রাতে কাউন্সিলর আজাদের বাসায় হামলা : নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী

Daily Inqilab সিলেট ব্যুরো

২৮ জুন ২০২৪, ০৫:৩০ পিএম | আপডেট: ২৮ জুন ২০২৪, ০৫:৩০ পিএম

সিলেট সিটি কর্পোরেশন এর ২০ নম্বর ওয়ার্ডের পরপর ৫ বারের কাউন্সিলর ও মহিনগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমানের আজাদের বাসায় শুক্রবার মধ্যরাতে হামলার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে। একইসঙ্গে রাতে আজাদের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলীর বাসায়ও হামলা হয়েছে জানিয়েছে একাধিক সূত্র। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন। তাঁরা হলেন কাউন্সিলর আজাদের ভাইয়ের ছেলে তাহমিদুর রহমান এবং তাঁর অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, হামলাকারীরা বাসা ও গাড়ি ভাংচুর করেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চাঁদাবাজি-দখলবাজির প্রতিবাদ করায় এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। আজ বেলা ২টায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, 'গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর ও পূর্ব শাপলাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পৈতৃক ও নিজস্ব বাসভবনে একযোগে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আমি ও আমার পুরো পরিষদ এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি'। বিবৃতিতে মেয়র উদ্বেগ প্রকাশ করে বলেন, টানা পাঁচবারের কাউন্সিলরের বাসায় হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। তাঁর বাসায় হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এক জরুরী সভা ডাকা হয়েছে আগামীকাল দুপুর ১২ টায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সিলেটের আলোচিত ‘টিলাগড় গ্রুপ’ নামের একটি অংশের নেতা হিসেবেও পরিচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এর বাইরে টিলাগড় গ্রুপে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত সরকারের পৃথক দুটি দল আছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আজাদুরের বাসায় হামলাকারীদের কেউ কেউ স্থানীয়ভাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তবে আজাদুরের বাসায় হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁর অনুসারীরা জড়ো হয়ে ধাওয়া দেয় হামলাকারীদের। ধাওয়ার মুখে সেখান থেকে পালিয়ে যান হামলাকারীরা। এরপর কয়েকজন হামলাকারীর বাসায় আজাদুরের অনুসারীরাও হামলার চেষ্টা চালান। কাউন্সিলর আজাদুর রহমান অভিযোগ করে বলেন, ‘এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, হামলা-দখলবাজি চালিয়ে আসছে একটি চিহ্নিত মাদকসেবী চক্র। তাদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ করেছে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। ওই ক্ষোভ থেকেই তারা হামলা চালিয়েছে।
এ ঘটনায় থানায় মামলা করব।’ জানতে চাইলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘যাঁরা হামলা করেছেন, তাঁরা চোর-ডাকাত; কোনো গ্রুপের (দল) নন। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছি আমি । আজাদুর রহমানের সঙ্গেও কথা হয়েছে আমার ।’

এ বিষয়ে শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। হামলার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইউরোপে নতুন দক্ষিণপন্থি জোটের ঘোষণা ওরবানের

ইউরোপে নতুন দক্ষিণপন্থি জোটের ঘোষণা ওরবানের

ফ্রান্সে নির্বাচনের প্রথম ধাপে অতি ডানপন্থীদের জয়

ফ্রান্সে নির্বাচনের প্রথম ধাপে অতি ডানপন্থীদের জয়

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দর্জির মৃত্যু

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দর্জির মৃত্যু

মাগুরার বেরইল পলিতা থেকে এক তরুণীর খন্ডিত মরদেহ উদ্ধার

মাগুরার বেরইল পলিতা থেকে এক তরুণীর খন্ডিত মরদেহ উদ্ধার

৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর প্রধান

৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর প্রধান

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, জঙ্গি হামলার শঙ্কা নেই

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, জঙ্গি হামলার শঙ্কা নেই

নড়াইলে শূকর চড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নড়াইলে শূকর চড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে মাঝারী থেকে ভারী বৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে মাঝারী থেকে ভারী বৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়েই চিন্তায় মার্কিন ভোটাররা

প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়েই চিন্তায় মার্কিন ভোটাররা

রাবি শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৪০ ভুল

রাবি শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৪০ ভুল

কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে যানবাহনসহ হাজারো মানুষের চলাচল, ধসে পড়ার শঙ্কা

কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে যানবাহনসহ হাজারো মানুষের চলাচল, ধসে পড়ার শঙ্কা

কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর নিয়ে ধোঁয়াশা

কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর নিয়ে ধোঁয়াশা

তথ্য গোপন করে নিজ জন্মস্থানে চাকুরী করেন রামগতির এসিল্যান্ড

তথ্য গোপন করে নিজ জন্মস্থানে চাকুরী করেন রামগতির এসিল্যান্ড

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি, ৫৬ জনের মৃত্যু

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি, ৫৬ জনের মৃত্যু

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত

আজাদ কাশ্মীরে জেল থেকে ২০ কয়েদির পলায়ন, ক্রসফায়ারে নিহত ১

আজাদ কাশ্মীরে জেল থেকে ২০ কয়েদির পলায়ন, ক্রসফায়ারে নিহত ১

হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধে যেতে কতটা সক্ষম?

হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধে যেতে কতটা সক্ষম?

চীনকে ঠেকাতে ভারতের গুরুত্ব কি কমছে আমেরিকায়?

চীনকে ঠেকাতে ভারতের গুরুত্ব কি কমছে আমেরিকায়?

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, হতাহত ৬২

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, হতাহত ৬২