সুরমার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় কয়েক শত শত পরিবার
০৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

সুরমা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সোনাপুর গ্রাম। ইতিমধ্যে সোনাপুর গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি, গাছপালা, রাস্তা, কবরস্থান, খেলার মাঠ ও শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামের আরও অন্তত দুই শতাধিক বসতভিটা ভাঙনের ঝুঁকিতে রয়েছে । ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসী।
সরেজমিন দেখা গেছে, সুরমা নদীর পানির স্রোতের সঙ্গে কয়েকটি স্থানে পাড় ভেঙে পড়ছে। নদীর তীরের বাসিন্দাদের অনেকেই নিজেদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। কেউ কেউ নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় বসতভিটার গাছপালা কেটে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক গাছপালা ভেঙে নদীর পানিতে পড়েছে। কয়েক বছর ধরেই সোনাপুর গ্রামে চলছে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কর্মযজ্ঞ। ভাঙন আবার অনেকের বসতভিটা পর্যন্ত চলে এসেছে। উপজেলায় সুরমা নদীর একাধিক সাইটে পানি উন্নয়ন বোর্ডের শত কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন হলেও সবচেয়ে ভাঙন কবলিত সোনাপুর গ্রাম প্রকল্পের আওতাভুক্ত হয়নি। ফলে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সোনাপুর গ্রামের বাসিন্দারা।
সোনাপুর গ্রামের বয়োবৃদ্ধা ছয়দুন নেছার (৭০) বসতঘর ভাঙন-কবলিত স্থান থেকে মাত্র কয়েক ফুট দূরে। এখন কী করবেন, জানেন না তিনি। ভাঙনের আশঙ্কা নিয়ে নদীর দিকে তাকিয়ে তীরে বসে আছেন তিনি। চোখেমুখে স্পষ্ট চিন্তার ছাপ। নিজের বসতঘরটি ভেঙে গেলে আর যাওয়ার জায়গা নেই বলে জানান তিনি।
কৃষক আনোয়ার আলী ও নূর ইসলামের মতে, পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন শুরু হয়। গত দশ বছরে প্রায় শতাধিক বসতবাড়ি চোখের সামনে নদীতে চলে গেছে।
চার সন্তানের জননী খালেদা আক্তার নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন পরিবার পরিজন নিয়ে থাকেন অন্যের জমিতে। নদীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনি জানান, একসময় বসতঘর, ফসলি জমি সবই ছিলো। চোখের সামনেই সবকিছু গিলে খেয়েছে সুরমা নদী। কিছুই করতে পারেননি তিনি। একইভাবে পাঁচ সন্তানের জননী নাজমিন আক্তারও আক্ষেপ নিয়ে জানান, আমাদের খোঁজ খবর কেউ রাখেনা। জমিজমা, বসতবাড়ি হারিয়ে এখন সামান্য মাথাগুজার ঠাঁইটুকু নিয়েও দুশ্চিন্তায় থাকি সারাক্ষণ। কখন জানি এইটুকুও বিলীন হয়ে যায় সুরমা নদীতে!
আফতাব উদ্দিন জানান, পৈতৃক সূত্রে পাওয়া তিন কেয়ার জমি ছিলো তাঁর। ভেঙে নদীতে বিলীন হয়ে এখন কেবলমাত্র তাঁর আধ কেয়ার ভিটেজমি অবশিষ্ট আছে। গ্রামের প্রবীণ মুরুব্বী মোঃ জমশেদ আলী জানান, গ্রামের বসতবাড়ি, ফসলিজমি, খেলার মাঠ, সামাজিক কবরস্থান সবকিছুই সুরমা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় চারশো বছরের পুরনো এই সোনাপুর গ্রামটি এখনই রক্ষার কোনো উদ্যোগ না নিলে একসময় পুরো গ্রাম নদীগর্ভে হারিয়ে যাবে। গ্রামবাসীরা উদ্বাস্তু হয়ে পড়বে। সরকারিভাবে চলমান নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পে সোনাপুর গ্রামকে অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের দোয়ারাবাজার পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অঃ দাঃ) মোঃ শমশের আলী দৈনিক ইনকিলাবকে জানান, ‘সুরমা নদী ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে দোয়ারাবাজার উপজেলায় প্রায় শতকোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে সুরমা নদীর একাধিক সাইটে আরো কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। সোনাপুর গ্রামসহ দোয়ারাবাজারের আরো কয়েকটি ভাঙন কবলিত এলাকা আমাদের নজরে আছে। আগামীতে নতুন প্রকল্পে এসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো

নাসিরনগর প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, সাংবাদিককে এসিল্যান্ড বললেন কিছু হবে না!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ মারা গেছেন

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ভালোবাসা আর আনন্দের প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা

নববর্ষে আইন শৃঙ্খলা সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকায় র্যাব - ৯

ছাত্রদলের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করায় কুপিয়ে আহত করলো সভাপতি-সম্পাদক

সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া

লৌহজংয়ে বিএনপির পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

কুমিল্লায় ক্রেতা-বিক্রেতার কলরবে মুখরিত পহেলা বৈশাখের মাছের মেলা

টানা দুই দিন সংঘর্ষ, ১৪৪ ধারা জারি রাজৈরে

নির্বাচনের রোডম্যাপের সমাধান হবে আলোচনার মাধ্যমে: মির্জা ফখরুল

মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন -রাজনীতি নিয়ে কথা কাটাকাটি