সিলেটজুড়ে আমজনতার অভাবনীয় সমর্থনে রয়েছে বিএনপি : অটুটে দরকার ব্যবসায়ী রাজনীতিকদের নিয়ন্ত্রণ
২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
তৃণমুলে সাধারন মানুষের অভাবনীয় সমর্থনে রয়েছে বিএনপি। সিলেট জুড়ে একই অবস্থা। এখন সেই সমর্থন ধরে রাখায় কতটুকু সামর্থ্য রাখে দলের স্থানীয় নেতৃত্ব সেই প্রশ্ন বিলিয়ন ডলারের। বিএনপির প্রতি সমর্থনের অন্যতম কারন পতিত আওয়ামীলীগ সরকারের নির্যাতন, নিপীড়ন, অন্যায় ও জুলুম। সিলেটের মানুষ চরিত্রগত ভাবেই আবেগপ্রবণ, সেই সাথে সংবেদনশীল। জনগনের সেই ভাষা বুঝতে ব্যর্থ হলে, দ্রুত সমর্থন তলানীতে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
রাজনীতিক সম্প্রতির একটি ঐতিহ্যগত অবস্থান ছিল সিলেট জুড়ে। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার সেই সম্প্রতিকে প্রশ্নবিদ্ধ করছে বির্তকিত কর্মকান্ডে। বিশেষ করে স্থানীয় নেতৃবৃন্দ এতোই আক্রমনাত্নক হয়েছিল যে, রাজনীতিক এজেন্ডা বাস্তবায়নের নামে আওয়ামীলীগের বিপরীতে সাধারন জনতার পাশাপাশি বিরোধী রাজনীতিক নেতাকর্মীদের পরিণত করেছিল শক্রতে । দমবন্ধ এক পরিস্থিততে বসবাস করেছিল এখানকার মানুষ। সরকারের শেষ সময়ে আওয়ামীলীগের ত্যাগী রাজনীতিক নেতারাও কোনঠাসা হয়ে পড়েছিলেন স্বার্থবাজ আ'লীগ নেতাদের আগ্রাসী তৎপরতায়। আগ্রাসী এই নেতারা এতোটাই দাপুটে ছিলেন যে তারা দলের বাইরে নিজেদের একটি সুবিধাভোগী বলয় সৃষ্টি করেছিলেন, সেই সাথে দলের হাইকমান্ডের কতিপয় নেতাদের সাথে ব্যক্তি স্বার্থের যোগসূত্র গড়ে তুলেছিলেন। সেকারনে তৃণমূলে বঞ্চনা ও লোপাটের আওয়াজ পৌছায়নি নীতিনির্ধারকের কানে। এতে করে ত্যাগি ও সুবিধাভোগীদের দুইটি বলয় নিরবে গড়ে উঠেছিল আওয়ামীলীগে। সুবিধাভোগী এই আওয়ামীলীগ নেতাদের দরবারে দলের লুটেরা কেবল নয়, বিএনপির স্থাণীয় ব্যবসায়ী রাজনীতিকরাও গড়ে তুলেছিলেন আস্তানা। ব্যবসা বাণিজ্যসহ নিজেদের ব্যক্তিগত অবস্থান শক্তিশালী করতে, তারা ভরসা করেছিলেন আওয়ামীলীগে। কারন ওই নেতারা গোপনে ঈমান হারিয়েছিলেন, এই বিশ্বাসে আ' লীগের পতন হবে না বাংলাদেশে। বিএনপির ওই নেতারা সিলেটের হাই প্রোপাইলের ব্যবসায়ী। দলের নীতি আদর্শকে কুরবানী দিয়ে তারা গোপনে প্রকাশ্যে মিলিত হতেন আওয়ামীলীগ নেতাদের সকাশে। সেই সাথে গড়ে তুলেন ব্যবসায়ীক সিন্ডিকেট। বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহনে সিগন্যাল নিতেন তারা আওয়ামীলীগ নেতাদের। ইয়েস বা নো, সিগন্যালে কোন মতো ফটোসেশনে দলের চাকুরী বাঁচানোর চেষ্টা করতেন তারা। সেই সাথে কর্মসূচীর আগাম তথ্য তুলে দিতেন আ'লীগ নেতাদের কানে। সেই তথ্যে ত্যাগী নেতাকর্মীরা রাজপথে নামলে হামলা মামলা গ্রেফতারের ভয়াবহতার শিকার হতো। কিন্তু নিরাপদ থাকতেন বিএনপির ব্যবসায়ী রাজনীতিক নেতারা। গত ১৫ বছরে সিলেট বিএনপির ব্যবসায়ী রাজনীতিকদের নেতাদের ঘাড়ে মামলার সংখ্যা যেমন কম, কিন্তু সম্পদ ও ব্যবসার পরিসর বেড়েছে বিশাল। এটাই ছিল আ'লীগের সাথে গোপনে প্রকাশ্যে আঁতাতের মুজেযা।
তারই মুূলত অওয়ামীলীগের ক্ষমতার মসনদকে দীর্ঘায়িত করতে সহযোগী হয়ে উঠেছিলেন। রাজনীতিক ভাষায়, তারা আ'লীগের দোসর। রাজনীতিক পট পরিবর্তনের পর তারা এখন সিলেট বিএনপির নিয়ন্ত্রক হতে শুরু করেছেন বুহুমুখী দৌড়ঝাঁপ। সেই সাথে জনবিরোধী ও লুটেরা আওয়ামীলীগ নেতাদের ঋণ শোধেও তারা তৎপর। কারন ওই নেতাদের গোলামী ও ব্যবসায়ীক সুযোগে নিয়ে দিয়ে আ'লীগের দু:শাসনে তারা ছিলেন অক্ষত, নির্ভার। বিএনপির ব্যবসায়ি রাজনীতিকদের হাতে টাকা আছে, ব্যবসা আছে, তারা প্রতিষ্টিত, প্রক্ষান্তরে ত্যাগী রাজনীতিকদের ঘাঁড়ে গত ১৫ বছরে জমেছে কেবল মামলার বোঝা। অর্থযুক্ত রাজনীতির এই পরিবেশে তারা যেন খুবই বেমানান।
অথচ তাদের দু:খ দূর্দশা ত্যাগ তীতিক্ষার বাস্তবতা চোখে চোখে দেখেই সাধারন জনগন বিএনপির প্রতি প্রবলভাবে ঝুঁকেছে। ভালো সময়ে তাদের মূল্যায়নের উপর নির্ভর করছে আপামর মানুষের সমর্থনের গ্যারান্টি, এমন অভিমান সাধারন মানুষের। এই মুর্হুতে আগামী নির্বাচনে দলের ভবিষ্যত খুঁজছে দলের ত্যাগি নেতারা। অপরদিকে, এখন পদপদবী সহ দলের নীতি নির্ধারনে অবস্থান শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠছে ব্যবসায়ী রাজনীতিক নেতারা। সেকারনে দলের ত্যাগি নেতা কর্মীদের বিভিন্নভাবে বিভক্তি ও দূর্বলের চেষ্টায় তারা মত্ত। এর নেতিবাচক প্রভাব পড়ছে মাঠে-ঘাটে-হাটে। দলের ব্যবসায়ীক নেতারা ক্রমশ দলবাজীতে ব্যস্ত হয়ে পড়ছেন, জনগনের সাথে সম্পৃক্ততার কোন ইস্যুই নেই মন মগজে। দলের কমিটি গুলোতে ব্যবসায়িক রাজনীতিকদের টেনে তুলোর চেষ্টা চলছে, সফলও হচ্ছেন তারা। তাদের সেই সফলতায় হতাশ হচ্ছেন, ত্যাগি রাজনীতিকরা। তাদের হতাশার কালো ছায়া বিস্তার ঘটছে আমজনতার উপর। সম্প্রতি সিলেট মহানগর বিএনপির ঘোষিত কমিটিতে ব্যবসায়ীক নেতাদের পদায়ন ঘটছে, সেই সাথে ওই নেতাদের বদৌলতে কমিটিতে স্থান পেয়েছেন তাদের আর্শিবাদপুষ্টরা। এতে করে কমিটি কেন্দ্রিক বিএনপির রাজনীতির চর্চা যেমন হুমকিতে পড়ছে সেই সাথে বিতাড়িত স্বৈরাচারের দোসরদের টিকে থাকার পথ নিরাপদ হচ্ছে, এমন ধারনা তৃণমুলের ত্যাগি নেতাদের। নগরীর ৪২ নং ওয়ার্ডের বিএনপির নিবেদিত কর্মী সাবুদ্দীন সাবুল বলেন, সদ্য ঘোষিত নগর বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে বিভিন্ন ওয়ার্ড থেকে একাধিক বা কোথাও কোথাও একজন করে সদস্য করা হয়েছে, এদের বেশিরভাগের সামাজিক অবস্থান প্রশ্ন বিদ্ধ, সেই সাথে সমাজের প্রভাবশালী শ্রেনীতে বসে কথা বলার হিম্মতও নেই তাদের। এমনকি গত ১৫ বছর আ'লীগের পদেলহন করে, নিজদের আখের গুছিয়েছে, কি বিএনপি কি আওয়ামীলীগ এমন ধারায় চেনার কোন সুযোগ ছিল না তাদের। তারা এখন কমিটিতে। সাধারন মানুষকে যে দল নেতৃত্ব দিবে, সেই দলের কমিটিতে যদি দলের লোক অর্ন্তভূক্তিতে নিবেদিত কর্মীদের হতাশা করে তাহলে জনসমর্থন কিভাবে অটুট থাকবে। তিনি বলেন, নিবীড়ভাবে পর্যবেক্ষন করে দলীয় পদপদবী না দেয়া হলে, আ'লীগের ফিরে আসার পথ অপেক্ষা মাত্র। এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা কর্মী বলেন, দলীয় কাজের পারফরমেন্সের চেয়ে সুবিধাভোগী নেতাদের তোয়াজে নির্ভর করছে এখন দলের পদবী। তাই সাধারন মানুষ দলের পদপদবী ওয়ালাদের নিয়ে করছে মসকরা। নিবেদিতরা পদবঞ্চনার শিকার হয়ে কিছু বলারও মানসিক শক্তি হারাচ্ছে মানুষের কাছে যেয়ে। সিলেটের রাজনীতিক সচেতন একাধিক ব্যক্তি বলেন, বিএনপির পদবীধারী বেশিরভাগ নেতা আওয়ামীলীগের গত ১৫ বছরের অনিয়ম দুর্ণীতি, নিষ্টুরতা লোপাট নিয়ে চুপ। যদি একান্ত কথা বলেন তাহলে মুখস্ত কিছূ বলেন, তাও শেখ হাসিনাকে টার্গেট করে। কিন্তু তাদের আশেপাশে আ'লীগের চিহ্নিত নেতাদের বিরুদ্ধে কথা বলেন না, বলতে সুযোগও দেন না। অতীতে তারা ছিলেন চুপ এখন। এর কারন, পলাতক নেতাদের ব্যবসা বাণিজ্য আগলে রাখার লোভ। তারা এখন বিএনপির অভ্যন্তরে খেলা করছেন, সেই খেলায় বিএনপির স্থাণীয় নেতৃত্ব বিভক্তিতে পড়ার আশংকা রয়েছে, এতে জনগন তাদের উপর বিরক্ত হচ্ছে। কারন মানুষ বিএনপির টপ-টু-বটম পরিবর্তন চায়। বিশেষ করে নেতৃত্বে তুলনামুলক রাজনীতিকদের স্থান নিশ্চিত করতে হবে, বেনিয়াদের নিয়ন্ত্রন করতে না পারলে চরম হুমকিতে পড়বে দলে সাধারন মানুষের অটুট সমর্থনের নিশ্চয়তা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দেওয়া ১৬ গ্রেপ্তার
তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিদেশের হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি করছে
ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী শনিবার
ভালো নিয়ত থাকলে, ভালো কিছু করতে পারব আমরা- সিলেটে তারেক রহমান
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৯৯০
সংস্কার করতে করতে আসল বিষয় যেন হারিয়ে না যায় - গয়েশ্বর চন্দ্র রায়
চিন্ময়ের মুক্তির দাবীতে সিলেট সনাতনীতের কর্মসূচী : নৈপথ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা
কোনো উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ
পাকিস্তানে সংঘর্ষ, ৪ নিরাপত্তা সদস্যসহ নিহত ৫
আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু
রাস্তার বেওয়ারিশ কুকুর নিধনের দাবীতে ঢাকা মহানগরবাসীর গণ-সমাবেশ
কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
শেরপুরের মুর্শিদপুর দরবারে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ : উভয়পক্ষে আহত ১৩, আটক ৭
সাগরের খুনিরা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে- ওয়াহাব আকন্দ
দুই সহযোগীসহ মাদক চোরাকারবারী যুবলীগ নেতা হাবিবকে গ্রেফতার করছে সিলেট জৈন্তা পুলিশ !
বাইডেন সরকার বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি করতে পারে: এফএসবি প্রধান