ফেনীতে মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
০৭ আগস্ট ২০২৩, ০২:৩৩ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৩ পিএম
ফেনীতে মুহুরী নদীর তীর রক্ষা বাঁধের দুই স্থানে ভেঙে গেছে। ভাঙন দিয়ে পানি ঢুকে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার ভোরে এ ভাঙনের ফলে ২০০ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া অফিস জানায়।
পানি উন্নয়ন বোর্ড, ফেনীর উপ-সহকারী প্রকৌশলী (ফুলগাজী-পরশুরাম) মো. মনির আহমেদ জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, চলতি বর্ষা মৌসুমে মুহুরী-কহুয়া-সিলোনিয়া তিন নদীর বেড়িবাঁধের ২০টি স্থান ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর ও উত্তর বরইয়া অংশে অন্তত ১০ মিটার করে ২০ মিটার ভেঙেছে।
ফুলগাজী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “তীর রক্ষা বাঁধের দুটি স্থান ভেঙে উত্তর বরইয়া, বিজয়পুর, কিসমত বিজয়পুর, দক্ষিণ বরইয়া, জগৎপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বনিকপাড়াসহ অন্তত ১০ গ্রামের নীচু এলাকা প্লাবিত হয়েছে। নীচু স্থানের ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন শতশত মানুষ।”
ওই ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, প্রবল বর্ষণ ও পানির তোড়ে ভোর ৪টার দিকে তার বাড়ির অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ ১০ মিটার ভেঙে যায়।
বাঁধ ভেঙে পানি ঢুকে তার দুই একর জমির রোপা আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে; ভেসে গেছে পুকুরের মাছ।
পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের পাইপ বাঁধের নীচ দিয়ে নেওয়ার পর ভালো করে মাটি চাপা না দেওয়া, বাঁধসংলগ্ন স্থান থেকে বালু উত্তোলন ও ইঁদুরের গর্তকে বাঁধ ভাঙায় দায়ী করছেন এনামুল।
একই গ্রামের আনোয়ার হোসেনের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে নদীরক্ষা বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যায়।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, মুহুরী-কহুয়া-সিলোনীয়া নদ-নদীর দুপাশে ১২২ কিলোমিটার তীর রক্ষা বাঁধ আছে। বাঁধের যে কয়েকটি স্থান ভেঙেছে, পানি একটু নেমে গেলে স্থানগুলো মেরামত করা হবে।
ফেনীর জেলা প্রশাসক মোছাম্মদ শাহীনা আক্তার বলেন, নিয়মিত মনিটর করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার