পাকিস্থানী নাগরিকের 'ক্ষমতায়' সম্পত্তি নিয়ে বিপাকে কসবার অসহায় নারী
০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
নিজের সম্পত্তি ফিরে পেতে ও প্রভাবশালীদের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলকার খাড়পাড়ার সাঈদা সুলতানা প্রিয়া নামে এক নারী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাঈদা সুলতানা জানান, কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. ইলিয়াছ ও তার ভাই মো. জাহাঙ্গীরের ভূমি দখলসহ নানা অত্যাচারে এক ধরণের মানসিক পীড়া নিয়ে বসবাস করছেন। তাদের অত্যাচারের এতটাই নিষ্পেষিত রীতিমতো এলাকাছাড়া হয়ে আছেন।
তিনি অভিযোগ করেন, দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তনের পর আইনশৃংখলা বাহিনীর নমনীয়তার সুযোগে ৭ আগস্ট থেকে মো. ইলিয়াস ও তার ভাই আমার জায়গা জবর দখল শুরু করে। খাড়পাড়ার ওই জায়গাটি শশুরের মাধ্যমে আমার স্বামীর ওয়ারিশ সূত্রে মালিক আমি। জায়গা দখলের খবর পেয়ে সেখানে ছুটে গেলে ইলিয়াস ও জাহাঙ্গীরের বাহিনী আমার উপর চড়াও হয় এমনকি হত্যার হুমকি দেয়। এরপর থেকে আমি নিরাপত্তারও অভাববোধ করছি।
তিনি বলেন, 'আমার দাদা শশুর নূরল আলম বিএম ইঞ্জিনিয়ার এর দুই স্ত্রী। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী রওশন আরা বেগমকে সঙ্গে নিয়ে তিনি কর্মস্থল পাকিস্থানের করাচিতে চলে যান। সেখানকার করাচীতে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানেই রওশন আরার পাঁচ সন্তানের জন্ম হয়। মেয়ে নাছরিন আলম, ছেলে মনজরুল আলম, মাসুদ আলম ও মহসনি আলম জন্মসূত্রেই পাকিস্থানে বসবাস করতে থাকেন। আমার দাদা শশুর মৃত্যুর আগেই সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্টন করে দেন। এরই আলোকে দ্বিতীয় স্ত্রী রওশন আরাসহ তার সন্তানের পাকিস্থানের একটি সিমেন্ট ফ্যাক্টরিসহ সকল সম্পত্তি পান। অন্যদিকে প্রথম স্ত্রী ও তার তিন সন্তান মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ও মোর্শেদ আলমকে বাংলাদেশের সকল সম্পত্তি বুঝিয়ে দেন। এরই সূত্র ধরে আমার শশুর আনোয়ারুল ইসলামের হিস্যা হিসেবে আমার স্বামী সামশুল আলম কাউছার কিছু সম্পত্তি পান। আমার শশুরের স্ত্রী অর্থাৎ শাশুরি, পাঁচ মেয়েও অনুরূপভাবে সম্পত্তি পেয়েছেন। এরই সূত্র ধরে ২০১৪ মালের একটি দলিল মূলে আমি ও আমার সন্তানেরা ৩.৮০ একর জমির মালিক হই। কিন্তু পাকিস্থানের নাগরিক প্রয়াত মঞ্জুুরুল আলমের ওয়ারিশদের কাছ থেকে কিছু সম্পত্তির 'পাওয়ার' নিয়ে পুরো জায়গা দখলে নিয়ে নেন জাহাঙ্গীর।
তিনি জানান, মঞ্জুরুল আলম আলম বাংলাদেশি নাগরিক নয় মর্মে আদালত সন্দেহ পোষণ করে। তার নাগরিকত্ব প্রমাণ না হওয়া পর্যন্ত আদালত মামলাটি স্থগিত রাখে। তবে সম্প্রতি জায়গা নিয়ে হওয়া অভিযোগের পর স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন আদালত।
তিনি জানান, ওই সময়ে পৌর মেয়রের দায়িত্বে থাকা মো. ইলিয়াছ এক প্রত্যায়ন পত্রে উল্লেখ করেন যে মঞ্জুরুল আলমসহ তাদের পরিবার যে বাংলাদেশে থাকেন না সেটি নিশ্চিত করেন। পরে অবশ্য মঞ্জুরুল আলম বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বানায়।
সংবাদ সম্মলেন উপস্থিত মো. হারুণ নামে কসবার ব্যক্তি জানান, সাঈদা সুলতানার কাছ থেকে আমি কিছু জায়গা কিনেছি। ওই জায়গাটাও দখল করে ফেলা হয়েছে। আমি জানতে চাইলে বলে তারা নাকি জায়গার মালিক।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত.রাজশাহীতে বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প