বর্তমান সরকার পূর্নবাসনসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন- আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা
২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
আজ রোববার ২৪ শে নভেম্বর তাজরীণ ট্র্যাজেডির এক যুগ। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরে আগুনে পুড়ে কারখানাটির ১১৭ জন শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত ২০০ জন শ্রমিক। সেই দুঃসহ সময়ের স্মৃতি হৃদয় থেকে মুছতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক ও তাদের পরিবার। তৎকালীণ আওয়ামী লীগ সরকার পূর্নবাসন সহ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তা বাস্তবায়ন হয়নি একযুগেও। তবে দেশের বর্তমান অন্তরবর্তীকালীণ সরকার হতাহতের পূর্নবাসন সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে এমনটাই আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
তাজরীন ট্র্যাজেডিতে নিহত ও আহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ২৪ শে নভেম্বর মনে করিয়ে দেয় স্বজণ হারানোর বেদনা। এই দিনে কেউ হারিয়েছে মাকে, বোনকে, বাবাকে কেউ বা আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জণক্ষম ব্যক্তিকে। এইদিন ডুকরে কেঁদে ওঠে স্বজন হারানো মানুষগুলো। উপার্জনক্ষম মানুষগুলোই এখন তাদের পরিবারের বোঝা, কেউবা কোনোমতে দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের জীবন যুদ্ধ। কেউবা চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণসহ শেষ করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকেও। তারা আজ ১২ বছর ধরে অপেক্ষায় আছেন ক্ষতিপূরণের আশায় আর প্রহর গুনছেন পুনর্বাসনের।
তাজরীনে আহত নারী শ্রমিক শিল্পী বেগম। কথা হয় তার সাথে। তিনি আক্ষেপ করে জানান, ঘটনার দিন আগুনের লেলিহান শিখা থেকে নিজেকে রক্ষা করতে সিড়ি দিয়ে তড়িঘড়ি করে নামছিলেন। হঠাৎ নিচে পড়ে যান তিনি। এতে তার দুই হাত-পা ও মাজায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। পরে দীর্ঘদিন সাভারের পক্ষাগতগ্রস্থদের পূর্ণবাসন কেন্দ্র সিআরপিতে চিকিৎসা নিয়ে বেঁচে ফিরে। তবে সে এখন জীবন্মৃত। তবুও সে জীবন যুদ্ধে থেমে নেই। জীবিকার তাগিদে বর্তমানে চায়ের দোকানে চলছে তার সংসার।
তিনি জানান, সরকারসহ বিভিন্ন সংস্থা থেকে সাময়িক কিছু সহায়তা পেলেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাননি। বহু পরিবার তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে এখন বিপদে পড়েছেন।
আহত আরেক নারী শ্রমিক সবিতা রাণী। কথা হয় তার সাথে। তিনি জানান, তিনি ৩ তলায় কাজ করতেন স্যুইং অপারেটর হিসেবে। চিকিৎসা করাতে করাতে এখন তিনি নিঃস্ব। কোনরকমে সংসার চলছে তার। কিছু সহায়তা পেয়েছেন তিনি যা দিয়ে চিকিৎসা করাতেই শেষ। বারবার আশ্বাস দিলেও আমদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করা হয়নি। ক্ষতিপূরণ পেলে তিনি গ্রামে গিয়ে কিছু একটা করে সংসার চালাবেন বলে দীর্ঘশ্বাস ফেলেন।
মোকাদ্দেছ নামের আরেক আহত শ্রমিক জানান, তিনি ওই কারখানায় স্যুইং অপারেটর ছিলেন। তিনি সহ সকল আহত ও নিহত শ্রমিকদের পূর্ণবাসন সহ ক্ষতিপূরণের দাবী জানান।
আহত আরো বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, যাচাই-বাছাই করে তাদের ক্ষতিপূরণ ও পূর্ণবাসন করার দাবী জানান তারা।
এদিকে, বিভিন্ন শ্রমিক নেতারা বলেন, তাজরীণে আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনার ১২ বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে মালিকপক্ষের অবহেলায় পোশাকশিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে তাজরীণের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতসহ হাসপাতাল বানিয়ে তাদেরকে পুনর্বাসন করে কর্মসংস্থানের দাবী জানান।
শ্রমিক নেতা মোঃ ইব্রাহিম জানান, ২০১২ সালের ২৪ শে নভেম্বর তাজরীণের অগ্নিকান্ডের ঘটনাটি কর্তৃপক্ষ সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে। এ ঘটনায় শতাধিক শ্রমিক মারা যায়। আহত হয় আরো অনেক। বিগত সরকারের আমলে আহত শ্রমিকদের সু-চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পূরণ করতে পারেনি। তাই বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার। এই সরকারের কাছে দাবী আহত ও নিহত শ্রমিকদের পূর্ণবাসন ও ক্ষতিপূরণের দাবী জানান তিনি। সরকার হতাহতদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন এই শ্রমিক নেতা।
তাজরীণ অগ্নিকাণ্ডের নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা কারখানার ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসলামাবাদের দিকে যাচ্ছে ইমরান খানের সমর্থকদের বিশাল বহর
আদালতের নির্দেশনায় ব্যাটারি চালিত রিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রেল পথে চলল পরীক্ষামূলক ট্রেন
"অবশেষে গুজব ছড়ানোর অভিযোগ নিয়ে প্রকাশ্যে আসলো সায়রা বানুর বার্তা"
এস আলমের মালিকানাধীন কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ বিক্ষোভ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের সংঘাতে নিহত ৮২ জন
‘গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সৎ ও দেশপ্রেমীদের দিয়ে নির্বাচন করানোর ব্যাপারে বিএনপি বদ্ধ পরিকর’
ভারতের রান পাহাড়ের সামনে আবারও ব্যাটিং ধ্বসে অস্ট্রেলিয়া
শপথগ্রহণ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
৫ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
ইউএই-তে নিখোঁজ ইয়াহুদী রাব্বির লাশ উদ্ধার, ইসরায়েলের দাবি
ঝিকরগাছায় টিউবয়েলের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ওরা জুলাই বিপ্লবের সব স্মৃতি চিহ্ন মুছে দিতে চায়
ফ্রান্সে গণধর্ষণ মামলা ঘিরে দেশজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ
নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে হয়রানি, অভিযুক্তকে প্রত্যাহার
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
ক্রাউন প্রিন্স শেখ হামদান দুবাই রান ২০২৪-উৎসবে দৌড়বিদদের নেতৃত্ব দিলেন
বেনাপোল বন্দরের সাথে সকল রুটের পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে: পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ চরমে
সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু