যশোরের বাঘারপাড়ায় দুই হিন্দুবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে পুলিশ পরিচয় দিয়ে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের পশুপতি দেবনাথ (৭০) ও বিশ্বনাথ দেবনাথের(৫২) বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন এবং পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।
বাড়ির মালিক জানান, উপজেলার বরভাগ গ্রামে দুই ভাই পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের ঘর পাশাপাশি। শনিবার ভোর সোয়া চারটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে ২৫ থেকে ৪০ বছর বয়সী ১২ থেকে ১৪ জন লোক তাঁদের বাড়িতে আসে।
তাঁদের কয়েকজনের গায়ে ডিবি পুলিশের কোটির মতো দেখতে কোটি ছিল। অন্যদের গায়ে পুলিশের নেভি-ব্লু জ্যাকেটের মতো দেখতে জ্যাকেট ছিল। কোটি ও জ্যাকেটের পেছনে কিছু লেখা ছিল না। সবার পরনে সাধারণ প্যান্ট ছিল। একজনের কাছে একটি পিস্তল এবং ওয়্যারলেস সেট ছিলো। তাঁরা প্রথমে বিশ্বনাথ দেবনাথের ঘরের সামনে এসে লোকজনদের ডাকতে থাকেন। চট্টগ্রাম থেকে কিছু লোক অবৈধ অস্ত্র নিয়ে এই বাড়িতে রয়েছে। জানতে পেরে তাঁরা থানা থেকে তল্লাশী করতে এসেছেন। তাঁরা পুলিশ, থানা থেকে এসেছেন বলে পরিচয় দেয়। দরজা খুলে দিলে তাঁরা ঘর তল্লাশী করে চলে যাবেন। দরজা না খুললে তাঁরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকবেন বলে জানান।
একপর্যায়ে দরজা খুলে দিলে তাঁরা ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে পুলিশি কায়দায় বিভিন্ন কক্ষ তল্লাশী করতে থাকে। এসময় তাঁদের কয়েকজন পাশের পশুপতি দেবনাথের ঘরে প্রবেশ করে। ডাকাতদল একপর্যায়ে পশুপতি দেবনাথ এবং বিশ্বনাথ দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথকে (২৫) প্লাস্টিকের লক দিয়ে পিছন থেকে দুই হাত আটকে রাখে। তাঁরা বাড়িতে থাকা বিশ্বনাথ দেবনাথ তাঁর স্ত্রী ও মেয়েকে অন্য একটা কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তাঁদের নিকট ঘরের আলমারির চাবি নিয়ে নেয়। তাঁরা দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র এবং বাড়ির পারিবারিক মন্দিরের মধ্যে থাকা বিভিন্ন পূজার উপকরণ ওলটপালট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে ডাকাতি চলে।
ডাকাতদল বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন এবং পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, একটি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স এবং পশুপতি দেবনাথের ছেলে দেবপ্রসাদ দেবনাথের (৪৩) মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যায়। ডাকাতি শেষে তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। দেবপ্রসাদ দেবনাথ বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করবো। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য এর আগে গত ২৮ ডিসেম্বর ধুপখালী গ্রামে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ খোকনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ন লুট করে নিয়ে যায়। ২৬ ডিসেম্বর ছাতিয়ানতলা বাজারে গ্রামীণ হাটবাজার মার্কেটের সোলার ব্যাটারি, আইপিএস ও সাব মার্সিবল পাম্প চুরি হয়ে যায়।