ভোলায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
ভোলা শহরে তাবলীগ জামায়াতের জোবায়ের সমর্থিত ওলামা মাসায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাদ বিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় স্বেচ্ছাসেবীদের হামলার শিকার হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ। হামলায় সে গুরুতর আহত হয়েছে। তার আশংকাজনক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা শহরের সদর রোডস্থ বরিশাল দালানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, তাবলীগ জামায়াতের ঢাকার টঙ্গীতে হত্যাকাণ্ডের ঘটনায় সাদ গ্রুপকে নিষিদ্ধ করা ও হত্যার বিচার দাবীতে সকাল থেকে ভোলার সদর রোড অবরুদ্ধ করে সমাবেশ করছিলো ভোলার জোবায়ের সমর্থক ওলামা মশায়েখ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। এ সময় চকবাজারের মাথায় বরিশাল দালানের সামনে ফুটপাতে কতিপয় মহিলা পথচারী আটকা পড়লে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ সমাবেশের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের মহিলা পথচারীদের পথ ছেড়ে দিতে অনুরোধ করেন।
কিন্ত স্বেচ্ছাসেবীরা পথচারীদের পথ ছাড়তে রাজি না হয়ে প্রথমে বাকবিতন্ডা পরে হাতাহাতি শুরু করে। এ সময় রিয়াজ নামের এক সেচ্ছাসেবী পাশে থেকে এসে হঠাৎ ওই সাংবাদিকের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করে। আঘাতের সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়লে পাশে থাকা অপর সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মাথায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করে।
এ ঘটনায় ভোলার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিক নিউজ কাভার করতে গিয়ে যে হামলার শিকার হয়েছেন তা খুবই দুঃখজনক। ইউনুছ শরীফ একজন পেশাদার ও পরিশ্রমী সাংবাদিক। তার মতো পেশাদার সাংবাদিকের উপর হামলা এটা আমরা কোনভাবেই মেনে নিবো না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। সকল সাংবাদিকগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
আহত আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুছ শরীফ বলেন, আমি নিউজ কভারেজের জন্য সমাবেশ স্থলের দিকে যাচ্ছিলাম। তখন বরিশাল দালানের সামনের পূর্ব পাশের ফুটপাতে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে। তখন দেখলাম ২জন লোক ফুটপাতের মধ্যে ফলের ঝুড়ি নিয়ে বসে সমাবেশ সুনতেছে। তখন আমি বললাম, ভাই ফুটপাত ছেড়ে দেন, মহিলারা দাঁড়িয়ে আছে। আপনারা যদি ফুটপাত দখল করে রাখেন তা হলে মানুষ চলাচল করতে কিভাবে। তখন এ কথা বলার সাথে সাথেই মাই ওয়ান শো-রুমে কাজ করে রিয়াজ নামের এক লোকের নেতৃত্বে আমার উপর হামলা চালায়। এ সময় তাবলীগ জামায়াতের লোকদের সাথে চরমোনাইর ছাত্রও ছিল। তাদের হাতে ছিল গাবের লাঠি, রড, পাইপ ইত্যাদি।
তিনি আরো বলেন, এটা কোন ইসলাম প্রতিষ্ঠার সমাবেশ হতে পারে না। এটা সন্ত্রাসীদের সমাবেশ।
ভোলা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জাবেদ ইমরান বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় সাংবাদিককে হাসপাতালে আনা হয়। আমরা তৎক্ষনিকভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। কিছুক্ষণ পর রোগীর অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে বরিশাল মেডিকেলের নিউরো সাইন্স বিভাগে পাঠিয়েছি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ বলেন, যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখ জনক, এটা কোন ভাবেই কাম্য নয়। আমরা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে আমার দেশ পত্রিকার ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফের উপর জোবায়ের পন্থী তাবলীগ জামাতের সদস্যদের হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবী ও প্রতিবাদ সভা করেছে ভোলার সাংবাদিকরা। সন্ধ্যার পর ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর সন্ত্রাসী কায়দায় তাবলীগ জামাতের উগ্রবাদী সদস্যদের বর্বোচিত হামলার তীব্র নিন্দা এবং ঘটনার মুলহোতা রিয়াজসহ সকলকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। যতক্ষণ পর্যন্ত অপরাধীকে আইনের আওতায় আনা না হবে ততদিন তাবলীগ জামাত ও জোবায়ের পন্থীদের সকল নিউজ বর্জন করা হবে বলে জানিয়েছে বক্তারা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলার বাণী’র সম্পাদক মাকসুদ রহমান, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, সাপ্তাহিক পূর্বাহার সম্পাদক হাসান মাহমুদ, মানব জমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা জেলা ইনকিলাবের সংবাদদাতা মোঃ জহিরুল হক, ইসলামিক টিভি প্রতিনিধি সোলাইমান, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ডিবিসি প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলা টাইমস’র সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীব, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন,দেশকাল প্রতিনিধি জামাল উদ্দিন, ডেইলি সান প্রতিনিধি বশির আহমেদ, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ফরহাদ হোসেন, গ্লোবাল টিভি প্রতিনিধি অনিক আহমেদ, সংগ্রামের প্রতিনিধি আবদুর রহমান হেলাল, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি এইচ আর সুমন, ভোলা জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার জিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কালবেলা সদর প্রতিনিধি জাকির হোসেন নাহিদ, বাংলা টিভি প্রতিনিধি অনন্ত মাসুদ,
বাংলাদেশের আলো প্রতিনিধি হারুনুর রশীদ শিমুল, ভোলা টাইমস’র স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শান্ত, ঢাকা পোস্ট প্রতিনিধি এসিডি অর্জন, সংবাদকর্মী রিয়াজ হোসেন শান্ত, দাউদ ইব্রাহিম, আমির হামজা, ভোলা প্রকাশের হাসনাইন আহমেদ, আরিফ, রাফজান জানি প্রমুখ। প্রতিবাদ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।
এ ঘটনায় হেফাজত ইসলামের ভোলা জেলা সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাকে অনেকেই চিনতে পারে নাই। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।তার চিকিৎসা সহ সকল সহযোগিতা করব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পেকুয়ায় বৃহত্তর তাফসির ময়দান ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি
আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চট্টগ্রাম বোর্ডের নূরানি কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ : পাশের হার ৯৭.৮৮%
বিপিএলের সূচি
পিআইবির উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ডঃ মানোয়ার হোসেন মোল্লা
বিজয় দিবস হ্যান্ডবল আজ শুরু
শান্তি ও মানবতার জয়গানেই খুলনায় বড়দিন উদযাপন
চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু
কালিগঞ্জে বিভিন্ন সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার
রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে জামির আলী মার্কেট দখলের পাঁয়তারা
দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট ,অভিশংসিত প্রেসিডেন্ট ইউন আদালতে হাজির হননি
সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর
শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ
নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১
জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত
অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত
চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র্যাব
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত