চিকিৎসক নার্স ও সহায়ক জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা সেবা
০১ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
ঝিনাইদহ আড়াই’শ বেডের জেনারেল হাসপাতালে জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল নেই দীর্ঘদিন। নেই নেই অবস্থার মধ্যে প্রতিদিন হাসপাতালটিতে প্রায় পাঁচশ নতুন রোগী ভর্তি হচ্ছেন। ফলে সীমিত শয্যার কারণে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালটিতে ৬৪ জন চিকিৎসকের মধ্যে ৪১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। শূন্য রয়েছে ২৩টি পদ। এ ছাড়া সিনিয়র স্টাফ নার্স পদে ১৩টি, মিডওয়াইফ পদে ৬টি, স্টাফ নার্স পদে ২টি এবং অকুপেশনাল থেরাপিস্ট পদে একটিসহ হাসপাতালে মোট ৭৭টি শূন্যপদ রয়েছে। শুন্যপদ পুরণের পাশাপাশি হাসপাতালে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে ২৬৮টি পদের চাহিদা দেয়া হয়।
কিন্তু মন্ত্রনালয় থেকে ১৯১টি পদ পূরণ করা হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসক ও নার্সের সংখ্যা বর্তমান অর্গানোগ্রাম অনুযায়ী কম আছে। অর্গানোগ্রাম ও স্বাস্থ্য অধিদপ্তরের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে জনবল থাকার কথা সেটি ঝিনাইদহ আড়াই’শ বেডের জেনারেল হাসপাতালে নেই। প্রতিমাসে ঝিনাইদহ জেনারেল হাসপাতাল থেকে ৫০ হাজার মানুষ আউটডোরে সেবা নিয়ে থাকেন। তথ্য নিয়ে জানা গেছে, ছয়টি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ জেলার মোট জনসংখ্যা প্রায় ২০ লাখ। সদর উপজেলা ছাড়া বাকি পাঁচ উপজেলার স্বাস্থ্য কমপে¬ক্সগুলোতে চিকিৎসা সেবা অপ্রতুল হওয়ায় রোগীরা জেলা সদরে চিকিৎসা নিতে আসেন। কিন্তু চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল সংকটে এখান থেকেই কাংখিত সেবা পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালটির ৮ তলা বিশিষ্ট নতুন ভবন চালু হলেও জটিলতা যেন পিছু ছাড়ছে না। নতুন ভবনের দুটি লিফট মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ে। নতুন ভবনে ওয়ালে লাগানো টাইলস উঠে গেছে। কাজ নি¤œমানের হওয়ায় নতুন ভবনের অবকাঠামো, পানির ট্যাপ, বেসিন, কমোড ও আসবাবপত্র অল্পদিনে নষ্ট হয়ে গেছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের জানান, ২৫০ শয্যা বিশিষ্ট হলেও হাসপাতালটিতে নিয়মিত ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৫ শতাধিক। এতো রোগীর চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। তিনি জানান, নভেম্বর মাসে এই হাসপাতাল থেকে আউটডোরে স্বাস্থ্য সেবা নিয়েছেন ৪৪ হাজার ৫৬৯ জন। এর মধ্যে শিশু, মহিলা, সিজারিয়ান ও প্রসূতি, ডায়রিয়া এবং সার্জারি রোগী রয়েছেন। চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন হরিনাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া গ্রামের রাসেল আহমেদ বলেন, আউটডোরে রোগীর চাপ অনেক। রোগী বেশি হওয়ায় চিকিৎসকরা চাইলেও বেশি সময় নিয়ে রোগী দেখতে পারেন না। এছাড়া চিকিৎসকরা যে ওষুধ লেখেন, তার সব ওষুধ হাসাপাতাল থেকে পাওয়া যায় না। নলডাঙ্গা ইউনিয়ন থেকে আসা রোগী মালতি রানী বলেন, ভর্তি হয়ে বেড পাওয়া যায় না। রোগী অনেক, যে কারণে মেঝেতে কাঁথা পাটি বিছিয়ে থাকতে হচ্ছে। সদর উপজেলার কুমড়াবাড়িয়া থেকে আসা ঝন্টু মিয়া বলেন, হাসপাতালে খাবার মান অনেক উন্নত হয়েছে। পরিচ্ছন্নতা আগের চেয়ে ভালো।
কিন্তু টয়লেট ও বাথরুমগুলোর পরিবেশ আগের মতোই নোংরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. মোস্তাফিজুর রহমান বলেন, নতুন দায়িত্ব নিয়ে তিনি হাসপাতালটিকে সেবামুখী করার চেষ্টা করছেন। খাবারের মান উন্নত করা হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন এবং ওষুধ কেনা ও বিতরণে যেসব অনিয়ম ছিল না দুর করে নিয়মের মধ্যে আনা হয়েছে। তিনি বলেন, সমস্যার মধ্যেই হাসপাতালটি রোগীদের কাছে সেবা বান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প–সমর্থিত মাইক জনসন স্পিকার পদে পুনরায় নির্বাচিত
ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার
সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি নিয়ে জার্মানিকে রাশিয়ার হুঁশিয়ারি
আজ ঢাকায় উঁকি দিতে পারে সূর্য, বাড়তে পারে তাপমাত্রা
চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
সউদী আরবের সিরিয়ার পুনর্গঠনে সমর্থন,পাশে থাকার প্রতিশ্রুতি
কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুমড়েমুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার শেষ আশা ক্ষমা
দ্বীপ উপজেলা হাতিয়ায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার
কানাডার সাংবাদিকতায় গুগলের বড় আর্থিক সহযোগিতা
‘আল্লাহ মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন’
ট্রাম্পের 'হাশমানি' মামলার শাস্তি ঘোষণা ১০ জানুয়ারি , কারাদণ্ডের ইঙ্গিত নেই
প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন
টিউলিপকে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী
৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং ৯ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৪০, কাতারে যুদ্ধবিরতি আলোচনা চলছে
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ
চিকিৎসক ঘোষণা করেছেন মৃত, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ফিরে পেল প্রাণ
মারা গেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান
আবরার হত্যা নিয়ে নির্মিত হলো সিনেমা 'রুম নম্বর ২০১১'