বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয়সহ আটক ৩
২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ এএম
ভারত-বাংলাদেশ সীমান্ত কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের সময় ২ ভারতীয়সহ ৩ জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টকালে তাদের আটক করা হয়।
আটক ৩ জনের মধ্যে একজন ইরানি নাগরিক। অন্য দুজন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটকের পর বিএসএফ তাদের পুলিশের হাতে তুলে দেয়।
সংবাদমাধ্যমটি বলছে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইরানের এক নাগরিকসহ ৩ জন বিসেএফের হাতে আটক হয়েছেন।
গত রবিবার রাতে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনার শেষ সীমানা সামসেরনগর থেকে তাদের আটক করে বিএসএফ। পরে আটকদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয়া হয় এবং সোমবার বসিরহাট আদালতে তাদের পেশ করে পুলিশ।
সংবাদমাধ্যমটি আরো বলছে, রবিবার রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৩ ব্যক্তি। তখনই তাদের আটক করে বিএসএফ। এরপর আটকদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, তাদের মধ্যে অন্তত একজন ইরানের নাগরিক। আর বাকি ২ জন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটক ওই ইরানি নাগরিকের ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার এই চেষ্টার ঘটনায় উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ-ভারত সীমান্তের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করার দাবি করা হতো। আর এবার ভিসার মেয়াদ উত্তীর্ণ ইরানি নাগরিক ধরা পড়ায় উল্টো প্রশ্ন উঠতে শুরু করেছে।
আটককৃতদের দাবি, তারা কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে একাধিকবার এভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে যাওয়া-আসা করেছে তারা। আটকের পর ওই তিনজনকে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় বিএসএফ। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার পুলিশ তাদের বসিরহাট আদালতে হাজির করে।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে।
আর সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু