গাজীপুরে শ্রমিক ছাটায়ের প্রতিবাদে কর্মবিরতিঃ পুলিশের উপর হামলা
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালনের সময় শিল্পপুলিশ ও কারখানার স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কারখানার নিরাপত্তা ইনচার্জ এবং শিল্পপুলিশের এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাদের কাছে চাবি রেখে দেয়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্পপুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বুধবার সকাল ৯ টার দিকে ওই কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন কারখানার নিরাপত্তা ইনচার্জ আজিজুর রহমান (৪৫) ও গাজীপুর শিল্পপুলিশ-২-এর কনস্টেবল নাহিদ (২৮)। আহত অন্যদের নাম জানা যায়নি। গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা করে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম এম নিটওয়্যার এবং ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১১৩ জন শ্রমিককে ছাঁটাই করে। ছাঁটাইকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার পরও তারা আবার চাকরি ফিরে পাওয়ার প্রত্যাশায় কারখানার প্রধান ফটকে জড়ো হয়। তাদের পুনরায় চাকরিতে নিতে দুই দিন যাবৎ সকাল থেকেই কারখানার সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। পরে তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এম এম নিটওয়্যার লিমিটেডের শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, শুনেছি, নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করছে। এ খবরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভেতরে অন্দোলন করছে। আমি বের হয়ে চলে আসার পর ভেতরের অবস্থা বলতে পারবো না। এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল করতে হবে। কিন্তু ছাঁটাইকৃত শ্রমিকদের তাদের সকল পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের কোনও অভিযোগ নেই।’তিনি আরও বলেন, ‘বর্তমানে যে অবস্থা সময় মতো শিপমেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কারখানা কর্তৃপক্ষ। ’গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ফজল আলী জানান, পুলিশ সদস্য নাহিদকে আহত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে। তার মাথায় আঘাত লেগেছে এবং দুটি সেলাই করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে যোগদান করানোর দাবিতে দুই দিন যাবৎ কর্মবিরতি পালন করছে। সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
"নাচতে গিয়ে আহত অভিনেত্রী লহমা, নেওয়া হয়েছে হাসপাতালে"
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার স্ত্রীসহ ২১৩ জন আসামি সিলেটে মামলা
তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা দপ্তরের প্রধান করলেন ট্রাম্প
সব সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় - বিএনপির শিশু বিষয়ক সম্পাদক
গোদাগাড়ীর মাদ্রাসার ছাত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পূণর্ভবা নদীতে ডুবে মৃত্যু
শান্তি আলোচনার জন্য ইউক্রেনে বিশেষ দূত নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের
এআই ফিচার নিয়ে নজর কাড়ল ভিভো ভি৪০ লাইট
শেখ হাসিনা দেশ থেকে পালায় কিন্তু খালেদা জিয়া পালায় না-গয়েশ্বর চন্দ্র রায়
মণিপুরে পুড়িয়ে মারার আগে ৩ সন্তানের মাকে ভয়াবহ নির্যাতন
সমাজবিধ্বংসী ইসলামবিরোধী এবং খুনীদের সহযোগীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করে উপদেষ্টা পরিষদকে কলঙ্কিত করা হয়েছে- কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল আলেম-ওলামাদের হত্যাকান্ডের বিচার করতে হবে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান
বাবরের দুই রেকর্ডের ম্যাচে পাকিস্তানের হার
ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় রাশিয়া, চীনের প্রশংসায় এরদোগান
ইসলামী আন্দোলনের আমীর গণ বিপ্লবের মহানায়ক ছিলেন: মাও. জাফরী
ভিয়েতনামে পুরস্কার জিতলো আফসানা মিমির সিনেমা প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’
শিক্ষার্থীর উপর হামলার জের বিশ্বনাথ ডিগ্রি কলেজে মানববন্ধন
ইউরোপের প্রথম এআই গায়ককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আইন পাসে বাধা, জার্মানির সংসদে বিরোধীতা চরমে
রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মহাসড়ক অচল করে দেয়ার হুশিয়ারী
চন্দ্রঘোনা থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার