আওয়ামীলীগের এমপি মোহাম্মদ আলীর পালিত ডাকাত "ফখরা" বাহিনী এবার দখল করলেন রামগতির খেয়াঘাট
২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
নোয়াখালীর হাতিয়া আওয়ামীলীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর পালিত ডাকাত ফখরুদ্দিন ওরপে ফখরা ডাকাত এবার দখল করলে করলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের ব্রীজঘাট এলাকার একটি খেয়াঘাট। রামগতির বয়ারচরের টাংকিরঘাট, ব্রীজঘাট সহ গোটা বয়ারচর এলাকা দাবিয়ে বেড়াচ্ছে কয়েকটি ফখরা ডাকাতের নেতৃত্বে কয়েকটি ডাকাত বাহিনী। একসময়ের আওয়ামীলীগের এমপি মোহাম্মদ আলীর পালিত ডাকাত "ফখরা" বাহিনী এবার লক্ষ্মীপুরের রামগতিতে বেপরোয়া দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। প্রতিকার চেয়ে চলতি মাসের ৪ ডিসেম্বর চট্রগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ করেন ঘাটটির ইজারা নেওয়া আবদুল মোতালেব নামে এক ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের কুরুশবাড়ীর সামনে ব্রীজঘাটের খেয়াঘাটটি ২০২৪-২৫ সালের জন্য ৩ লাখ ২৬ হাজার টাকা রাজস্ব পরিশোধ করে ইজারা নেন আব্দুল মোতালেব মাঝি। এ ঘাট থেকে টাংকিরখাল ও নোয়াখালীর মৌলভীর চর, চরগাছিয়া,ও হাতিয়া সহ বিভিন্ন স্থান ট্রলার দিয়ে যাত্রী পারাপার করা হয়। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর রামগতির ফখরা ডাকাত ও তার বাহিনী রুপ পাল্টিয়ে হয়ে যান বিএনপি নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ না থাকায় ব্রীজঘাট এলাকার খেয়াঘাটটি দখল করে ৪-৫ টি ট্রলার দিয়ে যাত্রী পারাপার করেন ফখরার বাহিনী।
বড়খেরী ব্রিজঘাটের খেয়াঘাটটি ইজরা নিয়ে মোতালেব মাঝি পরিচালনা করে আসলেও হঠাৎ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হাতিয়া আওয়ামীলীগের এমপির পালিত ডাকাত খোকনের ডাকাতের সেকেন্ড ইন কমান্ডার ফখরুদ্দিন ওরপে ফখরা ডাকাতের শক্তিশালী সিন্ডিকেট চক্র ঘাটটি তাদের নিয়ন্ত্রণ নিয়ে যায়। প্রকৃত ইজারাদার হওয়া শর্তেও ঘাটটি জোরপূর্বক ভাগিয়ে নিয়ে দৈনিক প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয়ের সমুদয় অর্থ ভাগাভাগি করে নিচ্ছেন ওই চক্রটি।
এ নিয়ে খেয়াঘাটের মুল ইজারাদার ও রামগতি উপজেলার চররমিজ এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরারব একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার এ সংক্রান্ত একটি অভিযোগের কপি এ প্রতিবেদকের হাতে এসেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুন মাসের ২৭ তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জুন মাসের ৩০ তারিখে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা পরিষদ থেকে এক বৎসরের জন্য যাত্রী পারাপারের জন্য ইজারা নেন আব্দুল মোতালেব। এতে বলা হয়েছে, ১ লা জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সাল পর্যন্ত তিনি বৈধ ইজারাদার। এক বছরের চুক্তিতে ৩ লাখ ২৬ হাজার টাকা রাজস্ব পরিশোধ করে ঘাটটি পরিচালনা করে আসছেন অভিযোগকারী আবদুল মোতালেব মাঝি। উপজেলার চররমিজ ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে।
ফখরুদ্দিন ওরপে ফখরার বাহিনীর সদস্য চরগজারিয়ার মোঃ সেলিমের ছেলে মোঃ রুবেল, চররমিজ ইউনিয়নের আব্দুশ শহিদের ছেলে মোঃ জমির, দুলাল মাঝি,আলমগীর মাঝি,বাবুল মাঝি আবু তাহের,মোঃ জাগির,দিলিপ মাঝি,সহ আরও ৪-৫ জনের সংঘবদ্ধ বাহিনী মোতালেবের ইজারা নেওয়া ঘাটে ৪-৫ টি যাত্রীবাহী ট্রলার নামান। ওই ট্রলার দিয়ে তারা যাত্রী পারাপার করেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়াসহ ঘাটটি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারী আবদুল মোতালেব।
প্রকাশ না করার শর্তে ব্রীজঘাট এলাকার তিনজন ব্যক্তি এ প্রতিবেদককে জানান, বয়ারচরের চিহ্নিত আওয়ামীলীগ নেতাদের পালিত ডাকাত "খোকন" ডাকাতের সেকেন্ড ইন কমান্ডার ফখরুদ্দিন ওরপে ফখরা ডাকাতের শক্তিশালী সিন্ডিকেট চক্র ঘাটটি তাদের নিয়ন্ত্রণ নিয়ে যায়। এরা আওয়ামী লীগের আমলে গোটা বয়ারচর শাসন করছিল। এখন রাতারাতি হটাৎ খুলস পাল্টিয়ে বিএনপি হয়ে মাছঘাট ও খোয়াঘাট দখল করে আয়কৃত অর্থ ভাগ করে নেন বলে জানান তারা।
ইজারাদার আব্দুল মোতালেব বলেন খেয়া ঘাটটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে পরিচালনা করছি। হঠাৎ সরকার পতনের পর ফখরা ডাকাতের বাহিনী আমার খেয়াঘাটটি দখল করে তারা ৪-৫ টি ট্রলার নামিয়ে যাত্রী পারাপার করছেন। আমি এখন অসহায়।
ট্রলার চালক মোঃ রুবেল বলেন,আমি তো ফখরার নির্দেশে কাজ করি। ঘাটের ডাক কে এনেছে তা আমি জানিনা। বিষয়টি আপনারা ফখরার সাথে কথা বলেন।
অভিযুক্ত ফখরুদ্দীনের সাথে কথা বলার জন্য তার 01842298019 নম্বরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই জমির মেম্বার বলেন,আমিও অনেকবার চেষ্টা করেও তার সাথে কথা বলতি পারনি। আপনারা যে অভিযোগ পেয়েছেন,তার আলোকে রিপোর্ট করে দেন।
রামগতি উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার জামাল উদ্দীন বলেন,ফখরা ডাকাত বিএনপির কেউ নয়। বয়ারচরে অসংখ্য ডাকাত বাহিনী রয়েছে। এরা যখন যে দল ক্ষমতা যায়,তখন সেই দলের পরিচয় দিয়ে আকাম কুকাম করে যাচ্ছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন বলেন, এ ধরণের অভিযোগ পেয়েছি। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন,ঘাটের বিষয়টির সরকারের রাজস্ব জড়িত আছে। তাই রাজস্ব আদায়ে বাঁধা সৃষ্টি করে কেউ ঘাট দখল করলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী একশনে যাবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার বলেন, বিভাগীয় কমিশনার অফিস থেকে ইতিমধ্যে একটি চিঠি পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘাট দখল করার অভিযোগ প্রমানিত হলে অপরাধীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। সরকারের রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি হলে কোন প্রকার চাড় দেওয়া হবেনা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
র্যাবকে সমাজে রাখা ঠিক হবেনা -রাজশাহীতে নূর খান
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু