তারাকান্দার ২১ গ্রামে বিশুদ্ধ পানির সংকট
১১ এপ্রিল ২০২৫, ০২:০৮ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০২:০৮ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের ২১ টি গ্রামের হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন।ভূগর্ভস্থ পানির লেয়ার নীচে নেমে যাওয়ার কারণে এসব গ্রামের হাজারো চাপকলে এখন আর পানি উঠেনা।পাঁচ/ছয় বছর আগেও যে চাপকলগুলোতে পানি উঠতো এখন সেইগুলো অকেজো হয়ে পড়ে আছে।বিশেষ করে চলতি শুকনা মৌসুমে পানির অভাব চরম আকার ধারণ করেছে।পানিসেচ নির্ভর বোর কৃষিতেও মারাত্নক প্রভাব ফেলছে তীব্র পানির সংকট।
এ সমস্যা সমাধানের চেষ্ঠায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন এসব এলাকার মানুষ।যাদের সামর্থ্য রয়েছে তারা গভীর নলকূপ স্থাপন করছেন এবং যাদের সামর্থ্য নেই তারা প্রতিবেশীর বাড়ি থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন।এসব গ্রামে বসবাসকারীদের অধিকাংশই গরীব কৃষক।তাদের অনেকেরই গভীর নলকূপ স্থাপনের সামর্থ্য নেই।
অপরদিকে স্থানীয় বাসিন্দাদের দাবী সরকারিভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা পরিষদ থেকে বিতরণকরা গভীর নলকূপগুলো উন্মুক্তস্থানে না বসিয়ে মালিকানা জায়গায় স্থাপনের ফলে সেগুলো থেকেও পানির চাহিদা পূরণ করতে পারছেননা তারা বলে অভিযোগ তাদের।অপরদিকে একটি গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় করতে হয়।অনেকেরই সেই সামর্থ্যও নেই।আবার কৃষিতে একটি সেচযন্ত্র বসাতে খরচ হয় দেড় থেকে দুই লক্ষ টাকা।
জানা গেছে,উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা, রাজদারিকেল, কামারগাঁও, প্রজাপতখিলা, উলামাকান্দি ,কালিখাঁ, ভেরুয়া, মাসকান্দা,গোপালদারিকেল,নাকিজানি,পংদারিকেল,রায়জান,ওয়াই,চংনাপাড়া,নয়াপাড়া,আশিয়াসহ আশপাশের গ্রামগুলোতে পাঁচ-ছয় বছর যাবৎ চাপকলগুলোতে পানি উঠছেনা ।সবগুলোই অকেজো হয়ে পড়ে আছে।এরমাঝে উলামাকান্দি,কালিখাঁ,গোবিন্দখিলা,আশিয়া গ্রামে গভীর নলকূপে পানি তুলতে গিয়েও হচ্ছে সমস্যা বলে জানিয়েছেন স্থানীয়রা।
হরিয়াতলা গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার স্ত্রী হাজেরা খাতুন(৭৫)বলেন,আমার স্বামী,সন্তান-সন্ততি বলতে কেউ নেই।বাবার বাড়িতে থাকি।আগে কল দিয়ে পানি উঠতো।এখন আর উঠেনা ,ভাইপুর বাড়ি থেকে পানি আনতে হয়।আগের মতো শরীরে আর শক্তি নেই।পানি আনতে অনেক কষ্ট হয়।দিন দিন পানির কষ্ট বাড়তাছে।
এ বিষয়ে প্রজাপতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ইদ্রিস আলী(৪৫) বলেন-কামারগাঁও ইউনিয়ন জুড়েই তীব্র পানির সংকট রয়েছে।পানির স্তর নীচে নেমে যাওয়ায় চাপকলগুলোতে এখন পানি উঠেনা।এদিকে ৫০০/৬০০ ফুট গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে অনেক খরচ।আবার বিদ্যুৎসহ এর মেইনটেইনন্যান্স খরচও বেশী।অনেকের সেই সামর্থ্যও নেই।তাই প্রতিবেশী ও স্বচ্ছল মানুষের বাড়ি থেকেই পানির চাহিদা মেটান অনেকে।এক একটি গভীর নলকূপের উপড় ৫/৬ টি কোথাও আবার ১০/১২ টি পরিবার নির্ভরশীল রয়েছে।আমাদের এলাকার কৃষিতেও এর প্রভাব পড়ছে।সরকারীভাবে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।উপজেলার অন্যান্য ইউনিয়নে পানির এত সংকট নেই।তারপরও সরকারী বরাদ্দ সমান হারে বিতরণ করা হয়।কামারগাঁও ইউনিয়নের ক্ষেত্রে বিষয়টি সত্যিই অধিক গুরুত্বের দাবি রাখে।
কামারগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম হানিফউদ্দিনের দেওয়া তথ্য থেকে জানা গেছে,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এই ইউনিয়নটিতে প্রায় ১০ হাজার পরিবারের বসবাস।২০২১ সালের জরিপে যা ছিলো ৭ হাজার।মোট ভোটার রয়েছে ২২ হাজারেরও উপরে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী গভীর নলকূপ বরাদ্দ পাওয়া কয়েকজন বলেন-সরকার নির্ধারিত টাকার থেকে পাঁচ/দশ হাজার টাকা বেশী দিয়ে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে গভীর নলকূপ পেয়েছেন তারা।আবার এসব স্থাপনের সময় লোকদের খাবারসহ অন্যান্য চাহিদাও মিটাতে হয়েছে তাদের।সে সময় উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে বিশেষ তালিকা করে দেওয়া হতো বরাদ্দ।যে কেউ সে বরাদ্দ পেতোনা।স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিদের সাথে সম্পর্কিত ব্যাক্তিরা বেশী অগ্রাধিকার পেতেন তালিকায়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সালাহউদ্দিন ইউসুফ বলেন-গত বছরের নভেম্বর মাসে তারাকান্দা উপজেলাব্যাপী সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় তারাকান্দা উপজেলায় সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের পর ডিসেম্বর মাসে তা চূড়ান্ত করা হয়েছে।তাতে ৮০ টি গভীর এবং ৪০ টি অগভীর নলকূপ স্থাপনের লক্ষ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে।তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও আমাদের সাথে যোগাযোগ করেনি।বিসকা ও কামারগাঁও ইউনিয়নে পানির সংকট থাকায় বেশী বরাদ্দ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসাইন বলেন-আমি নতুন এই উপজেলায় যোগদান করেছি।গভীর নলকূপ স্থাপনসহ এলাকাগুলোর জনসাধারণের সাথে কথা বলে পানির সংকট কমাতে যা করা প্রয়োজন হবে তার ব্যবস্থা করব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে ধর্ম উপদেষ্টা

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে জেলা জামায়াতের আর্থিক সহায়তা

এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজ

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যে নিষেধাজ্ঞা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিলো সিলেট জেলা ও মহানগর বিএনপি

নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে শিশুর মৃত্যু

শিক্ষার্থীসহ বাসের সাথে ট্রাকের সংঘর্ষ মহিলা যাত্রী নিহত শিক্ষার্থীসহ আহত ১৫

ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

কিশোরী উদ্ধার করতে এসে কালীগঞ্জে হামলার শিকার যশোরের তিন পুলিশ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় মশাল মিছিল

বর্ণিল আয়োজনে ট্রফি ও জার্সি উন্মোচন ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের

ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেফতার

দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

বাউবিতে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মনিরামপুরে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি

স্টান্টম্যানের মৃত্যুতে একবার খোঁজও নেয়নি শাকিব,বাস্তব জীবনে নায়ক হওয়ার পরামর্শ অভিনেত্রীর

ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

‘আম’কে জাতীয় ফল করার প্রস্তাব করলেন সাতক্ষীরার ডিসি