রায়পুরে আধিপত্য বিস্তারে খুনের জেরে তিন বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক
০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক স্পেন প্রবাসী খুনের পর তিনটি বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেরদিন সোমবার (৭ এপ্রিল) বিকেলে সাইজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় দু'পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, দু’পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে। যদিও ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওইসময় সেনবাহিনীও টহলে ছিল। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় খাসেরহাট বাজারে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য পুরো এলাকা। আর সংঘর্ষ ও হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলাও হয়নি।
অভিযোগ রয়েছে- রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীমের অনুসারীরা উত্তর চরবংশী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবাদ উল্যা গাজী, উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান ও সদস্য তারেক মুহুরীর বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরা উপজেলা বিএনিপর সদস্য ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত। আবার নিহত সাইজ উদ্দিন ছিলেন কৃষকদল নেতা জিএম শামীমের অনুসারী। ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে আরিফ, রুবেল সহ ফারুক কবিরাজের সহযোগীরা তাকে হত্যা করা হয়েছে বলে ঘটনার পর অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
তারা জানায়, সাইজ উদ্দিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তার পদপদবী ছিল না। তিন মাস আগে স্পেন থেকে ছুটিতে দেশে আসেন৷ আগামী ১২ এপ্রিল পুনরায় স্পেন যাওয়ার কথা ছিল তার। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের চর ঘাসিয়া গ্রামের মৃত নুরু দেওয়ানের ছেলে। দুই ছেলের জনক তিনি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে বিগত সময়ে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ফলে উপজেলা বিএনপির পক্ষ থেকে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করে। এলাকায় মাছঘাট ও চর দখলকে কেন্দ্র করে বিরোধ এ দুই গ্রুপের মধ্যে।
এদিকে সোমবার (৭ এপ্রিল) দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে বেড়িবাঁধ ও বাবুরহাট এলাকায় কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। নিহত হয় শামীমের অনুসারী স্পেন প্রবাসী সাইজ উদ্দিন।
ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। এর জের ধরেই মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ফের হামলা চালিয়ে শামিম গাজীর অনুসারীরা ফারুক কবিরাজের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, এলাকায় আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। সোমবার রাতেও পুলিশি অভিযান চালানো হয়েছে। হামলাকারীরা সকলে পালিয়ে যাওয়ার কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ যাবার আগেই সকালে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

উত্তরায় কিশোর হত্যা ওবায়দুল কাদের-কামালসহ ২২৭ জনের নামে মামলার আবেদন

মার্চে সড়কে নিহত ৬১২ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

আড়াইহাজারের ভাইরাল ওসি অবশেষে বদলি

মুগদা মেডিক্যালে ২২ দালালের ১৫ দিনের কারাদণ্ড

বাবার নামে ঠিকাদারি লাইসেন্স, ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

তারেক রহমানকে দেশে না ফেরাতে চক্রান্ত চলছে -জয়নুল আবদিন ফারুক

সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিনসহ ৪ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে সচিবসহ বিভিন্ন জনকে হুমকি

আগামী ২৯ এপ্রিল থেকে পুলিশ সপ্তাহ বিপিএম-পিপিএম পাচ্ছেন ৪০ সদস্য

ছাত্রদল নেতা পারভেজ হত্যায় মাহাথিরের দোষ স্বীকার

ডিবি হারুনের আরো সম্পত্তি জব্দ

পিলখানায় শহিদ নুরুল ইসলামের নামে সুইমিং কমপ্লেক্স

তথ্য-প্রযুক্তি খাতের দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

খুনি শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন এদেশের মানুষ মেনে নেবে না

কুষ্টিয়ায় ২২ দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নিরাপত্তাহীনতায় ভুগছেন খুন হওয়া শিক্ষার্থী পারভেজের পরিবার -কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৬৪টি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র

লোকালয়ে অজগর!

লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ডিলারের ৬ মাসের কারাদ-