সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
২১ জানুয়ারি ২০২৫, ১১:৩২ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩২ এএম
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মো: জালাল রহমানকে সরকারী চাকুরীর প্রলোভন দিয়ে ৪ লক্ষাধিক টাকা,সোস্যাইল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখার ৩টি স্বাক্ষরযুক্ত চেকের পাতা ও অলিখিত ননজুডিসিয়াল ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর প্রদানসহ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বালিয়াডাঙ্গীতে কর্মরত ওয়ার্ড বয় মোঃ সাইফুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে। সাইফুল ইসলাম, বালীয়াডাঙ্গী উপজেলার বালীয়াডাঙ্গী ধনীবস্তীর মো.হায়দায় আলীর ছেলে।
জানা গেছে, সাইফুল ইসলাম ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বালিয়াডাঙ্গীর জরুরী বিভাগের ওয়ার্ড বয় পদে চাকুরী করে স্বাস্থ্য অধিদপ্তরে তাহার লোকজন রয়েছে মর্মে, স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং- স্বাঃ/প্রশা-২/ মেডি: টেক:/কাডিওগ্রাফার/নিয়োগ/২০২০(অংশ-২)/১০২৪, তারিখ-১৬/০৩/২০২২ইং মুলে পুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তির মেডিকেল টেকনিশিয়ান ইসিজি পদে চাকুরী করে দিবে মর্মে প্রস্তাব দিয়ে চাকুরীর জন্য জালালের সাথে ১২ (বার) লক্ষ টাকায় রফাদফা হয়। নগদ ৪ লক্ষ টাকা, স্বাক্ষরযুক্ত চেকের পাতা এবং স্বাক্ষরযুক্ত অলিখিত ননজুডিসিয়াল ৩০০ টাকার স্ট্যাম্প জালালের কাছ থেকে বুঝিয়ে নেয় মো. সাইফুল ইসলাম।
ওই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তিনি বিভিন্নজনকে চাকরি দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম মো. জালাল রহমানকে চাকুরীর ব্যবস্থা করে দিতে না পারায়। টাকা, ষ্ট্যাম্প ও চেকের পাতা তার নিকট ফেরৎ চাইলে সময়ের কালক্ষেপণ করতে থাকে।
একপর্যায়ে সাইফুল ইসলাম বিভিন্ন ধরনের হুমকি ধামকি মূলক কথাবার্তা বলে এবং তাকে ১৮ (আঠারো) লক্ষ টাকা না দিলে, ষ্ট্যাম্প ও চেকের পাতা দিবেনা বলে জানায়।
মো. জালাল ১৫/০৯/২০২৪ইং তারিখে সাইফুল ইসলাম এর বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ঠাকুরগাঁও সিভিল সার্জন এর কাছে লিখিত অভিযোগ করলে অত্র দপ্তরের স্বারক নং-সিএস/ঠাক/২৪/২৩৯১ তার নামে ১৮/০৯/২০২৪ ইং তারিখ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ২৪/০৯/২০২৪ ইং তারিখে সিভিল সার্জন বরাবর তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করে। প্রতিবেদনটিতে তদন্ত কমিটির মতামতটি হুবহু তুলে ধরা হলো:-
১। অভিযুক্ত ব্যক্তি ও অভিযোগকারী তদন্ত কমিটির সামনে তাদের উপস্থাপিত বক্তব্য পরস্পরকে আর্থিক বিষয়ের জন্য দায়ী করেন। তাহাদের উপস্থাপিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাগুলি আইনের (কোটের) মাধ্যমে সত্য মিথ্যা যাচাই নিরূপণ করা সম্ভব।
২। চাকুরী পাওয়ার প্রত্যাশায় আর্থিক লেনদেন বা আর্থিক লেনদেনের প্রতিশ্রুতির চুক্তি আইনত দন্ডনীয় অপরাধ। তদন্ত কমিটি মনে করেন বিষয়টি আপোষের মাধ্যমে মীমাংসিত না হলে আদালতের মাধ্যমে নিষ্পত্তি যোগ্য। (উল্লেখ, উভয় পক্ষই তদন্ত কমিটির সম্মুখে আপোষের মাধ্যমে মীমাংসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন)।
মো.জালাল এর সহিত সাইফুল বিষয়টি মীমাংসা না করে উল্টো চেকের পাতা ব্যাংক হতে ডিজঅনার করে এবং স্বাক্ষরিত স্ট্যাম্পটি হাওলাত নামা করিয়া জালাল এর নামে লিগ্যাল নোটিশ ইস্যু করে। পরবর্তীতে ১০/১০/২০২৪ ইং তারিখে এন, আই,এয়িআইটি-১৩৮ ধারায় ১৮ (আঠারো) লক্ষ টাকার মিথ্যা বানুয়াট মামলা দায়ের করে।
জালাল সাইফুল কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জীবন নাশের হুমকি ধামকি থেকে বাচতে একটি কাউন্টার মামলা করলে উক্ত বিঞ্জ আদালত পিবিআই তদন্তে পাঠায় যা চলমান রয়েছে।
সাইফুল ইসলাম ও জালালের চাকুরীর বিষয় থেকে শুরু করে জালাল এর সাথে টাকা লেনদেন বিভিন্নভাবে হুমকির প্রতিটির অডিও রেকর্ডিং জালাল এর নিকট সংরক্ষিত আছে এবং পিবিআই তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে বলে জালাল আমাদের প্রতিবেদককে জানান।
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড বয় মো.সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যেতে চান পরে তিনাকে প্রশ্ন করা হলে জানান, এই ব্যাপারটা এমন নয় এর সাথে আরও আমার পারিবারিক নানা বিষয় জড়িত আছে। তাছাড়া এটা নিয়ে আমি কোটে মামলা করেছি কোটে বিচার হবে সবকিছুই কোটে জানতে পারবেন। ফোনালাপ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছেও তার অনেক ফোন আলাপ আছে সেগুলি আমি কোটে পেশ করবো। একজন চতুর্থ শেণীর কর্মচারী হয়েও একসাথে কিভাবে ১৮ লক্ষ টাকা আপনি জালালকে ধার দিলেন প্রশ্ন করলে উত্তরে ইতস্তত বোধ করে প্রশ্ন এড়িয়ে তিনি বলেন যা জানার আপনারা কোটে গিয়ে জানবেন বলে তিনি তড়িঘড়ি করে সেখান থেকে চলে যান।
অভিযোগকারী জালালের সাথে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি বলেন, বিচারবিভাগ ও প্রশাসনের কাছে আমার একটাই চাওয়া সে যে প্রতারক চক্র তা প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং তাকে দেখে যেন আর কেহ এমন নিরীহ মানুষদের সাথে রুজী রোজগার এর কথা বলে প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত করে হেনস্তা না করতে পারে এমন বিচার কামনা করছি।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ এর সাথে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি জানান, জেলার বালিয়াডাঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওয়ার্ড বয় মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে মো. জালাল কর্তৃক ০৫/০৯/২০২৪ইং তারিখে সরকারি চাকরির প্রলোভনে টাকা লেনদেনর অভিযোগের প্রেক্ষিতে ১৮/০৯/২০২৪ইং তারিখে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটিতে মেডিক্যাল অফিসার ডা.ইফতেষাইরুল সদস্য সচিব, বালিয়াডাঙ্গী ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডা.মো. আহাদুজ্জামান সদস্য এবং ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সাইদুর জামান এর সভাপতিত্বে তদন্ত সম্পূর্ণ করে ২৪/০৯/২০২৪ ইং তারিখে তদন্ত রিপোর্ট দাখিল করিলে আমি অভিযোগকারী জালালকে তদন্ত রিপোর্টটি প্রেরণ করি।
আপনার অধীনস্থ কর্মচারীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে তদন্ত শেষে তার বিরুদ্ধে আপনি কোন ধরনের অফিসিয়ালি পদক্ষেপ নিয়েছেন কিনা? তিনাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা সৌকজ বা বিবৃতি নেইনি। বিভাগীয় বিষয় হলে আমরা ব্যবস্থা নিতাম। যেহেতু এটা তাদের ব্যক্তিগত বিষয় তাই আমরা
আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর
দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন : এ্যানি
ভ্যাট আগামী বাজেটে সমন্বয় করা হবে : অর্থ উপদেষ্টা
ইতিহাস গড়ে ম্যান সিটিতে কুজানভ
সুন্দরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা
বাগেরহাটে বিএনপির কমিটি আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত
বেক্সিমকোর সকল কারখানা খুলে দেয়ার দাবীতে গণসমাবেশ চলছে
নাচোলে দুই ছিনতাইকারী আটক
‘দয়া করে আমাদের থাকতে দিন’, ট্রাম্পের প্রতি অভিবাসীদের আকুল আবেদন
কেরানীগঞ্জে টোলমুক্তির দাবিতে মানববন্ধন
চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
সরকারিভাবে সবজিসহ কৃষিপণ্য বিক্রি বন্ধ : অর্থ উপদেষ্টা
নওগাঁয় নিয়ামতপুরে জমি বন্ধক নেয়াকে কেন্দ্র করে ভ্যানচালককে মারপিট- থানায় মামলা