সাগরের ইলিশে চাঁদপুর সরগরম
২১ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম
চাঁদপুর পদ্মা-মেঘনায় রূপালী ইলিশের দেখা না মিললেও সাগরের ইলিশে অর্ধ শতাধিক আড়ৎ সরগরম হয়ে উঠেছে। দীর্ঘদিন পর ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকদের হাত-ডাকে সরব হয়ে উঠেছে। তবে ইলিশের দাম আগের চাইতে কিছুটা কমেছে।
গত কয়েকদিন যাবত সাগর থেকে ৪/৫টি করে ইলিশের ট্রলার চাঁদপুর মৎস্য আড়তে আসছে। প্রতিটি ট্রলারে ১শ’ থেকে ১শ’৫০ মন ইলিশ আসছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছর এ সময়ে আরো বেশী ইলিশ আমদানী ছিল। সে তুলনায় অনেক এ বছর কম ইলিশ আমদানী হচ্ছে। তবে পুরো মৌসুমে আমদানী থাকলে ব্যবসায়ীরা লোকসান কাটিয়ে লাভের মূখ দেখবে।
সোমবার (২১আগস্ট) চাঁদপুরে সবচেয়ে বড় ইলিশের পাইকারী বাজার ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে। সাগরের ইলিশগুলো অধিকাংশ ট্রলারে করে ঘাটে আসছে । নোয়াখালী জেলার হাতিয়া অঞ্চলের ইলিশগুলো আসে সড়ক পথে ট্রাকে করে।
মাছঘাটের প্রায় ৫০টির অধিক আড়ৎ। প্রত্যেক আড়তের সামনে বড় বড় সাইজের ইলিশের স্তুপ। গত ৩/৪ বছর এত বড় সাইজের ইলিশ আমদানি হয়নি বলে জানান ব্যবসায়ীরা । বিশেষ করে ২ কেজি থেকে ৩ কেজি ওজনের ইলিশ বেশী আসছে। ছোট সাইজের ইলিশ খুবই কম আসছে।
মৎস্য ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, চাঁদপুর পদ্মা-মেঘনার ইলিশের চাহিদাই সবচাইতে বেশি ক্রেতার কাছে। কিন্তু যে পরিমান আমদানি হয়, তা চাহিদার তুলনা খুবই কম। জেলেরা যে পরিমান ইলিশ পাচ্ছে, তা’ খুব চড়া দামে বিক্রি হচ্ছে। ৭শ’ গ্রাম থেকে ১ কেজি সাইজের ‘লোকাল’ ইলিশ প্রতি কেজি ২হাজার’ টাকায় বিক্রি হচ্ছে। সাগরের ৭শ’ থেকে ৯শ’ গ্রাম ইলিশ প্রতি কেজি ১৪শ’ টাকা, এক কেজি এবং এক কেজির ওপরের সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭শ’ টাকা ধরে।
মাছঘাটে অনলাইনে এবং খুচরা ইলিশ বিক্রি করেন মো. মাছুদ। তিনি বলেন, আমাদের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবচাইতে বেশী পদ্মা-মেঘনার রূপালী ইলিশের অর্ডার আসে। কিন্তু গত ৪ বছর ‘লোকাল’ ইলিশের আমদানি খুবই কম। চাহিদা থাকলেও ক্রেতাদেরকে সে চাহিদা অনুযায়ী ইলিশ মাছ দিতে পারছি না। আগে ফেসবুক পেজের মাধ্যমে বেশ কয়েকজন ব্যবসায়ী ইলিশ বিক্রি করতে দেখা গেছে। এখন তারা পদ্মা-মেঘনার ইলিশ না থাকায় হতাশ হয়ে পড়েছেন।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের প্রধান ইলিশ গবেষক ড. আমিনুল ইসলাম বলেন, যেসব এলাকায় ইলিশ পাওয়া যায়, সেখানে ইলিশের প্রাপ্যতা হ্রাসের বেশ কিছু কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে-নদীতে পানি প্রবাহ হ্রাস, সামগ্রীকভাবে দেশের বৃষ্টির পরিমাণ কম, নদীতে যে আবাসস্থল রয়েছে তাতে পরিবেশগত বিপর্যয় অনেকাংশ দায়ী। এ ছাড়া নদীর বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠাও একটি বড় কারন। এ সব সমস্যা কাটিয়ে উঠতে পারলে আবারো পুরানো দিনের মত জেলেরা অবশ্যই তাদের কাংখিত ইলিশ পাবে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার বলেন, এ বছর প্রাকৃতিক কারনে ইলিশ আমদানী কম। কেননা এ বছর তেমন বৃস্টি হয়নি। এতদিন আমরা ইলিশ শূন্য অবস্থায় ছিলাম। বিগত বছর প্রতিদিন ইলিশ মৌসুমে ৭শ’ থেকে ৮শ’ মন ইলিশ আমদানী হতো। সেই তুলনায় এ বছর আমদানী কম । এখন গড়ে ৪শ’ মনের মত ইলিশ দক্ষিণাঞ্চল থেকে আসছে। এ ভাবে আমদানী হলে ব্যবসায়ীরা কিছুটা হলেও পোষাতে পারবে। আমদানী বাড়লে ইলিশের দাম আরো কমে যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক