বাসা থেকে প্রবেশপত্র এনে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ
১০ এপ্রিল ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে ৪১ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে পরীক্ষা শুরুর আগে অনেকেই ভুল করে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসে। এমনি এক পরীক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে তার বাসা থেকে প্রবেশপত্র এনে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন রংপুর জেলা ট্রাফিক পুলিশের এক সদস্য।
বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায়। পরে ঠিক সাড়ে ৯টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। এর ঠিক ৩০ মিনিট পর পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষা শুরুর পূর্বে রংপুর নগরীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শ্রী তীর্থ রায় নামে এক পরীক্ষার্থী ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসে। তখন ঘড়ির কাঁটায় পরীক্ষা শুরু হতে ২০ মিনিট বাকি। উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন ওই পরীক্ষার্থী।
বিষয়টি জানার পর রংপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূর আলম সিদ্দিকের তৎপরতায় এটিএসআই মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক মোটরসাইকেল যোগে পরীক্ষার্থী শ্রী তীর্থ রায়ের বাসা থেকে প্রবেশপত্র আনতে সহযোগিতা করেন। ওই পরীক্ষার্থীর বাসা রংপুর নগরীর মুলাটোল এলাকায় এবং সে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রবেশপত্রসহ ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়ায় উপস্থিত অভিভাবক ও দায়িত্বরত শিক্ষকরা এটিএসআই মোস্তাফিজসহ জেলা ট্রাফিক পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলে, তড়িঘড়ি করে বের হতে গিয়ে ভুল করে বাসায় প্রবেশপত্র ছেড়ে আসি। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নেই। তখন হাতে সময়ও কম ছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাই। তারা আমার কথা শোনার পরপরই আমাকে সঙ্গে নিয়ে বাসা থেকে প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেন। আমি ওই পুলিশ সদস্যসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ।
রংপুর জেলা ট্রাফিক পুলিশে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর পূর্বে এক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বাসায় ছেড়ে এসেছে বলে জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (অ্যাডমিন) গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরীক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্রসহ কেন্দ্রে পৌঁছে দেই। আসলে এটি সেই সময়ে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করেছি।
এদিকে রংপুরে (এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৫৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে আসাসহ বিভিন্ন অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

সীমান্তে অনুপ্রবেশ : গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক

অভিভাবক ঐক্য ফোরামের স্মারকলিপি পেশ

চাঁদা আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

প্রধান উপদেষ্টা সব মামলায় অব্যাহতি নিলেন আর আমি কোর্টে হাজিরা দেই : গয়েশ্বর

ঢাকার খালের দুই পাড়ে সবুজায়ন

ঢাকায় বিচার বিভাগীয় কর্মচারীদের দেড় ঘণ্টা কর্মবিরতি

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের দুই সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল ছিনতাই

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস গ্রহণযোগ্য নয় :পরিবেশ উপদেষ্টা

৫০ শতাংশ ইনভয়েস পরিশোধে পেট্রোবাংলা- কৃষি ব্যাংক চুক্তি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে যুবদলের লিফলেট বিতরণ

যুক্তরাষ্ট্র-রাশিয়াকে হার মানাবে চীনের নতুন যুদ্ধবিমান!

ওয়াকফ আইনের প্রতিবাদে কর্ণাটকে বিশাল বিক্ষোভ

ট্রাম্পের অত্যাচারে দেশ ছাড়ছেন আমেরিকানরা!

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

মে মাসে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

সিনেমাতেও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

জাতিগত শুমারি: রাহুলের কাছে নতি স্বীকার মোদির

শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে চীনের দুর্নীতিবিরোধী অভিযানের পেছনে কী রয়েছে?