বাগেরহাটে টানা বৃষ্টিতে মানুষ পানিবন্দি
০৭ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে গত ৬ দিনে টানা বৃষ্টিপাত ও জোয়ারে পানিতে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।উপকুলীয় এলাকায় বাধে ভাঙ্গন দেখা দিয়েছে। বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুণ-অর-রশীদ জানান , সোমবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ভারি বৃষ্টিতে জেলার সাত হাজার ৫১০টি পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছেন। এক হাজার ৫৮০টি মাছের ঘের প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় মানুষদের খোঁজ খবর নেওয়া হচ্ছে ।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, সাগরের নিম্নচাপ-লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ও পূর্ণিমার কারণে পশুর, বলেশ্বর, পানগুছি, ভৈরবসহ জেলার প্রায় সকল নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় বেড়েছে। পশুর নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার, দড়াাটানা নদী ও ভৈরব নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের সময় দুই থেকে তিন ফুটের অধিক উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমলে এবং পূর্ণিমা শেষ হলে আগামী তিন চার দিনের মধ্যে পানির চাপ কমে আসবে বলে জানান তিনি।বেড়িবাধ তারা পর্যবেকক্ষন করছেন।
বাগেরহাট পৌরসভা, মোংলা পৌরসভা ও মোরেলগঞ্জ পৌরসভা কিছু অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । এছাড়া শরণখোলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের বেশ কিছু এলাকা, মোংলার সুন্দরবন, জয়মনির ঘোল, চিলার বেশ কিছু এলাকা, রামপালের হুড়কা, বাসতলীবেশ কিছু এলাকা ,মোরেলগঞ্জের বহরবুনিয়া, খাউলিয়া, পুটিখালী, তেলিগাতি, হোগলা পাশা; কচুয়ার রাড়ি পাড়া; বাগেরহাট সদর উপজেলার বেমরতা, ডেমা, কাড়াপাড়া; জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে অন্তত সহস্রাধিক পরিবার পানিবন্দি রয়েছে। বেশ কিছু মাছের ঘের ডুবে গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের নদ-নদীগুলোতে জোয়ারের সময় স্বাভাবিক সময়ের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি বেড়েছে। পানিতে সুন্দরবনের করমজল, জামতলা, হিরনপয়েন্ট, দুবলারচর, আন্ধারমানিকসহ অধিকাংশ এলাকার নিচু স্থান প্লাবিত হচ্ছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঃ. হারুন অর রশিদ জানিয়েছেন,জোয়ারে সাগর তীরের সুন্দরবনের দুবলা এলাকায় ৫ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে । তিনি বলেন, স্বাভাবিকের তুলনায় সাগরে জোয়ারের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। ভাটায় পানি নেমে যাচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, জোয়ারের কারণে বনের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেলেও তেমন সুন্দরবনের জীবজন্তুর ক্ষতির খবর আসেনি। এখানকার বন্যপ্রাণি এই প্রকৃতির সঙ্গে অভ্যস্ত। বনের মধ্যে পানি বাড়ায় বন্যপ্রাণিদের কিছু সমস্যা হলেও বড় ধরণের ক্ষতি হবে না বলেই ধারণা তার।
এদিকে খেটে খাওয়া মানুষ কাজ করতে পারছেনা এজন্য তাদের সংসারে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে।তাই তারা বৃষ্টির মধ্যেও রাস্তায় বেড়িয়ে আসছে কাজের সন্থানে ।তার পরেও তারা কাজ পাচ্ছেনা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা