রামগতিতে ভিক্ষুকের জমি রেজিস্ট্রি না দেয়ায় লাশ দাফনে বাঁধা
২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
লক্ষ্মীপুরের রামগতিতে আবু তাহের (৭০) নামের স্থানীয় এক জমি বিক্রেতার লাশ দাফনে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের আবদুল অদুদ ভোলারবাপের জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।পরে পরিবারের সদস্যরা তার লাশ দাফন করতে গেলে এলাকার স্থানীয় সাকু মিয়ার স্ত্রী ভিক্ষুক মরিয়ম (৫৫) ও তার ছেলে জলিল মিয়া আবু তাহেরের জানাজায় উপস্থিত হন। উপস্থিত লোকজনের সামনে জমি রেজিস্ট্রি দিলেই তবে তাহেরের লাশ দাফন হবে এমন হুমকি দেন মা-ছেলে। এতে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ লক্ষ করা গেছে। পরে স্থানীয়দের আশ্বাসে আবু তাহেরের লাশ দাফন করা হয়।
জানা যায়,ওই এলাকার আবু তাহের ও ছিদ্দিক উল্লাহ নামের দুই সহোদর ভাইয়ের কাছ থেকে ভুক্তভোগী মরিয়ম বেগম দীর্ঘ ২৬ বছর আগে (১৯৯৮) চরসীতা মৌজার ২৯৭ নম্বর খতিয়ানভুক্ত ২০ শতক জমি ক্রয় করেন। দুই ভাই আবু তাহের ও ছিদ্দিক উল্লাহ জমিটি রেজিস্ট্রি দিতে গড়িমসি করার কারণে রেজিস্ট্রির আগেই মরিয়ম ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে অদ্যবদি পর্যন্ত বসবাস করে আসছেন। এরই মধ্যে ২০১৬ সালে ছিদ্দিক উল্লাহ মারা যান। ওই সময়ও ভুক্তভোগী মরিয়ম ছিদ্দিক উল্লার লাশ দাফনে বাঁধা দিলে আবু তাহের জমিটি রেজিস্ট্র দিবে মর্মে ওয়াদা দিলে স্থানীয়রা ছিদ্দিক উল্লার লাশ দাফন করেন।
ভুক্তভোগী ভিক্ষুক মরিয়ম বেগম জানান, দীর্ঘ ২৬ বছর আগে ছিদ্দিক উল্লাহ ও আবু তাহেরের কাছ থেকে ওই জমিটি কিনে বাড়ি তৈরি করেছেন তিনি । জমি বিক্রি করার টাকা নেওয়ার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে আজও জমিটির রেজিষ্ট্র করে দেয়নি আবু তাহের। এরই মধ্যে ছিদ্দিক উল্লাহ মারা যাওয়ার পর তাহের রেজিস্ট্র দিবে মর্মে সমাজের মানুষের কাছে ওয়াদা করেছিল। পরক্ষণে ১০ বছর অতিবাহিত হলেও কথা রাখেনি সেও। আমার জমি রেজিস্ট্রি না দিয়ে এখন আবু তাহের মারা গেছে। যে কারণে তার লাশ দাফনে বাঁধা দিয়েছি। পরে তার সন্তানরাও সমাজের লোকজনের আশ্বাসে লাশ দাফন করতে দিয়েছি বলে জানান তিনি।৷
তিনি আরও বলেন, স্বামী সাকু মিয়া গত ১৫ বছর ধরে শরীরে পক্ষপাতগ্রস্ত সমস্যায় আক্রান্ত। এক ছেলে থাকলেও না থাকার মত। যে কারণে ভিক্ষা করে স্বামীকে নিয়ে চরম কষ্টে দিন কাটছে তার। তিনি বলেন,আবু তাহের এলাকার প্রভাবশালী হওয়ার কারণে জমিটির রেজিস্ট্রি চাইতে গিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়েছে তাকে। এসময় অশ্রুসিক্ত চোখে মরিয়ম বলেন,আমার দুনিয়াতে কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আমার জমির রেজিস্ট্রি চাই।
স্থানীয় ইসমাইল মাস্টার জানান, ছিদ্দিক উল্লাহ ও আবু তাহের মরিয়মের কাছে জমি বিক্রি করছে সত্য। কিন্তু কেন কি কারণে রেজিস্ট্রি দিচ্ছেনা তা আমার বোধগম্য নয়। মৃত আবু তাহেরের ছেলে মো.হাসান জানান, আমার বাবা ও চাচা মরিয়মের কাছে জমিটি বিক্রি করেছে সত্য, তবে কেন কি কারণে তারা জমি রেজিস্ট্রি দেয়নি তা আমার বুঝে আসেনা। তবে আমার বাবা- চাচা মরিয়মের কাছ বিক্রিত জমির রেজিস্ট্রি করে না দিলেও এখন আমরা তা ব্যবস্থা করবো। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। তবে এমন ধরনের কাজ করা মোটেই ঠিক হয়নি। তবুও খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন রুশ বিমান প্রধান
প্রকাশ্যে এলো হানি-বাদশার দ্বন্দ্ব, গুরুতর অভিযোগ হানির
বন্ধ হয়ে গেলো গাজার শেষ হাসপাতালটিও
মনমোহন সিংহ,ভারতকে নেতৃত্ব দেওয়া এক সাহসী ও দৃঢ় সংকল্পের নেতা
জনগণের অংশগ্রহণেই নির্ধারিত হবে আমরা আসলে কী চাই : জোনায়েদ সাকি
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট ‘নির্বাহী কমিটি’ ঘোষণা
সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আটকালো জনতা
মাত্র সাত মাসেই হাফেজ হলেন ১০ বছরের আব্দুল্লাহ
সিরিয়ায় আসাদের পতন, ঘরে ফিরছে ৩০ হাজার শরণার্থী
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত
ভুল তথ্যে চায়ের দোকানে ফায়ার সার্ভিস, অথচ পানের বরজ পুড়ে ছাই