দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তদন্ত দল মহেশপুরে

Daily Inqilab ঝিনাইদহ (সদর) উপজেলা সংবাদদাতা

১০ মে ২০২৪, ০৪:৪০ পিএম | আপডেট: ১০ মে ২০২৪, ০৪:৪০ পিএম

দৈনিক ইনকিলাব পত্রিকায় “কয়েক’শ বছরের একটি পুরানো নৌকা নিয়ে উৎসুক জনতার ভীড়” শিরোনামে খবর প্রকাশের পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটি তদন্ত দল শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি মাইকেল মধুসুদন দত্তবাড়ি যাদুঘরের সহকারী কাস্টডিয়ান মোঃ হাসানুজ্জামান ও অফিস সহকারী মোঃ হারুন অর রশিদ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে এসে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া শতাধীক বছরের পুরানো বজরার (নৌকা) অংশ বিশেষ পরীক্ষা করেন। এ সময় তারা বজরাপুর গ্রামবাসির সঙ্গে কথা বলেন।
সহকারী কাস্টডিয়ান মোঃ হাসানুজ্জামান ঘটনাস্থল থেকে দৈনিক ইনকিলাবকে মুঠোফোনে জানান, বাওড়ের পাশের জমি থেকে মাটি খুড়ে তোলা বজরাটি বহু পুরানো। এটি উদ্ধারের পর গ্রামের মহিলারা নৌকার কাঠ নিয়ে যাচ্ছে। সংরক্ষনের কোন উদ্যোগ স্থানীয় প্রশাসন বা চেয়ারম্যান-মেম্বর গ্রহন করেনি। অথচ তাদের দায়িত্ব ছিল পুরাকীর্তি হিসেবে প্রথমে সংরক্ষন বা পাহারা দিয়ে সরকারের প্রত্নতত্ব অধিদপ্তরকে জানানো।

 

তিনি আরো জানান, তাদের কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান ও ওয়ার্ড মেম্বর আব্দুল গণি বাবলুকে খবর দেওয়া হয়। তারা এই গুরুত্বপুর্ন বিষয়টি এড়িয়ে যান এবং অসহযোগিতা করেন। চেয়ারম্যান ও ইউপি মেম্বরের এই অসহযোগিতার বিষয়টি তিনি প্রত্নতত্ব অধিদপ্তরকে জানাবেন বলেও সহকারী কাস্টডিয়ান মোঃ হাসানুজ্জামান জানান।
প্রত্নতত্ব অধিদপ্তরের কাজে অসহযোগিতার বিষয়ে এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান জানান, বিষয়টি তিনি প্রথমে গুরুত্ব দেননি। কারণ অনেকই তাকে বলেছেন বাওড়ের ধারের একটি জমি থেকে পচা কাঠ উঠছে। ফেসবুকেও এমন খবর তিনি দেখেছেন। তিনি বলেন, শুক্রবার বিকালে তার কাছে প্রত্নতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা ফোন করেছিলেন। এখন মনে হচ্ছে বিষয়টির ঐতিহাসিক গুরুত্ব আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

 

প্রত্নতত্ব অধিদপ্তর খুলনা বিভাগের সহকারী পরিচালক মোঃ গোলাম ফেরদৌস শুক্রবার বিকালে জানান, প্রথমেই স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করে পাহারা বসানোর দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করেনি। এমনকি তারা প্রত্নতত্ব অধিদপ্তরের তদন্ত দলকেও অসহযোগিতা করেছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার।

 

তিনি বলেন পুরাকীর্তি সংরক্ষন করা সকলেরই দায়িত্ব। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যদি এটিকে ঐতিহাসিক গুরুত্ব না দেন, বা এগিয়ে না আসেন, তবে প্রত্নতত্ব বিভাগের একার পক্ষে এটা সংরক্ষন বা তথ্য উদঘাটন করে সেখানে কিছু করা সম্ভব নয়।
উল্লেখ্য গত বুধবার দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইনে “মহেশপুরে কয়েক’শ বছরের একটি পুরানো নৌকা নিয়ে উৎসুক জনতার ভীড়” শিরোনামে খবর প্রকাশিত হয়। খবরে বলা হয় বজরাপুর গ্রামের নজের আলীর ছেলে মনছের আলী বজরাপুর বাওড় থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচখাল খনন করছিলেন। খাল খুড়তে খুড়তে তার কোদালের মাথায় নৌকার কিছু অংশ উঠে আসে। এ খবর চাওর হয়ে পড়লে গ্রামের মানুষ সমষ্টিগত ভাবে নৌকার সন্ধানে খনন করতে থাকে। তিনদিন ধরে খননের পর বধুবার পুরো নৌকার আকৃতি খুজে পায়।
খননকাজে যুক্ত বজরাপুর গ্রামের ইসমাইল মল্লিক জানান, নৌকাটি লম্বায় প্রায় এক’শ ফুট ও চওড়া ২০ফুট হবে। নৌকার বেশির ভাগ অংশ বাওড়ের মধ্যে ঢুকে আছে। নৌকাটি শাল কাঠ দিয়ে তৈরী। তবে খননের পর এখন সেখানে পানি উঠে গেছে।

 

তথ্য নিয়ে জানা গেছে, বজরা অধিক ওজন বহন করার উপযোগী বড় ধরনের নৌকার সাধারণ নাম। খ্রিস্টীয় উনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে ইউরোপীয় এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা এই ধরনের নৌকা ব্যবহার করত নৌবিহারের জন্য। মহেশপুরের বজরাপুর গ্রাম একটি প্রাচীন জনপদ। এই গ্রামটি কপোতাক্ষ নদের সংযোগস্থলে গড়ে ওঠে। গ্রামের বেশির ভাগ মানুষ জমিদার ও আধুনিক জীবন যাপনে অভ্যস্ত ছিল। ফলে এই নৌকাটি বজরাপুর গ্রামের নামকরণ ও গ্রামের মানুষের জীবন যাপনের সাক্ষ্য বহন করে বলে অনেকেই মনে করেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সউদী পৌঁছেছেন ৩৪ হাজার হজযাত্রী

সউদী পৌঁছেছেন ৩৪ হাজার হজযাত্রী

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে

বিনিয়োগ, অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, জ্বালানি বিষয়ে আলোচনা হবে : হাছান মাহমুদ

বিনিয়োগ, অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, জ্বালানি বিষয়ে আলোচনা হবে : হাছান মাহমুদ

ইরানের প্রেসিডেন্ট নিহত

ইরানের প্রেসিডেন্ট নিহত

একটুখানি শীতল পানি-১

একটুখানি শীতল পানি-১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বিশ্ব নেতৃবৃন্দের শোক

বিশ্ব নেতৃবৃন্দের শোক

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণও শোকাহত

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণও শোকাহত

ভারতের ‘জেরক্স ইন্ডিয়া’ হাতিয়েছে ১১২ কোটি

ভারতের ‘জেরক্স ইন্ডিয়া’ হাতিয়েছে ১১২ কোটি

দ্বিতীয় দিনেও তান্ডব অটোচালকদের

দ্বিতীয় দিনেও তান্ডব অটোচালকদের

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ -ওবায়দুল কাদের

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ -ওবায়দুল কাদের

তাপদাহ কেটে দেশজুড়ে বৃষ্টি

তাপদাহ কেটে দেশজুড়ে বৃষ্টি

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে সরকার -মির্জা ফখরুল

কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে সরকার -মির্জা ফখরুল

দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন আজ

দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন আজ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ

ভারত থেকে ১২০০ কোটি টাকায় ২০০ বগি কিনছে রেলওয়ে

ভারত থেকে ১২০০ কোটি টাকায় ২০০ বগি কিনছে রেলওয়ে

নেতানিয়াহু ও হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি

নেতানিয়াহু ও হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাবি

ইসরাইলি আগ্রাসন ও ফাতাহ্র ব্যর্থতায় হামাসের প্রতি সমর্থন বাড়ছে

ইসরাইলি আগ্রাসন ও ফাতাহ্র ব্যর্থতায় হামাসের প্রতি সমর্থন বাড়ছে