জুলাইযোদ্ধা হৃদয় মাথায় গুলি নিয়েই চলে গেলেন
০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

বাংলাদেশের ‘জুলাই বিপ্লব’ আন্দোলনে পুলিশি গুলিতে গুরুতর আহত যুবক মো. আশিকুর রহমান হৃদয় (১৭) শেষ পর্যন্ত মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা দেশের রাজনৈতিক বাস্তবতার এক মর্মান্তিক ছবি তুলে ধরে, যেখানে একজন নিরীহ যুবক নিজের জীবন দিয়ে আন্দোলনের জন্য ত্যাগ করেছেন।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন, তবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন। ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে ‘জুলাই বিপ্লব’-এর সময় পুলিশের গুলিতে আহত হন তিনি। পুলিশের গুলি তার মাথায় তিনটি আঘাত হানে, যার ফলে তার জীবন সংকটে পড়েছিল। তখনকার সরকারের কঠোর দমননীতির কারণে তাকে দীর্ঘদিন গোপনে চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।
সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট হৃদয়কে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করা হলেও, একটি গুলি জটিল স্থানে থাকার কারণে তা বের করা সম্ভব হয়নি। গত ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হৃদয়। মাথাব্যথা ও জ্বরের তীব্রতা বেড়ে গেলে ৪ এপ্রিল তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার গণমাধ্যমে জানান, “ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছি।” তিনি বলেন, হৃদয়ের মাথার তিনটি গুলি ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বের করেছেন, কিন্তু একটি গুলি বের করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, যদি বিদেশে চিকিৎসার সুযোগ পেতেন, তবে হয়তো তার ছেলে বেঁচে থাকতে পারতেন।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ. রউফ জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে হৃদয়কে হাসপাতালে আনা হয়। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরিবার সময়মতো তাকে সেখানে নিতে পারেনি এবং দুপুরের পর বিকেল ৩টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক আন্দোলনে তরুণদের আত্মত্যাগের এক নতুন অধ্যায় লেখা হলো।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো

নাসিরনগর প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, সাংবাদিককে এসিল্যান্ড বললেন কিছু হবে না!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ মারা গেছেন

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা

নববর্ষে আইন শৃঙ্খলা সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকায় র্যাব - ৯

ছাত্রদলের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কুপিয়ে আহত করলো সভাপতি-সম্পাদক

সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া

লৌহজংয়ে বিএনপির পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

কুমিল্লায় ক্রেতা-বিক্রেতার কলরবে মুখরিত পহেলা বৈশাখের মাছের মেলা

টানা দুই দিন সংঘর্ষ, ১৪৪ ধারা জারি রাজৈরে

নির্বাচনের রোডম্যাপের সমাধান হবে আলোচনার মাধ্যমে: মির্জা ফখরুল

মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন -রাজনীতি নিয়ে কথা কাটাকাটি