যবিপ্রবির বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, কর্মচারী সাময়িক বরখাস্ত
০৬ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া কর্মচারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামান।
আর ভুক্তভোগী শিক্ষার্থী হলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গত সোমবার (৪ নভেম্বর) অভিযুক্ত মনিরুজ্জামান ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পেছনের সিটে বসেছিলেন। এক পর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে তার সহপাঠীদের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান।
এ সময় তার সহপাঠী শিক্ষার্থীরা তাকে (মনিরুজ্জামান) চড় থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মোংলা হবে বিশ্বমানের নিরাপদ ও আধুনিক সমুদ্রবন্দর: নৌপরিবহন উপদেষ্টা
ইলেক্টোরাল, সিনেট ও প্রতিনিধি পরিষদে শক্ত অবস্থানে ট্রাম্প
‘নিউ ইয়র্কের ব্যালট পেপারে স্থান পেলো বাংলাসহ ৫টি ভাষা, হিন্দি পায়নি’
ঘোড়াঘাটে নদীতে গোসল করতে নেমে ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ
যে ২ বিষয় মার্কিন ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্ব পেয়েছে
দেশের আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস
৭৩% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে
'তারেক রহমানকে নিয়ে পোস্ট করে রোষানলে জয় চৌধুরী, ধরা পরে গেছে আওয়ামী দালালি'
নালিতাবাড়ীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে বক শিকারীর মৃত্যু
ট্রাম্প বিজয়ী টেক্সাসে, নিউ ইয়র্কে হ্যারিস, সুইং স্টেটসে শক্ত প্রতিদ্বন্দ্বিতা
ট্রাম্প ২৩০, হ্যারিস ২০৯, ফল ঠিক করবে সুইং স্টেট
পর্তুগালে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১১, কমলা ১৭৯
আপনার শিশু অবাধে আইটেম সং দেখছে মোবাইলে? অপূরণীয় ক্ষতি হতে পারে!
সউদী আরবে তুষার-শিলায় ঢেকে গেছে মরুভূমি
সিন্ডিকেট ভাঙতে পারলে কুয়েতে ভিসা খরচ কমবে
মাসসেরার দৌড়ে রাবাদা-স্যান্টনার-নোমান
হার নিয়ে যে আশঙ্কার কথা মিডিয়াকে বলেছিলেন ট্রাম্প!
এবার আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
নিউইয়র্কে বিজয়ী হলেন কমলা হ্যারিস, টেক্সাসে ট্রাম্প