকের টাকা উদ্ধার করা সম্ভব হবে না। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, যে কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকা উচিত ছিল। টাকা দেওয়ার আগে ভালোভাবে যাছাই বাছাই করা প্রয়োজন। টাকা উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন