থানায় সুপারিশ নিয়ে বিপাকে বিএনপি নেতা, ব্যাখ্যা চাইল জেলা কমিটি
১১ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম

রাজনীতিতে দলীয় শৃঙ্খলা একটি অপরিহার্য বিষয়। দলীয় নীতি ও আদর্শের বাইরে গিয়ে কোনো নেতা সিদ্ধান্ত নিলে তা শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না, বরং দলীয় কাঠামোতেও অস্থিরতা তৈরি করে। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম। থানায় একটি মামলার অভিযোগপত্র থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করায় জেলা বিএনপি তার কাছে লিখিত ব্যাখ্যা তলব করেছে।
এই ঘটনা গত বছরের ২৪ ডিসেম্বর ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর ঘটে। এই ঘটনায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়। এরপর, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম ফুলছড়ি থানার ওসিকে একটি চিঠি দিয়ে সুপারিশ করেন, যাতে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়। এছাড়া, তিনি ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল হাকিমকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ফজলুপুর ইউনিয়ন শাখার সভাপতি করার জন্য প্রত্যয়নপত্রও প্রদান করেন। উল্লেখ্য, হাকিম ওই মামলার এজাহারভুক্ত আসামি এবং আদালতে তার পক্ষেও সাক্ষ্য দিয়েছেন।
এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপি সাদেকুল ইসলামের কাছে ব্যাখ্যা চেয়েছে। গত বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়, যাতে সাদেকুল ইসলামের কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠির অনুলিপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাদেরও দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান বলেন, "সংগঠনের শৃঙ্খলা রক্ষায় জেলা বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।"
সাদেকুল ইসলাম তার সুপারিশের বিষয়টি স্বীকার করেছেন, তবে তিনি দাবি করেছেন, যাদের নামে সুপারিশ করেছেন, তারা বিএনপির নেতাকর্মী। তিনি জানান, “এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে, এবং আমি তাদের পক্ষে কথা বলেছি।” তার মতে, মামলায় স্থানীয় কয়েকজন বিএনপির নেতাকর্মীর নাম অযাচিতভাবে ঢোকানো হয়েছে এবং তিনি সভাপতির দায়িত্ব পালন করে তাদের জন্য সুপারিশ করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে ধর্ম উপদেষ্টা

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে জেলা জামায়াতের আর্থিক সহায়তা

এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজ

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যে নিষেধাজ্ঞা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিলো সিলেট জেলা ও মহানগর বিএনপি

নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে শিশুর মৃত্যু

শিক্ষার্থীসহ বাসের সাথে ট্রাকের সংঘর্ষ মহিলা যাত্রী নিহত শিক্ষার্থীসহ আহত ১৫

ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

কিশোরী উদ্ধার করতে এসে কালীগঞ্জে হামলার শিকার যশোরের তিন পুলিশ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় মশাল মিছিল

বর্ণিল আয়োজনে ট্রফি ও জার্সি উন্মোচন ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের

ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেফতার

দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

বাউবিতে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মনিরামপুরে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি

স্টান্টম্যানের মৃত্যুতে একবার খোঁজও নেয়নি শাকিব,বাস্তব জীবনে নায়ক হওয়ার পরামর্শ অভিনেত্রীর

ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

‘আম’কে জাতীয় ফল করার প্রস্তাব করলেন সাতক্ষীরার ডিসি