কেইপিজেড বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন বিদেশি ৭০ বিনিয়োগকারী
০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ও কর্ণফুলী উপজেলাতে অবস্থিত কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড ঘুরে দেখেন কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সরেজমিন এই পরিদর্শনের মধ্য দিয়ে সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রা। আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করা হবে আগামী বুধবার (৯ এপ্রিল)। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই দিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সম্মেলন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রার প্রথম দিনে সোমবার দেশি-বিদেশি আগ্রহী বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড শিল্প এলাকা পরিদর্শন করানো হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব বিনিয়োগকারীরা কেইপিজেডে অবস্থিত ইয়াংওয়ান করপোরেশনের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। কারখানা পরিদর্শন শেষে ইয়াংওয়ান করপোরেশনের পক্ষ থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে কেইপিজেডে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
উল্লেখ্য, বেসরকারি বিদেশি বিনিয়োগকারীর উদ্যোগে গড়ে তোলা কেইপিজেড পরিচালনা করে কোরিয়ার বিশ্বখ্যাত শিল্পগ্রুপ ইয়াংওয়ান করপোরেশন। পরিদর্শনকালে আগ্রহী বিনিয়োগকারীরা ইয়াংওয়ান গ্রুপের বিনিয়োগ, উৎপাদিত পণ্য, রফতানির পরিমাণ, কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কী কী বাধা ইত্যাদি বিষয়ে জানতে চান।
ইয়াংওয়ান কর্তৃপক্ষ ও সরকারি বিভিন্ন দফতরের তথ্যানুযায়ী, ৭০ লাখ বর্গফুটের বেশি আয়তনের কেইপিজেডে ৪৮টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সবক’টি প্রতিষ্ঠানই সবুজ শিল্প হিসেবে স্বীকৃত। ৪৮টি প্রতিষ্ঠানের বেশির ভাগই তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট। এর বাইরে জুতা ও ব্যাগের একাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় সব মিলিয়ে প্রায় ৩৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
কেইপিজেড সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার একর জায়গার এই কেইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে। পুরো ৪৮ হাজার একরের মধ্যে ৫২ শতাংশ জমি বনায়ন, পানি ও পরিবেশ সংরক্ষণের জন্য রাখা হয়েছে। বাকি ৪৮ শতাংশ জমির মধ্যে একশ একর জায়গায় হাইটেক পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শুধু কারখানা গড়ে তোলার মধ্যে নিজেদের কর্মকাণ্ড সীমিত রাখেনি ইয়াংওয়ান গ্রুপ। কেইপিজেড এলাকায় শ্রমিকদের জন্য গড়ে তোলা হয়েছে ১০০ শয্যার হাসপাতাল। রয়েছে কর্মকর্তাদের আবাসন, বিনোদন সুবিধা ও প্রশিক্ষণ কেন্দ্র। নতুন করে গড়ে তোলা হচ্ছে ৬০০ শয্যার হাসপাতাল ও টেক্সটাইল ইনস্টিটিউট।
বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরাও কর্মক্ষেত্র নিয়ে তাদের ব্যাপক সন্তুষ্টির কথা তুলে ধরেন পরিদর্শনকারী দেশি-বিদেশি আগ্রহী বিনিয়োগকারীদের কাছে। কেইপিজেড এলাকা পরিদর্শনকালে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাং।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে আগে অনেকবার বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সেসময় কার্যকর উদ্যোগ ছিল না। বর্তমান সরকার বিনিয়োগ সংশ্লিষ্ট আইন-কানুন সহজীকরণ ও একত্রীকরণের উদ্যোগ নিয়েছে। এখন বিদেশি বিনিয়োগ আকর্ষণে সত্যিকার অর্থে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।’
তিনি উপস্থিত ব্যবসায়ী ও বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
চীনের একজন বিনিয়োগকারী প্রতিনিধি কিহাক সাংয়ের কাছে জানতে চান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান বাধা কী মনে করেন? জবাবে তিনি বলেন, ‘প্রশাসনিক জটিলতা বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা।’ তবে এই বাধা সত্ত্বেও বাংলাদেশ লাভজনক বিনিয়োগের জন্য উত্তম গন্তব্য বলে মন্তব্য করেন তিনি। এ কারণে তিনি এ দেশে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করছেন বলে জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

এনসিপির হাতে আটক বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পুলিশে সোপর্দ

একদিনেই ইয়েমেন, লেবাননসহ ৪ দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

খালেদা জিয়ার দেশে ফিরতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনা

একাত্তরের পর প্রথমবারের মতো ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ

নেত্রীর জন্য ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, একদিনেই নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষেধ করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করল ছাত্র

১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন ডা. জোবাইদা রহমান

বিদায়ের মুহূর্তে মা-ছেলের হৃদয়ছোঁয়া সংলাপ, দেশে ফেরার আগে হিথ্রোতে আবেগঘন দৃশ্য

দোহা থেকে ঢাকার পথে খালেদা জিয়া

খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ডিএমপির নির্দেশনা

‘ভাইয়ার খেয়াল রেখ,’ লন্ডনে বিদায় নেয়ার আগে নেতাকর্মীদের খালেদা জিয়া

ভারত-পাকিস্তান উত্তেজনার বিষয়ে তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

নজরুল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা

এনসিপির সঙ্গে আজ বর্ধিত আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

মোবাইল-ফোন নিষিদ্ধসহ যে কঠোর ৬ শর্ত মানতে হবে এবারের মেট গালায়

দশ নতুন মুখ নিয়ে আসছে ‘সিতারে জমিন পার’

লাকসাম থেকে আড়াই বছরের শিশু নিখোঁজ,থানায় জিডি

সীমান্তে অনুপ্রবেশ : গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক