এবার বরিশালে প্রায় ৩ লাখটন গোলআলু উৎপাদন হলেও দরপতনে হতাশ কৃষিযোদ্ধাগন
১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম

বরিশাল কৃষি অঞ্চলে এবারো আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় ১২ হাজার হেক্টরে গোল আলুর অবাদ হলেও পুরো রবি মৌসুম জুড়ে বৃষ্টির অভাবে গড় ফলন কিছুটা হ্রাস পাবার সাথে দরপতনে মারাত্মক ক্ষতির কবলে কৃষিযোদ্ধাগন। ফলে লোকশানের কবলে পরে হতাশ কৃষক। লাগাতর বৃষ্টির অভাবে ফলন হ্রাস পেলেও গত বছরের চেয়ে কিছুটা বেশী উৎপাদনের পরেও কৃষকের ভাগ্য বিপর্যয় ঘটছে দর পতনে। এবার মাঠ পর্যায়ে মৌসুম জুড়েই ৭-১০ টাকার বেশী গোলআলু বিক্রি করতে পারছেন না কৃষকগন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র দায়িত্বশীল সূত্রের মতে এবার বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ১২ হাজার হেক্টরে গোলআলুর আবাদ হলেও গড় ফলন গত বছরের ২৪.৭৮ টনের স্থলে ২৪.৭৬ টনে হ্রাস পেয়েছে। ফলে গতবছর ১১ হাজার ২৭৭ হেক্টরের স্থলে প্রায় ১২ হাজার হেক্টরে গোলআলুর আবাদ হলেও উৎপাদন ২ লাখ ৭৯ হাজার ৫শ টন থেকে ২ লাখ ৮১ হাজার ১৫৭.৫৬টনেই সীমাবদ্ধ থাকছে।
গত বছরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পরে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এ ভর করে অকাল অতি বর্ষণের ক্ষতি কাটিয়ে ফলন ছিল ২৪.৭৮ টন। কিন্তু এবার পুরো রবি মৌসুম জুড়েই বরিশাল অঞ্চলে কোন বৃষ্টির দেখেও মেলেনি। গত অক্টোবরে ঘূর্ণিঝড় ‘রিমাল’এর ভর করে অকাল বর্ষণের পরে গত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রতিমাসেই ৮০-৯০% পর্যন্ত কম। ফলে পুরো রবি মৌসুমের কোন ফসলই বৃষ্টির দেখা না পাওয়ায় ফলন ঘাটতি দেখা দেয়।
অপেক্ষাকৃত নিচু এলাকা বিধায় দক্ষিণাঞ্চলে কিছুটা বিলম্বেই রবি মৌসুম শুরু হওয়ায় আবাদ ও উৎপাদন বিলম্বিত হয়ে থাকে। তার পরেও সমাপ্তপ্রায় রবি মৌসুমে বরিশালে প্রায় ১৭ লাখ টন শীতকালীন সবজি উৎপাদন হয়েছে। সবজির বন্যায় এবার সাধারণ মানুষ অনেক সস্তায়ই সব ধরনের সবজী কিনতে পেরে স্বস্তিতে আছেন।
তবে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি’ উদ্ভাবিত উন্নত ও উচ্চ ফলনশীল আলুবীজ ও এর আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছানোর পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করলে দক্ষিণাঞ্চলেই গোলআলুর আবাদ ও উৎপাদন অন্তত দেড়গুণ বৃদ্ধি সম্ভব বলে মনে করছেন কৃষিবীদগন। ‘বারি’ ইতোমধ্যে ‘বারি আলু-১ (হিরা), বারি আলু-৪ (আইলসা), বারি আলু-৭ (ডায়মন্ট), বারি আলু-৮ (কার্ডিনাল), বারি আলু-১১ (চমক), বারি আলু-১২ (ধীরা), বারি আলু-১৩ (গ্রানোলা), বারি আলু-১৫ (বিনেলা), বারি টিপিএস-১ ও বারি টিপিএস-২’ নামের একাধীক উন্নত জাতের উচ্চ ফলনশীল আলুবীজ উদ্ভাবন করেছে।
আমাদের কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত এসব উন্নতমানের বীজ থেকে হেক্টর প্রতি ৩০টন পর্যন্ত গোলআলু উৎপাদন সম্ভব। কৃষি বিজ্ঞানীদের মতে, গোলআলুর ভাল ফলন পেতে উন্নতমানের উচ্চফলনশীল বীজের সাথে সার ও বালাই ব্যবস্থাপনাও নিশ্চিত করার বিকল্প নেই।
ডিএই’র মতে ২০১০-১১ কৃষিবর্ষে বরিশাল কৃষি অঞ্চলে ১০ হাজার ৯৫২ হেক্টর জমিতে গোলআলু আবাদের লক্ষমাত্রার বিপরিতে বাস্তব আবাদ ছিল ১০ হাজার ৬০৫ হেক্টরে। যা ঐ বছরের লক্ষমাত্রা এবং আগের বছরের প্রকৃত আবাদের চেয়েও কম ছিল। তবে ২০১১-১২ কৃষিবর্ষে বরিশালে ১.৯১ লাখ টন উৎপাদন লক্ষমাত্রার বিপরিতে এঅঞ্চলের চাষীদের নিরলশ পরিশ্রমে ২.৩৬ লাখ টন গোলআলু উৎপাদন সম্ভব হয়েছিল। পরবর্তি বছরগুলোতে তা প্রায় একই পর্যায়ে থেকে চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে ১১ হাজার ৩৫৭ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরিতে প্রায় ১২ হাজার হেক্টরে আবাদ করে গোল আলুর উৎপাদনও প্রায় ৩ লাখ লাখ টনে উন্নীত হবার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দায়িত্বশীল মহল।
তবে বরিশাল অঞ্চলে অনেক সম্ভবনার গোলআলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী বছরগুলোতে উচ্চফলশীল উন্নত আলুবীজ সরবারহ সহ মাঠ পর্যায়ে কৃষিযোদ্ধাদের কাছে আবাদ প্রযুক্তি পৌছে দেয়ারও তাগিদ দিয়েছেন কৃষিবীদগন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আতঙ্কিত নগরী

তৃণমূল থেকে সবখানে দুর্নীতি করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : অ্যাড. সৈয়দ শাহীন

১ মে থেকে ডিম-মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধ ঘোষণা

ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ

আমাকে বাংলাদেশী বলবেন না, টিউলিপ সিদ্দিকের হুঁশিয়ারি! ভিডিও ভাইরাল

শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার!

কুষ্টিয়ার খোকসা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নৈশপ্রহরীর পকেট থেকে ৪০ হাজার টাকা উদ্ধার

উখিয়ায় বন্যহাতির আক্রমনে আহত কৃষকের মৃত্যু

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ: সমন্বয়ক পরিচয়ে পদত্যাগপত্রে জোরপূর্বক কর্মকর্তার সই

ডেসটিনির এমএলএমদের নিয়ে নতুন রাজনৈতিক দল

গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হতে হবে : জামায়াত আমির

বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে বৃষ্টি নামলেই হাঁটু পানি, জনজীবনে চরম ভোগান্তি

সৌদি রাষ্ট্রদূতের সাথে আমার সম্পর্ক : মেঘনা আলম

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে : আলী রীয়াজ

ঘুষ না দেয়ায় মারধর : গাবতলীতে মহাসড়ক অবরোধ

এখনো ইলিয়াস আলীর অপেক্ষায় সিলেট বিএনপি : কাইয়ুম চৌধুরী

রাজশাহীতে ছাত্রীর নগ্নছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

পিরোজপুরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ৫