রায়পুরে দু'পক্ষের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল কর্মীর জসিমের মৃত্যু, এনিয়ে নিহতের সংখ্যা ২
১৪ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত জসিম উদ্দিন বেপারী মারা গেছেন।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিহতের ছোট ভাই কাউছার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বেলা ১১ টার দিকে রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জসিম। গত ৭ এপ্রিল সংঘর্ষে গুরুতর আহত হয় সে। ওইদিন সাইজ উদ্দিন নামে আরেক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। এনিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছে।
নিহত জসিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবংশী গ্রামের হজল করিমের ছেলে ও পেশায় ঢালাই শ্রমিক ছিলেন। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ছিলেন। আর ঘটনার দিন নিহত হওয়া সাইজ উদ্দিন কৃষকদল নেতা জিএম শামীমের অনুসারী ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে এ দুই নেতা দু'গ্রুপে বিভক্ত হয়ে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়।
নিহত জসিমের ছোট ভাই কাউছার হোসেন বলেন, ৭ এপ্রিল কৃষকদল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাকে ঢাকায় হাসপাতাল ভর্তি করা হয়। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঙ্গে লড়তে গিয়ে আমার ভাই পরাজিত হয়েছে। তিনি মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, জসিম নামে একজনের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ নিয়ে আসলে ময়নাতদন্ত করা হবে এবং আইনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনসিহ সকল অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়। ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বেড়িবাঁধ ও বাবুরহাট এলাকায় কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। এর জের ধরেই ৮ এপ্রিল ফের হামলা চালিয়ে শামীম গাজীর অনুসারীরা ফারুক কবিরাজের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হামলা-ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার দিন বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়৷ এতে ৯ এপ্রিল তার বড়ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনের নামে মামলা দায়ের করেন। ১৩ এপ্রিল র্যাব-১১ চট্রগ্রামের অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত আসামি জলিল দর্জিকে গ্রেপ্তার করে রায়পুর থানায় হস্তান্তর করে। সংঘর্ষের ঘটনার পর বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিস্কার করে উপজেলা বিএনপি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার

শেরপুরের উন্নয়নের দাবিতে গোটা শহরজুড়েই মানববন্ধন

কোল্ড স্টোরেজে বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতে বিশেষ ভূমিকা রাখছে : বাণিজ্য সচিব

শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞানপার্টির হানা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

মহেশপুর দত্তনগর কৃষি খামারের যুগ্ন-পরিচালকের বিরুদ্ধে বিএডিসির জায়গা ভাড়ার অভিযোগ

সাটুরিয়ায় বিদ্যালয় স্থানান্তরকে কেন্দ্র করে ২ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত

সাম্য হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে -গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন

“ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা” — রাবি শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে উত্তপ্ত ফাইন্যান্স বিভাগ

থাইল্যান্ড পালানোর পথে বিএনপি নেতা আটক

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে জনগণকে - যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক

আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ভূমিকা রাখছে অর্কিড এসোসিয়েট - আসহাব উদ্দিন

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী শিলপাটা!

সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৬ মে

মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর সদস্য, স্বজনদের চোখে আনন্দের অশ্রু

সিলেটে সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি

ইশরাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপিও কি জনভোগান্তির কারণ হলো?