ফেনীতে বন্যার পানি নামছে, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন
১১ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম | আপডেট: ১১ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে গত সোমবার ভোরে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থানে ভেঙে ফেনীর ফুলগাজী-পরশুরাম উপজেলার বির্স্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত দুই উপজেলার ১৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি,রাস্তাঘাট,ফসলি জমিতে রোপা আমনের চারা,বীজতলা,সবজিক্ষেত,মৎস্যঘের। বর্তমানে বন্যার পানি নামার সাথে সাথে জেগে উঠছে ক্ষতচিহ্ন।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,ফুলগাজী উপজেলার বন্যার পানিতে প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করায় বিভিন্ন কাঁচা-পাকা সড়কে ক্ষতচিহ্ন দৃশ্যমান হতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত ফসলি জমির ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে। রাস্তাঘাটে ভাঙনের স্থান দিয়ে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয় লোকজনকে পারাপার হতে দেখা যায়। পরশুরাম উপজেলায়ও বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। গত দুইদিন ধরে ফেনীর ফুলগাজী-পরশুরাম আঞ্চলিক সড়কে হাটু পরিমাণ পানি থাকার কারণে যান চলাচল বন্ধ থাকে। সড়ক থেকে পানি সরে যাওয়ায় আজ থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
ফুলগাজীতে ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেন মিয়াধন বলেন, সেচ পাম্পের মাধ্যমে গত কিছুদিন আগে ৩ একর জমিতে আমনের চারা রোপন করেছি। কিন্তু হঠাৎ বন্যায় আমার সব শেষ হয়ে গেল।
মুহুরী নদীর পাড়ের অনেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, ১৫ বছর আগে নদীর কূলে ঘর নির্মাণ করে কোনো রকমে বসবাস করছি। প্রতিবছরই বর্ষাকালে নদীর বাঁধ ভেঙে যায়। আমাদের বসতঘর হারিয়েছি অনেকবার। বন্যা চলে গেলে পুনরায় আমরা বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে লোন নিয়ে ঘর মেরামত করি। কিন্তু ঘর নির্মাণের কয়েকমাস না যেতে আবার বন্যার কবলে পড়তে হয়। এভাবে জীবন চলে যাচ্ছে আমাদের। আমরা সরকারকে বলতে চাই, আমরা ত্রাণ চাই না, কোনো সহযোগিতা চাই না, আমরা নদীর বাঁধের স্থায়ী সমাধান চাই
ফেনী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার ১ হাজার ১৪৫টি পরিবারে ১৪ হাজার ৫০০ বাসিন্দা রয়েছে। বন্যায় ১ হাজার ১৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায় ৫৫০ হেক্টর রোপা আমন, ১৫ হেক্টর সবজি, সাড়ে ৪৪ হেক্টর আয়তনের ৩৫০টি পুকুরের ২৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে।
এদিকে, পরশুরাম উপজেলার ৫৫০টি পরিবারের ২৬ হাজার বাসিন্দা রয়েছে। বন্যায় ৫৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬৫ হেক্টর রোপা আমন, ৫ হেক্টর সবজি, ৩০টি পুুকুরের প্রায় ২০ টন মাছ ও সাড়ে ৪ টন পোনা ভেসে গেছে।
বন্যায় দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ মেট্রিক টন চাল, নগদ ৫ লাখ টাকা, ১ হাজার ৬৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হবে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বন্যার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা তৈরির কাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ মুহুর্তে বন্যার পানি নেমে গেলেও বেশির ভাগ জমিতে আবাদকৃত ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহাকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়া বলেন, মুহুরী নদীতে পানি কমতে শুরু করেছে। আজ বিকেল ৪ টার দিকে মুহুরী নদীতে পানি বিপদসীমার ৩১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুইদিন ধরে নদীর বাঁধের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। কাজ শেষ হলে নদীর বাঁধের ভাঙনস্থান ও ঝঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলে দ্রæত কাজ শুরু হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
উত্তরা ক্লাবের নতুন সভাপতি ফয়সল তাহের
গজারিয়ায় বিএনপি নেতার শীত বস্ত্র বিতরণ
টাঙ্গাইলে মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ইসির প্রস্তুতি
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি