উন্নয়নের মহাসড়কে পাল্টে গেছে মসিকের যোগাযোগ অবকাঠামো

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১৬ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম

 

‘উন্নয়ন মহাসড়কে’ উঠেছে ময়মনসিংহ নগরীর যোগাযোগ অবকাঠামো। পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হবার সাড়ে চার বছরের মাথায় নগরীর পুরাতন ও নতুন মিলিয়ে মোট ৩৩ টি ওয়ার্ডে ১৮১ কোটি টাকা খরচায় বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে প্রায় দেড়শ কিলোমিটার আরসিসি বা বিসি সড়ক। এই অর্থবছরে সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প আরও বেশি গতি পেয়েছে। হতশ্রী চেহারা কাটিয়ে বেশিরভাগ সড়ক পেয়েছে ঝকঝকে তকতকে রূপ। বাকী কাজসমূহ সম্পন্ন হলে ফুটে ওঠবে নান্দনিক চেহারা। নানামুখী অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর জীবনমান বদলে দিতে দিন-রাত একাকার করেই কাজ করে চলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু।

জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশন ঘোষণা করা হয়। এর আগে ২১.৭৩ বর্গকিলোমিটার আয়তনের ছিল বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভা। এই পৌরসভার ২১ টি ওয়ার্ডের সঙ্গে সদর উপজেলার গুরুত্বপূর্ণ দু’টি ইউনিয়ন আকুয়া ও বয়ড়ার পুরো অংশ এবং সদর উপজেলার চর ঈশ্বরদিয়া, খাগডহর, সিরতা, ভাবখালী, দাপুনিয়া, চরনিলক্ষীয়া ইউনিয়ন নিয়ে গড়ে উঠে নতুন ১২ টি ওয়ার্ড।

মোট ৩৩ টি ওয়ার্ড নিয়ে দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি করপোরেশন। বর্তমানে করপোরেশনের মোট আয়তন ৯০.১৭৩ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ১০ লক্ষ। অবশ্য এর মধ্যে প্রায় ৬৯ বর্গকিলোমিটারের নতুন ওয়ার্ড রয়েছে মোট ১২ টি।

সূত্র জানায়, ২০১৯ সালের ২০ জুন ময়মনসিংহ সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরের বছরের ডিসেম্বরে একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় ১৮১ কোটি টাকা ব্যয়ে নতুন ওয়ার্ডসমূহে আরসিসি বা বিসি সড়ক নির্মাণ করা হচ্ছে।

একই সূত্র জানায়, এই সিটি করপোরেশনের নতুন প্রায় ১২ টি ওয়ার্ডের প্রতিটি মূল সড়ক ও অলিগলিতে চলছে সড়ক নির্মাণ কাজ। তৈরি হচ্ছে ৯৭ কিলোমিটার আরসিসি, ৭৮ কিলোমিটার বিসি এবং ২ কিলোমিটার সিসি সড়ক ও ৭ কিলোমিটার ফুটপাত। শুধু তাই নয়, পুরাতন ২১ টি ওয়ার্ডেও সড়ক প্রশস্তকরণ কাজ পেয়েছে নতুন মাত্রা। যানজট নিরসন ও জনভোগান্তি নিরসনে নগরীর স্টেশনরোড, বড়বাজার, কাশররোড, বাউন্ডারি রোড, বাঘমারা রেলক্রসিং রোড, মেহগনি রোড, আবুল মনসুর সড়কসহ নগরের ১৫টি গুরুত্বপূর্ণ সড়কপ্রস্তকরণ কাজ শেষ হয়েছে আরও আগেই। এসবে নির্মাণ হয়েছে প্রায় ৮০ কিলোমিটার সড়ক।

সরেজমিনে দেখা গেছে, পুরোপুরি গ্রামীণ আবহের চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষিয়া, সিরতাসহ বিভিন্ন এলাকা চরাঞ্চল হওয়ায় সড়ক অবকাঠামো ছিল বেশ নাজুক। ওয়ার্ডে ওয়ার্ডে যন্ত্রণা ছিল পায়ে পায়ে। কিন্তু পরিকল্পিত সড়ক অবকাঠামো নতুন ওয়ার্ডসমূহের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। নাগরিক ভোগান্তি হ্রাস করেছে ওয়ার্ডে ওয়ার্ডে আধুনিক সব সুযোগ-সুবিধা। শক্তিশালী সড়ক নেটওয়ার্ক ওয়ার্ডের বাসিন্দাদের জীবনে সূচনা করেছে নতুন এক সোনালী ভোরের।

ময়মনসিংহ সিটি করপোরেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো ২১ টি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে নতুন ১২ টি ওয়ার্ডে সড়ক অবকাঠামোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন মেয়র মো.ইকরামুল হক টিটু। অনুন্নত ও চলাচল অনুপযোগী এসব ওয়ার্ডে শক্তিশালী সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে নগরজুড়ে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে নিজের নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছেন। নির্মিত সড়কের কাজের অগ্রগতি নিজেই পর্যবেক্ষণ করছেন। গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখতে তিনি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। বিভিন্ন সময়ে তিনি সরেজমিনে উন্নয়ন কাজ পরিদর্শন করছেন। এ সময় তিনি উন্নয়নকাজের মান দেখার পাশাপাশি ও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। নির্মাণ কাজে অনিয়মের সংস্কৃতিকে চির বিদায় করতে মেয়রের ‘জিরো টলারেন্স’ নীতি কুড়িয়েছে প্রশংসা।

নতুন নতুন ওয়ার্ডের কাউন্সিলররা বলছেন, আধুনিক নগর গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন মেয়র ইকরামুল হক টিটু। তৈরি করা হচ্ছে নতুন নতুন সড়ক। প্রতিটি সড়কের নির্মাণ কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই নাগরিক সুবিধা নিশ্চিত হবে ওয়ার্ডের বাসিন্দাদের। মিলতে শুরু করবে সিটি করপোরেশনের সুফল।

একই সূত্র বলছে, সড়ক নির্মাণের পাশাপাশি সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে সিটি করপোরেশন। নাগরিকদের সুপেয় পানির জন্য স্থাপন করা হয়েছে ১৫ টি গভীর নলকূপ। পানি সরবরাহে পুরনো লাইনের সাথে নতুন যুক্ত করা হয়েছে ২৪ কিলোমিটার পাইপলাইন।

এসব বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু বলেন, দৃশ্যমান পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নতুন ১২ টি ওয়ার্ডে নতুন যাত্রার সূচনা হয়েছে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার ধকল কাটিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। উন্নত এবং সমৃদ্ধ ময়মনসিংহ সিটি করপোরেশন গড়ে তুলতে হলে প্রথম প্রয়োজন একটি উন্নত সড়ক যোগাযোগ। সেই লক্ষ্যকে সামনে রেখেই নতুন ওয়ার্ডসমূহে সড়ক যোগাযোগে একটি মাইলফলক তৈরি হচ্ছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ

ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ

রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে

রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে

জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান

জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান

মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার

মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত  ১৩

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩

চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাজীগঞ্জে শহীদ  জিয়াউর রহমানের  জন্মদিন উপলক্ষে দোয়া

হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া

সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া

ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া

২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন

২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন

সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু

সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাদের খানের মৃত্যু

পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা

প্রবাসীর সাথে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল, নেপথ্যে সবজি নিয়ে প্লেনে ওঠার চেষ্টা

নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক

নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ যুবক আটক

‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’

‘শিক্ষা বিপ্লবের মাধ্যমে তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে’

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক

গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা লক্ষ্মীপুরের মিরিকপুর ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মালিক