বঙ্গোপসাগরে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ, ভেস্তে যাচ্ছে উৎপাদন
২০ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম
বঙ্গোপসাগরে দিন দিন বাড়ছে মাছ ধরার অনুমোদনহীন নৌযান ট্রলিং বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় মারা যাচ্ছে সব প্রজাতির মাছের পোনা।
গবেষকরা বলেন, অগভীর সমুদ্রে ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করায় ধ্বংস হচ্ছে মাছের আবাসস্থল। এতে ভেস্তে যাচ্ছে সরকারের সকল মাছ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা। অনুমোদনহীন নৌযান ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার করায় কমে যাচ্ছে উৎপাদন। মৎস্যজীবীরা বলেন, ট্রলিং বোটের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে আগামী দু’ এক বছরের মধ্যেই মাছ শূন্য হয়ে পড়বে সমুদ্র।
সরেজমিনে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর দেখা যায়, সমুদ্রে মাছ শিকার শেষে শিববাড়িয়া নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে নিষিদ্ধ ট্রলিং বোর্ড। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করা হয়। প্রতিটি বোটেই রয়েছে নিষিদ্ধ জালে ভরা।
মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় সমুদ্রে মাছের ঘাটতি দেখা দিয়েছে। এতে নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য আহরণে। এমন অবস্থা চলতে থাকলে মাছ শূন্য হয়ে পড়বে সমুদ্র। ট্রলিং বোট ব্যবসায়ীরা সংখ্যায় কম হলেও ক্ষতি হচ্ছে অনেক বেশী। মৎস্য বন্দর আলীপুর-মহিপুর বহিরাগত সহ ট্রলিং ব্যবসায়ীর সংখ্যা রয়েছে ৫০ থেকে ৬০টি। কিন্তু এ অঞ্চলে লম্বাজাল, খুটাজাল, ছান্দিজালের মাছ ধরার ট্রলার রয়েছে কয়েক হাজার। আর এই সমস্ত ট্রলারের হাজার হাজার জেলে পরিবারের ভরণ পোষণের একমাত্র মাধ্যম সমুদ্রে মাছ শিকার করা। বঙ্গোপসাগরে ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় সব প্রজাতির মাছের পোনা মারা যাওয়ায় মাছ শূন্য সাগরে বৈধ প্রক্রিয়ায় মাছ শিকারে যাওয়া জেলেরা মাছ না পেয়ে এখন দিশেহারা। হাজার হাজার সাধারণ জেলে কর্মহীন হয়ে বর্তমানে ঋণগ্রস্ত হয়ে পরেছে। এসব জেলেদের রয়েছে অনেক কষ্ট, বেঁচে থাকার আকুতি। একদিকে যেমন মাছ না পেয়ে জেলেরা হতাশাগ্রস্ত, অপরদিকে সরকার হারাচ্ছে রূপালী ইলিশ না থাকায় কোটি কোটি টাকার রাজস্ব।
নীতিমালা অনুযায়ী, ৪০ মিটার গভীরতার কম পানিতে মাছ শিকার করতে পারবে না ট্রলিং বোট। কিন্তু এর তোয়াক্কা না করেই বঙ্গোপসাগরে ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করায় সরকারের মাছ উৎপাদন বৃদ্ধির সকল পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। নিষিদ্ধ ট্রলিং বোট নিয়ে বিপাকে পড়ছে মৎস্য বিভাগও। মালিকরা ট্রলিং বোট চলাচলের বিষয়ে রিট আবেদন দাখিল করায় কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। সমুদ্রে দাপিয়ে বেড়ানো ট্রলিং বোটগুলোর মধ্যে আলীপুর-মহিপুরে প্রায় ২৫ থেকে ৩০টি এবং বহিরাগত বোট রয়েছে ৩০ থেকে ৩৫টি, এছাড়া পাথরঘাটা-বরগুনায় রয়েছে ৫৫ থেকে ৬৫টি। এছাড়াও রয়েছে সারা দেশে শত শত অনুমোদনহীন নৌযান ট্রলিং বোট।
খাজুরা এলাকার জেলে ছিদ্দিক ফকির বলেন, ‘যেসব জেলেরা বৈধ প্রক্রিয়ায় সমুদ্রে মাছ শিকার করে, তারা মাছ না পাওয়ায় দিন দিন লোকসানে পড়ছে। এজন্য দায়ী ট্রলিং বোট। এই এসকল বোট বন্ধ করতে না পারলে সমুদ্র মাছ শূন্য হয়ে পড়বে। বিশেষ করে হাজার হাজার সাধারণ জেলে কর্মহীন হয়ে বিপদগ্রস্ত হয়ে পড়বে।’
এবিষয় আবু হানিফ খান বলেন, ‘ট্রলিং বোট দিয়ে নির্বিচারে মাছ ধরায় এখন সমুদ্রে মাছ পাওয়া যাচ্ছে না। যান্ত্রিক এ পদ্ধতির মাধ্যমে সব প্রজাতির এবং সব আকৃতির মাছ ধরা হচ্ছে। তারপর বড় মাছগুলো রেখে দিয়ে ছোট মাছ মেরে সমুদ্রে ফেলে দেয়া হচ্ছে। তাই ছোট মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না, এর ফলে মাছ উৎপাদন বৃদ্ধি করণে সরকার যে নিষেধাজ্ঞাগুলো দিচ্ছে তা কোনো কাজে আসছে না।’ ট্রলিংয়ে ব্যাহত হচ্ছে সরকারি নিষেধাজ্ঞা, মাছ সংকটের আশঙ্কায় মৎসজীবীরা।
এ বিষয়ে মৎস্যজীবি দল মহিপুর থানা শাখার সভাপতি মোঃ আফজাল মোল্লা বলেন, ‘ট্রলিং বোট দিয়ে নির্বিচারে মাছ শিকার করায় সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। পাশাপাশি এই বোটের অযাচিত ব্যবহার মাছের আবাসস্থল ধ্বংস করছে। এর ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সাগরে মাছ না পেয়ে সাধারণ জেলে চুরি ডাকাতিসহ খারাপ কাজে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই মাছের উৎপাদন ও আহরণ স্বাভাবিক রাখতে ট্রলিং বোট দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি।’
এ ব্যাপারে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, ‘ট্রলিং এর নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় আমি বোট মালিকদের নোটিশ দিয়েছিলাম। তারা আমার নোটিশ নিয়ে সমুদ্রে মাছ শিকার করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে একটি রিট করেছেন। এ কারণে আমরা ট্রলিং বন্ধের জন্য কার্যকরী ব্যবস্থা নিতে পারছি না। তারপরও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সচেতনতার জন্য মাইকিং করেছি, বিভিন্ন সভা সেমিনার করেছি, তবে সকলের সহযোগিতা প্রয়োজন। আশাকরছি খুব শীঘ্রই রিট আবেদন নিষ্পত্তি হয়ে যাবে। তারপর আমরা পুরোদমে ট্রলিং বন্ধের জন্য অভিযান শুরু করবো।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুনামগঞ্জে লিসাসের উদ্যোগে আব্দুর রহিম (রাহ:) মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন
আগামীকাল দুপুর ২ টায় সমাবেশের ঘোষণা দিয়েছে বেক্সিমকোর শ্রমিকরা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় দোয়া মাহফিল
ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান
ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি চালু, মূল্য বিলিয়ন ডলার
১৬টি কারখানার বেক্সিমকোর শ্রমিকরা চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিষ্টার মীর হেলাল
জিম্মি তিন বাংলাদেশি জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
বিরলে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নিকলীতে বাংলাদেশ জামাতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ
প্রেসিডেন্টের জনবিভাগের সচিব হলেন খান নুরুল আমীন
লরিকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু
সিলেটের আলেম সমাজের নক্ষত্র আল্লামা ইসহাক মাদানী জানাযায় মানুষের ঢল
সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান-মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ
ঘোড়ার গাড়িতে উপহার নিয়ে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় দিল ঘাটলা স্কুলের শিক্ষার্থীরা
ছাত্র আন্দেলনে আহতদের হাসপাতালে দেখে উপদেষ্টারা প্রতিদিন অফিসে যাওয়া উচিত - কায়কোবাদ
মনিরামপুরে মাছের পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
৮ দফা দাবীতে ২ ফেব্রুয়ারী থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতির হুঁশিয়ারী !
মহানবী (সা.)-কে অবমাননার জেরে ইরানী পপ তারকার মৃত্যুদণ্ড
জোকোভিচকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার