জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রথম বর্ষের ছাত্রী আফসানা করিমের রাচির মৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা বিভাগ) মোহাম্মদ আবু সৈয়দ থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আশুলিয়া থানার উপ-পরিদর্শক সোলায়মান অভিযোগের প্রেক্ষিতে মামলা গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আবু সাঈদ মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মাহতাব-উজ-জাহিদ।
অনুষদ ফটকে তালা
আফসান করিম রাচির মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ঘাতক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়নি। ঘাতক রিকশা চালককে গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দেওয়া হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে৷ পরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে তা শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- অটোরিকশা চালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা, রাচিকে মরণোত্তর ডিগ্রি ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সম্পূর্ণ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিয়মিত মনিটরিং করা, পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী রাখা ও বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান, স্থায়ী স্মৃতিফলক নির্মাণ ও নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম রাচির নামে নামকরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আলী চিশতি বলেন, ‘আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা ১১ দফা দাবি দিয়েছি। দৃশ্যমান বাস্তবায়ন না দেখা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সবার আগে চেষ্টা করছি অপরাধীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। আর শিক্ষার্থীদের দাবিগুলো খুবই যৌক্তিক। ইতিমধ্যে আমরা অটোরিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করেছি এবং বাকি দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।’
এক দফা দাবিতে মশাল মিছিল
আফসান করিম রাচির মৃত্যুর ঘটনায় আগামী শুক্র ও শনিবারের মধ্যে ঘাতক রিকশাচালককে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে প্রথম বর্ষের (৫৩ ব্যাচের) শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷ ঘাতক গ্রেপ্তার না হলে আগামী রবিবার থেকে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসাইন বলেন, আমরা এর আগে এগারোটি দাবি উত্থাপন করেছি। যেগুলোর মধ্যে কিছু দাবি বাস্তবায়ন হতে সময় লাগবে, তবে আমরা চাই কিছু সময় লাগলেও সেগুলো বাস্তবায়ন হোক। রিক্সা চালককে আগামী শুক্র- শনিবারের মধ্যে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আজকের এই মশাল মিছিল। যদি প্রশাসন শুক্র- শনিবার মধ্যে এটি না করতে পারে তাহলে আমরা রবিবার থেকে কঠোর কর্মসূচিতে যাবো।
আরেক শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, রাচির হত্যাকারীকে সনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় ফিরব না। এমন কি শুধু ক্লাস নয় আমরা সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করে দিবো।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি