চাল ব্যবসায়ী রশিদের বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার ১
১১ এপ্রিল ২০২৫, ০৩:২২ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:২২ পিএম

দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে আব্দুর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে মামলাটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেন মডেল থানার ওসি মোশাররফ হোসেন।
ওসি জানান, এ ঘটনায় জড়িত মোটরসাইকেল চালক কাজী আবদুস সাকিরকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সাকির কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকার কাজী আব্দুর সামাদের ছেলে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদসহ তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এদিকে রাত থেকেই বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে পুলিশ। মোটরসাইকেল নম্বর বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আবদুস সাকিরকে তার শ্বশুরবাড়ি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকা থেকে সকালে গ্রেপ্তার করে পুলিশ। গুলিবর্ষণের সময় ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়। এরপর সাকিরকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
ওসি মোশাররফ হোসেন বলেন, “থানায় সাকিরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে গুলি ছোড়ার ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য মিলেছে। আরও তথ্যের জন্য বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া আদালতে নেওয়া হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এর আগে বুধবার বেলা পৌনে ২টার দিকে শহরের গোশালা সড়কে রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে তার বাড়ির তৃতীয় তলার একটি কাচ ভেঙে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তিনি বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। সদর উপজেলার খাজানগর এলাকায় তার বড় কয়েকটি চালকল আছে।
রশিদ জানান, একটি পশুর হাটের ইজারার দরপত্র কেনার পর থেকে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে দরপত্র জমা না দিতে হুমকি দেওয়া হচ্ছিল। কয়েক দিন আগে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকায় হাটের ইজারা পান আব্দুর রশিদের ভাতিজা জিহাদুজ্জামান। এতে ক্ষিপ্ত হয়ে চরমপন্থী নেতা স্বপন ঠাকুর পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়। ইজারা প্রত্যাহার করে না নিলে ওই ব্যক্তি হত্যার হুমকি দেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজ

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যে নিষেধাজ্ঞা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিলো সিলেট জেলা ও মহানগর বিএনপি

নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে ছুরিকাঘাতে শিশুর মৃত্যু

শিক্ষার্থীসহ বাসের সাথে ট্রাকের সংঘর্ষ মহিলা যাত্রী নিহত শিক্ষার্থীসহ আহত ১৫

ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

কিশোরী উদ্ধার করতে এসে কালীগঞ্জে হামলার শিকার যশোরের তিন পুলিশ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় মশাল মিছিল

বর্ণিল আয়োজনে ট্রফি ও জার্সি উন্মোচন ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের

ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেফতার

দেশের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া

বাউবিতে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মনিরামপুরে গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি

স্টান্টম্যানের মৃত্যুতে একবার খোঁজও নেয়নি শাকিব,বাস্তব জীবনে নায়ক হওয়ার পরামর্শ অভিনেত্রীর

ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

‘আম’কে জাতীয় ফল করার প্রস্তাব করলেন সাতক্ষীরার ডিসি

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

আল্লাহর রাসূলের সুন্নাতকে অস্বীকার করা প্রসঙ্গে।