ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ
১১ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা শাখা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ইসরায়েল গত সাত দশক ধরে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় ফিলিস্তিনি জনগণের উপর বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজ পুরো গাজা একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই নির্মম গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।
তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান, ফিলিস্তিনের পক্ষে নেওয়া সাহসী অবস্থানের জন্য। একইসঙ্গে তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে নিয়মিত ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীকে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ‘ঢাকা মার্চ ফর গাজা’ কর্মসূচিকে স্বাগত জানান এবং জনগণকে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান। এছাড়াও প্রফেসর গালিব ইসরায়েলে ভারতের সেনা প্রেরণ এবং ওয়াক্ফ আইন সংস্কারের নামে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করার তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন,“ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব মানবতার জন্য এক ভয়ংকর হুমকি। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একতরফা গণহত্যার বিপরীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে এটি অত্যন্ত লজ্জাজনক। একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।
গণহত্যার দোসরদের পণ্য বাংলাদেশে আনা যাবে না। তাদের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করতে হবে। সেই সঙ্গে মানুষকেও এই পণ্য কেনা থেকে দূরে থাকতে হবে। গণহত্যা বন্ধে এখনই জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রকাশনা সম্পাদক ড.মুহাম্মাদ কাবিরুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, আহলেহাদীছ যুবসংঘ মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী প্রমুখ। এই কর্মসূচিতে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সহযোগী আহলেহাদীছ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজশাহীর জিরো পয়েন্ট এক বিশাল গণজোয়ারে পরিণত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গাজীপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারঃ গ্রেফতার ২

এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার

রাজধানীর ৩৩ খাল দখলমুক্ত করতে ডিএনসিসির স্বেচ্ছাসেবক নিয়োগ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি মঙ্গলবারের কার্যতালিকায়

ধামরাইয়ে গোডাউনে মালামালসহ ২০ টাকা লুট

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

হিউম্যান রাইটস ফোরাম সরকারকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি

ডিমলায় পূর্বশত্রুতা জেরে নিরীহ স্কুল শিক্ষকের দেড় একর জমির ভুট্টা গাছ থেকে লুট করলো দুর্বৃত্তরা

দেশের পথে খালেদা জিয়া: আনন্দ অশ্রুতে মা’কে বিদায় তারেক রহমানের

নিয়ন্ত্রণে এসেছে বেইলি রোডের আগুন, উদ্ধার ১৮

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

রাস্তায় নামার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: আবু হানিফ

হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

নাজিরপুরে বৈষম্যের শিকার শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন

ঢাকার বেইলি রোডে ফের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাউজানে এক নারী গুলিবিদ্ধ!

আমি অরাজনৈতিক মানুষ,কোন ব্যাকআপ নেই–আরিফিন শুভ