আটঘরিয়ায় ঘন কুয়াশায় বিনা চাষে রসুনের জমি পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক
২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
পাবনার আটঘরিয়া উপজেলার সুতির বিল সহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায় কৃষাণ কৃষাণীরা রসুনের জমি পরিচর্যার কাজে তার ব্যস্ত সময় কাটাচ্ছে। ঘন কুয়াশার মধ্যেও তারা জমিতে কাজ করছে এবং তাদের সকাল দুপুরের খাবারও খাচ্ছে জমিতে।
কৃষক আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এক বিঘা জমিতে প্রায় ৩০-৩৫ মন রসুন পাবেন। যার বাজারমূল্য প্রায় ৫০-৬০ হাজার টাকা।
বিলের পানি নামার সঙ্গে সঙ্গে ফাঁকা জমিতে নরম কাদামাটিতে বিনা চাষে রসুন রোপণের ধুম পড়ে যায়। কৃষকদের সাথে আলাপ করে জানা যায় রসুনের উপরই নির্ভর করে এ অঞ্চলের কৃষকের জীবন চলা।
যে বছর রসুনের বাজার ভাল থাকে তারপরবর্তী বছর আবাদ বেড়ে যায়। চলতি বছর রসুনের ভাল মূল্য পাওয়ায় কৃষকেরা নতুন ভাবে স্বপ্ন এতে বিগত বছরের চেয়ে আবাদ অনেকটাই বেশি করেছেন।
রসুনের বীজ, সার, কীটনাশক, কামলা খরচা ও পানি সেচ সব মিলে অন্য বছরের তুলনায় এবার ব্যয় বেশি হচ্ছে।
সোমবার ২৩ ডিসেম্বর সরেজমিনে কয়রাবাড়ী. সুতিরবিল, একদন্ত, লক্ষ্মীপুর দেবোত্তর, মাজপাড়া, চাঁদভা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আটঘরিয়ায় এখন চলছে বিনা চাষে রসুনের খেত পরিচর্যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে কৃষকেরা।
কৃষক রুস্তম ও রাজ্জাক প্রামাণিক জানান, আমি তিন বিঘা জমিতে বিনা চাষে রসুন আবাদ করছি। এই পদ্ধতিতে রসুনের চাষ করলে জমিতে চাষ দেয়া ও কোপানো লাগে না। সার ও ওষুধ কম লাগে।
শুধু মাত্র ২টি সেচ দিলেই হয়। লাগানো রসুন ক্ষেতের চেয়ে অনেক বড় বড় গাছ ও রসুন বড় হয়। তার এ পদ্ধতি দেখে অন্যান্যে কৃষকরা তার সহযোগিতা চাইলে তিনি তাদের রসুন সরবরাহ করাসহ নানা ধরনের পরামর্শ দেন।
কয়রাবাড়ী এলাকার কৃষক খোকন, মিঠন সরদার জানান, সাড়ে ৫ বিঘা জমিতে বিনা চাষে রসুন আবাদ শুরু করেছি। একবিঘা জমিতে বিনা চাষে রসুন আবাদ করতে তিন থেকে সাড়ে তিন মন কোয়া রসুন লাগে।
কৃষক আব্দুল কালাম জানান, এক বিঘা জমিতে রসুন চাষ করতে প্রায় ২০-২৫ হাজার টাকা খরচ হচ্ছে। প্রান্তিক কৃষকদের এ টাকা সংগ্রহ করতে হিমশিম থেতে হয়। সরকারি তেমন কোন প্রণোদনা পাওয়া যায় না বা ব্যাংক ঋণের ক্ষেত্রেও জটিলতা অনেক। বাধ্য হয়েই এনজিও ঋণের উপর নির্ভরশীল হতে হয় কৃষকদের।
তারা আরও জানান, বিঘা প্রতি খরচ হয় ১৬ থেকে ১৮ হাজার টাকা। আর রসুন বিঘায় উৎপাদন হয় ৩৫ থেকে ৪০ মন। সব মিলিয়ে ভালো টাকা লাভ থাকে। গত বছর আমার ভালো ফলন হয়েছে। আশা করি এবার ভালো ফলন হবে বলে মনে করছেন এই তারা।
শ্রমিক রফিকুল ইসলাম, কুবাদ আলী, রঞ্জু, কাওসার জানান, দিন মজুরি হিসাবে আমরা কাছ করি। সকাল থেকে বিকাল পর্যন্ত ৫শ থেকে ৬শ টাকা মজুরি পাই।
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক জানান,রসুন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্থকরী মসলা জাতীয় ফসল। এটি রান্নার স্বাদ, গন্ধ ও রুচি বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। পুষ্টিমূল্য ও ভেষজ গুণে ভরপুর এই রসুন। রসুনে রয়েছে আমিষ, প্রচুর ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন ‘সি’।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, এবছর আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১৪০৫ হেক্টর জমিতে বিনা চাষে রসুনের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩০০ হেক্টর। এবছর ইতালি জাতের রসুন বেশি আবাদ হয়েছে। পাশাপাশি বারি-২,বারি-৩ জাতের রসুনও আবাদ করছে কৃষক।
তিনি আরও বলেন, রসুন ব্যবহার হয়ে থাকে নানা ধরণের রোগ নিরাময়ের ক্ষেত্রেও। এছাড়াও রসুন থেকে তৈরি ঔষুধ নানা রোগ যেমন-ফুসফুসের রোগ, আন্ত্রিকরোগ, হুপিংকাশি, কানব্যাথা প্রভৃতিতে ব্যবহৃত হয়। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষণিক বিনা চাষে রসুন আবাদের জন্য পরামর্শ দিচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার