বেপরোয়া থ্রি-হুইলার দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক। সাভার আশুলিয়ায় ব্যাপক যানজট
২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
ব্যাটারী চালিত অটো রিকশা, মাহিন্দ্রা কিংবা ইজিবাইক, এক কথায় থ্রি-হুইলার। যা মহাসড়াকে চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু এমন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া থ্রি-হুইলার। এতে করে প্রতিদিনই মহাসড়াকে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বড় বড় দূর্ঘটনার খবর মাঝে মধ্যেই পাওয়ায় গেলেও ছোট ছোট ঘটনার খবর বেশিরভাগ অজানা। প্রশাসনের ঢিলেঢালা নজরদারির কারণে অবাধে বেড়েছে এসব অবৈধ যান বলে মনে করছেন সচেতন মহল।
ঢাকার আশুলিয়া একটি শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা। যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের বসবাস এই আশুলিয়ায়। যাদের বেশিরভাগ হচ্ছে পোশাক শ্রমিক। অন্য পেশার মানুষও কিন্তু কম নয়। এর মধ্যে অনেকেই মহাসড়কে চলাচলরত অবৈধ থ্রি-হুইলার চালানোকে পেশা হিসেবে নিয়েছেন। শুধু সাভার ও আশুলিয়াতে প্রায় ৫০ হাজার অটো রিক্সা -ভ্যান রয়েছে বলে দাবি বিভিন্ন রিকশা-ভ্যান শ্রমিক সংগঠনের।
আজ সোমবার সাভার আশুলিয়ার ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায় এই থ্রি-হুইলাকে। এছাড়াও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অবস্থাও একই। সড়কের এমন চিত্র কিন্তু শুধু আজকের নয়, প্রতিদিনের। এতে করে একদিকে যেমন যান-জটের দুর্ভোগ, অন্যদিকে বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্বাধীনভাবে চলাচল করা এই থ্রি-হুইলার চালকদের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ। লাইসেন্সের তো প্রশ্নই ওঠে না। এমন কয়েকজন চালকের সাথে কথা বলে জানা যায়, তারা মহাসড়কের চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপরে জানেন। অনেকে একটু বাড়তি ভাড়ার লোভে মহাসড়কে আসেন। অনেকে আবার যাত্রীর চাপের মুখে পড়ে আসতে বাধ্য হন।
এ বিষয়ে সোহেল রানা নামের এক থ্রি-হুইলার চালক বলেন, আমি জানি হাইওয়েতে গাড়ী চালানো নিষেধ। তবে রাতের বেলায় গাড়ী ধরে না, তাই এসেছি। তবে আগে বেশি ধরতো, এখন পুলিশে গাড়ী কম ধরে। ব্যাটারী চালিত এক ভ্যান চালক বলেন, আমি জানি মহাসড়কে গাড়ী চালানো নিষেধ, কিন্তু ভাড়া পেয়েছি তাই এসেছি। তবে আমি তেমন আসিনা।
অন্যদিকে র্দীঘদিন যাবৎ মহাসড়কে অবৈধ এই অটোরিকশা বা ভ্যান সড়কে চলারচলের দাবিতে বিক্ষোভ করে আসছেন বিভিন্ন রিকশা-ভ্যান শ্রমিক সংগঠন। এ ব্যাপারে আশুলিয়া থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ বলেন, আমাদের প্রধান দাবী হচ্ছে মেইন রাস্তার পাশ দিয়ে আলাদা লেন চালু করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের রাস্তায় কোনো বাধা দেওয়া চলবে না। তৃতীয় দাবি হচ্ছে আমাদের গাড়ীর লাইসেন্স প্রদান করতে হবে।
জীবনের ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করা বাদশা মিয়া জানান, কাছে কোথাও যেতে হলে আসলে রিকশা ব্যবহার করি। কিন্তু মহাসড়কে তারা যেভাবে গাড়ী টানে তাতে আসলে ঝুকি রয়েই যায়। কিন্তু কি করবো স্বল্প দুরত্বের জন্য আসলে বাসে উঠতে ইচ্ছে করে না। তাই আসলে রিকশায় উঠতে হয়।
প্রতিনিয়ত রিকশায় চলাচল করা মাফুজা রহমান জানান, অটোরিকশা চড়লে অনেকটা ভয়ে থাকতে হয়। কারন একজন অটোরিকশা চালক কিন্তু প্রশিক্ষন প্রাপ্ত না। গাড়িটা কত গতিতে চললে পিছনের গাড়ির কোন সমস্যা হবে না এটা তারা জানেই না বললেই চলে। আবার অনেক সময় একটু জ্যাম দেখলেই ফুটপাতে তুলে দেয়। রাস্তা ভাংগা আছে নাকি তার দিকে খেয়াল না করেই ভোঁ টান মারে এরা। সব মিলিয়ে মনে ভয় নিয়েই অটোরিকশায় উঠতে হয়।
মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন, বর্তমানে জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের রেকারিং কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে মহাসড়কে অটোরিকশা বা থ্রি-হুইলারের চলাচল বৃদ্ধি পেতে পারে। তবে আমাদের ই-প্রসিকিউশন ব্যবস্থা এখনো চালু আছে। বর্তমানে শুধু মাত্র ই-প্রসিকিউশনের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চিন্ময়ের মুক্তির দাবিতে শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
ভারতে ইলিশ রফতানি বন্ধ চেয়ে করা রিট খারিজ
চিন্ময় কৃষ্ণ দাশ আটকের প্রতিক্রিয়ায় শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সেন্টমার্টিনে চলবে পর্যটকবাহী জাহাজ
বরগুনায় বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী জাকির গ্রেপ্তার: গুলিবিদ্ধ-১
শাহবাগে চিন্ময় কৃষ্ণ আটকের প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ
‘নির্বাচনের ট্রেন চলছে, এমন ধারণা দিতে নতুন কমিশন গঠন করেছে সরকার’
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ‘মাদক কারবারি’ আটক
শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা
যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার হবে ততই অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে-নুরুল ইসলাম মণি
পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারতো : নাহিদ ইসলাম
বাচ্চারা প্রাপ্ত বয়স্ক হলেই হলিউড ছাড়বেন অ্যাঞ্জেলিনা জোলি
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ
হজযাত্রায় বিপর্যয়ের আশঙ্কা
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
দিনাজপুরের বোচাগঞ্জে ২ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
কমলো সোনার দাম, ভরি ১ লাখ ৪০ হাজার টাকা
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত