বন্যা মোকাবিলায় নিজেদের একা মনে করবেন না আপনাদের পাশে আছে শেখ হাসিনার সরকার -পেকুয়ায় ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান
১১ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের খবর নিতে এসেছি। এই অনাকাঙ্ক্ষিত বন্যাপ্লাবণে দুঃখপ্রকাশ করছি। আপনাদের জীবন যাত্রা থেমে গেছে,এখান থেকে মহান আল্লাহর কাছে দোয়া করছি সেইসাথে আপনাদের কি কি প্রয়োজন তা দু'হাত ভরে দিতে এসেছি।' শুক্রবার দুপুরে কক্সবাজারের পেকুয়ার বন্যা কবলিত মানুষকে ত্রাণ দেওয়ার অনুষ্ঠানে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি।
পেকুয়া উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। এসময় প্রতিমন্ত্রী এনামুর রহমান আরও বলেন,শেখ হাসিনার সরকার গণমানুষের সরকার। এ সরকার সাধারণ মানুষদের জন্য সকল পরিসরে অন্তত ১৪৩ ধরনের ভাতা চালু করেছে। যা বিশ্বের ইতিহাসে বিরল। আপনারা এ বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের একা মনে করবেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।' এসময় উপস্থিত জনতা টেকসই বেড়িবাঁধ ও নদী রক্ষা বাঁধের দাবী জানালে প্রতিমন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, স্থানীয় সাংসদ জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগের ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, সহকারী পুলিশ সুপার একেএম রাকিবুর রেজা, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদি, রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুদ্দিন খালেদ,সাধারণ সম্পাদক আবুল কাসেম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক,জেলা পরিষদ সদস্য এইচ এম শওকত প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, পেকুয়ার বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল মানুষদের পাশে পেয়েছি। এতে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। ইতোমধ্যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বানবাসীদের মাঝে সরকারি ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে। যাদের খাবার লাগবে তাঁদের জন্য খাদ্যশস্য ও যাদের ঘরবাড়ি ভেঙ্গে গেছে তাঁদের জন্য ঘর নির্মাণের সামগ্রী মজুদ আছে। আপনারা উপজেলা প্রশাসন বরাবর তালিকা জমা দিবেন। ত্রাণ সামগ্রী আপনাদের কাছে পৌঁছে যাবে।
পেকুয়া থেকে সংবাদদাতা গোলাম রহমান জানান, আলোচনা অনুষ্ঠান শেষে বানবাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পেকুয়া উপজেলায় বন্যায় নিহত ছয় জনের পরিবারকে দেড় লক্ষ টাকা অনুদানের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের মাঝে আরও সাড়ে চার লক্ষ টাকা বিতরণ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম