হাজীগঞ্জ পৌরসভার বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, বেড়েছে মাদক সেবীদের আড্ডা
১০ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম

বিশেষ করে সড়কবাতি না থাকায় পাড়া-মহল্লার অনেক এলাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বাসিন্দাদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। ঘটছে চুরি-ছিনতাই ও মাদক সেবীদের আড্ডা। এরপরও এ বিষয়ে নজর নেই পৌর কর্তৃপক্ষের। তবে অভিযোগ পেলে বাতি জ্বালানোর ব্যবস্থা করবেন বলে জানান পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান।
গত ৬ ও ৭ (এপ্রিল) রবিবার ও সোমবার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কেই অনেক দূর পরপর দু–চারটা লাইট জ্বলে না। তারপর আবার কিছুটা অন্ধকার। সড়কের পাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোর বাতি নষ্ট থাকায় আলো জ্বলছে না। বর্তমানে সড়কগুলোতে যে পরিমাণ সড়কবাতি জ্বলছে, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। মূল শহর, বাণিজ্যিক এলাকা ও আবাসিক এলাকাগুলোতে সড়কবাতি কিছুটা দেখা গেলেও বর্ধিত পৌরসভার পাড়া ও মহল্লার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই।
বিশেষ করে হাজীগঞ্জ রামগঞ্জ ব্যস্তময় সড়কের ডাকাতিয়া নদীর উপর দুই পাশের সেতুর অধিকাংশ বাতি জ্বলে না। সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত কয়েকটি চটপটির দোকানের আলোতে মানুষ চলাচল করে আসলেও তার পরে আড্ডা জমে মাদকসেবী ও ছিনতাইকারীদের। ইতিপূর্বে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও মূলত দায়ী করছে সড়ক বাতি না থাকাকে।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আক্কাস মিয়া, রফিকুল ইসলাম ও শ্যামল সাহা বলেন, তাঁদের এলাকায় প্রায় ১০ বছর আগে সড়কের পাশে কিছু দূর পরপর কিছু ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। ল্যাম্পপোস্টে বাতি লাগানোর কয়েক বছর পর প্রায় বাতি নষ্ট হলে আবার লাগানো হয়। কিন্সতু গত ৬ মাস ধরে প্রায় বাতি জ্বলে না আর তা লাগানোর উদ্যোগ দেখা যায়নি। ড়কবাতি না থাকায় সন্ধ্যার পর আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। অথচ প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে শহরের অন্য বাসিন্দাদের মতো তাঁদেরকেও কর ঠিকই দিয়ে আসতে হচ্ছে।
এদিকে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের বেশ কিছু নির্জন সড়কের খুটিতে জ্বলছে না বাতি। যে কারনে সাধারণ মানুষ আতঙ্কে চলাচল করে আসছে। আর এতে বেড়েছে কিশোর গ্যাং ও মাদক সেবীদের দৌরাত্ম। সেই সাথে ডাকাত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নিজস্ব লাইটিং ব্যবস্থা করে রাতে মাঝেমধ্যে পাহারায় জাগতে দেখা গেছে।
বলাখাল গ্রামের সুমন ও মাসুদ মিয়া বলেন, হাজীগঞ্জ পৌরসভার আগের কার্যক্রম আর বর্তমান কার্যক্রমে ব্যপক স্থবিরতা দেখা দিয়েছে। এর কারন হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায়। এখন কাকে বলবে বা কে গিয়ে পৌরসভাকে জানাবে এর কোন সঠিক জবাবদিহি না থাকায় মূলত এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তাই আমরা পৌরসভার বাতি মেরামতসহ পানি নিষ্কাশনের জটিলতা পৌর কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
হাজীগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখা থেকে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভায় বিভিন্ন সময় মিলে প্রায় সাড়ে ৩ হাজার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এসব ল্যাম্পপোস্টের মধ্যে প্রায় কয়েক শতাধিক ল্যাম্পপোস্টেই আলো জ্বলছে না।
হাজীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা শর্টসার্কিট বা ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটলে অনেক সময় বাতি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় বাতিগুলো ইট ছুড়ে নষ্ট করে দেওয়া হয়, চুরি করে নিয়ে যায়। লাইটপোস্টে বাতি নষ্ট হয়ে গেলে সেগুলো সংস্কার করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিছু স্থানে মই দিয়ে লাইট লাগানো যাচ্ছে না যে কারনে সেখানে কয়েকটা লাইট বন্ধ আছে। তাছাড়া অভিযোগ পেলে আমরা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবো।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, শুধু সড়কবাতি নয়, পৌরসভায় অনেক ধরনের সমস্যাই রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌরসভার ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। পৌরসভার সড়কগুলোতে সড়কবাতি সমস্যা সমাধানের জন্য প্রতি মাসে নষ্ট লাইট লাগানো হচ্ছে, তার পরেও সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

সীমান্তে অনুপ্রবেশ : গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক

অভিভাবক ঐক্য ফোরামের স্মারকলিপি পেশ

চাঁদা আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

প্রধান উপদেষ্টা সব মামলায় অব্যাহতি নিলেন আর আমি কোর্টে হাজিরা দেই : গয়েশ্বর

ঢাকার খালের দুই পাড়ে সবুজায়ন

ঢাকায় বিচার বিভাগীয় কর্মচারীদের দেড় ঘণ্টা কর্মবিরতি

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল ছিনতাই

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস গ্রহণযোগ্য নয় :পরিবেশ উপদেষ্টা

৫০ শতাংশ ইনভয়েস পরিশোধে পেট্রোবাংলা- কৃষি ব্যাংক চুক্তি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে যুবদলের লিফলেট বিতরণ

যুক্তরাষ্ট্র-রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধবিমান!

ওয়াকফ আইনের প্রতিবাদে কর্ণাটকে বিশাল বিক্ষোভ

ট্রাম্পের অত্যাচারে দেশ ছাড়ছেন আমেরিকানরা!

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

মে মাসে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

সিনেমাতেও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

জাতিগত শুমারি: রাহুলের কাছে নতি স্বীকার মোদির

শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে চীনের দুর্নীতিবিরোধী অভিযানের পেছনে কী রয়েছে?