বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছে, বেড়েছে ভিয়েতনাম-ভারত থেকে
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ এএম
বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি গত ১০ মাসে হ্রাস পেয়েছে। জানুয়ারি থেকে অক্টোবরের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত থেকে বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পোশাকের অর্থমূল্য ছিল ৬১৪ কোটি ৬০ লাখ ডলার। ২০২৩ সালের একই সময় যা ছিল ৬৩৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসেবে চলতি বছরের ১০ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩ দশমিক ৩ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ভিয়েতনাম থেকে ১ হাজার ২৭০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের একই সময় আমদানি হয়েছিল ১ হাজার ২২২ কোটি ৪০ লাখ ডলারের। এ হিসেবে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৩ দশমিক ৯৩ শতাংশ। ভারত থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির অর্থমূল্য আলোচ্য ১০ মাসে ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলারের, যা গত বছরের একই সময় ছিল ৩৯৪ কোটি ৫০ লাখ ডলার। এ হিসাবে ভারত থেকে আমদানি বেড়েছে ২ দশমিক ৬৮ শতাংশ।
চলতি বছর ১০ মাসে গোটা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। অর্থমূল্য বিবেচনায় শীর্ষ অবস্থানে থাকা চীন থেকে আমদানি কমেছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ। চীন ও ভিয়েতনামের পরে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরপর রয়েছে যথাক্রমে ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কম্বোডিয়া, হন্ডুরাস ও পাকিস্তান। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১ দশমিক ৪৯ শতাংশ। মেক্সিকো থেকে কমেছে ৯ দশমিক ১৬ ও হন্ডুরাস থেকে কমেছে ৪ দশমিক ৭৮ শতাংশ। কম্বোডিয়া ও পাকিস্তান থেকে বেড়েছে যথাক্রমে ১২ দশমিক ৯১ ও ৪ দশমিক ৫৩ শতাংশ।
ওটিইএক্সএ বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের অর্থমূল্য ছিল ৯৭২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ডলার। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৭২৮ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ডলারে। এ হিসেবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের অর্থমূল্য কমে যায় ২৫ শতাংশ।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বেশি আমদানি করা পোশাক পণ্যগুলোর মধ্যে অন্যতম হলো মেন অ্যান্ড বয়েজ ওভেন ট্রাউজার, উইমেন অ্যান্ড গালর্স ওভেন ট্রাউজার, মেন অ্যান্ড বয়েজ ওভেন শার্টস পোশাক, কটন নিটেড সোয়েটার ও কটন নিটেড টি-শার্টস। বাংলাদেশের পোশাক খাতসংশ্লিষ্ট সংগঠনগুলোর সূত্র জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত এ পণ্যগুলোর মূল্য ন্যূনতম ৩ দশমিক ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ৭ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পঞ্চদশ সংশোধনী রায় জনগণের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি
বন্দরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে : আমীর খসরু
সাংবাদিক সামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
টানা তৃতীয়বার সিডিপির সদস্য হলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ছিনতাইকারীর কবলে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি
খেলাফত প্রতিষ্ঠিত হলে মানুষ পাবে মৌলিক অধিকার
সংস্কার কমিশনের কার্যক্রমে ইইউ’র পূর্ণ সমর্থন রয়েছে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সাবেক ডিবি প্রধান হারুন ও জাহাঙ্গীর-তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
রেল যাত্রীদের ভোগান্তি
বাংলাদেশে অংশীদারিত্বে বড় সম্ভাবনা দেখছি সুইডেনের : নিকোলাস উইকস
এশীয় অঞ্চলের স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই : পররাষ্ট্র উপদেষ্টা
আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে
স্টিভ ব্যাননের দাবি : ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন
‘সমগ্র বিশ্ব রুশ ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে’ : রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
শিক্ষার্থী সীমান্ত হত্যার বিচারের দাবিতে চাষাড়ায় মানববন্ধন
রাণীশংকৈলে ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
ডিএসইসি'র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ২৩ ডিসেম্বর
‘সংবিধানে ইসলামকে নৈতিক দিকনির্দেশনার ভিত্তি হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে’