শহীদের রক্তের ঋণ পরিশোধে কাজ করে যাবো: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি ভিসি
২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (২৫ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিস্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া শিক্ষা ও গবেষণাকর্ম প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ।
জানা যায়, দিবসটির শুরুতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি।
এরপর ভিসির নেতৃত্বে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি-২০২৪ এর আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের ড. আলীনূর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি ড. নকীব মো. নসরুল্লাহ। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও আল কুরআন বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, এস্টেট অফিস প্রধান আলাউদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চলনা করেন চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ড. জাকির হোসেন।
ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, এইদিনেই শহীদ জিয়াউর রহমান আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় করে উন্নত শিক্ষা প্রসারে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চারটি বিভাগ নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে এখন ৩৬ বিভাগ রয়েছে। এইভাবে বিশ্ববিদ্যালয়টি হাটিহাটি পা পা করে ৪৬ বছরে পদার্পণ করেছে। তবে প্রতিষ্ঠার ৪৬ বছরে বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য-উদ্দেশ্য অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, আমার কাছে ভিসি পদ নয় বিশ্ববিদ্যালয়ই মূল্যবান। আমি নিজেকে ভিসি নয় সেবক মনে করতে চাই। আমি মনে করি এই সুযোগ আমাকে জুলাই আন্দোলন করে দিয়েছে। তাই আন্দোলনে স্পিরিট ধারণ করে শহীদের রক্তের ঋণের পরিশোধের জন্য কাজ যাব।শহীদের রক্তের ঋণ পরিশোধে কাজ করে যাবো: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি ভিসি
রাকিব রিফাত, ইবি:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (২৫ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিস্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া শিক্ষা ও গবেষণাকর্ম প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ।
জানা যায়, দিবসটির শুরুতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি।
এরপর ভিসির নেতৃত্বে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটি-২০২৪ এর আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের ড. আলীনূর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি ড. নকীব মো. নসরুল্লাহ। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও আল কুরআন বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, এস্টেট অফিস প্রধান আলাউদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চলনা করেন চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ড. জাকির হোসেন।
ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, এইদিনেই শহীদ জিয়াউর রহমান আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় করে উন্নত শিক্ষা প্রসারে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চারটি বিভাগ নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে এখন ৩৬ বিভাগ রয়েছে। এইভাবে বিশ্ববিদ্যালয়টি হাটিহাটি পা পা করে ৪৬ বছরে পদার্পণ করেছে। তবে প্রতিষ্ঠার ৪৬ বছরে বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য-উদ্দেশ্য অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, আমার কাছে ভিসি পদ নয় বিশ্ববিদ্যালয়ই মূল্যবান। আমি নিজেকে ভিসি নয় সেবক মনে করতে চাই। আমি মনে করি এই সুযোগ আমাকে জুলাই আন্দোলন করে দিয়েছে। তাই আন্দোলনে স্পিরিট ধারণ করে শহীদের রক্তের ঋণের পরিশোধের জন্য কাজ যাব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মীরসরাইয়ে নগদ টাকাও স্বর্ণালংকারসহ আটক-১
ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমনকে গ্রেফতার
বেনাপোলে শহীদ আব্দুল্লার বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত, করলেন কবর জিয়ারত
হামলা-সংঘর্ষের পেছনে কারও ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে : প্রেস সচিব
কাপ্তাই পুলিশের অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
টাকা-সার্টিফিকেট-ল্যাপটপ লুট হয়ে গেছে মোল্লা কলেজের
শত চেষ্টার পরও এড়ানো যায়নি শিক্ষার্থীদের সংঘর্ষ: উপদেষ্টা আসিফ মাহমুদ
বিশ্বের শীর্ষ চার বিমান রিফুয়েলার নির্মাতাদের মধ্যে ইরান
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ কোম্পানিতে রিসিভার নিয়োগের দাবী
তুরিন আফরোজ আমাকে জামায়াতের রোকন বানিয়ে নির্যাতন করেছে: তুরিন আফরোজের মা
'চালচিত্র' সিনেমায় নজরকাড়া লুকে দর্শকদের মন কেড়েছেন অপূর্ব
যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
খুবিকে নতুন প্রজন্মের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ডুবোচরের কারণে সংকটে ফরিদপুর নদী বন্দর, পন্যবাহী জাহাজ চলাচল বন্ধের শংকা
সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই: তারেক রহমান
লাখ টাকা ঋণ দেয়ার প্রলোভন শাহবাগে লোক জড়োর চেষ্টা
শ্রীমঙ্গলের মামলায় সাবেক কৃষিমন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর
গাজায় তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নতুন সংকটে উদ্বাস্তু ফিলিস্তিনিরা
তাইওয়ানের আকাশে চীনা বেলুনের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার