ব্যাংকের ভেতরেই প্রতারক চক্রের ফাঁদে নারী!
১৭ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম

লক্ষ্মীপুরে ব্যাংকের ভেতরেই ছেঁড়া নোট পরিবর্তনে কাউন্টারে পাঠিয়ে এক নারী গ্রাহকের কাছ থেকে প্রতারক চক্র ৮০ হাজার টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঘটনার একটি সিসি ক্যামেরার ৬ মিনিটি ৪৬ সেকেন্ডের ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ইতিমধ্যে ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
এদিকে গত ২৩ মার্চ লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের জেলা শাখার ভেতরেই প্রতারক চক্রের তিন সদস্য অভিনব কৌশলে সেলিনা আক্তার নামে ওই গ্রাহকের টাকা নিয়ে যায় প্রতারক চক্র। একইদিন তিনি থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার ২৪ দিন পার হলেও এখনো পর্যন্তকে কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী সেলিনা লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার খোরশেদ আলমের স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩ জন লোক আগ থেকে ব্যাংকে অবস্থান করছিল। এরমধ্যে একজন পরনে পাঞ্জাবি-মাথায় টুপি ও মুখে সাদা দাঁড়ি ছিল। অন্য দুইজন শার্ট-প্যান্ট পড়া ছিল, তাদের একজনের মুখে কালো দাঁড়ি ছিল। তাদেরকে অহেতুক ব্যাংকে ঘুরাফেরা করতে দেখা যায়। টাকা জমা দেওয়ার জন্য রশিদ রাখার স্থানেই তাদেরকে বেশি সময় দেখা যায়। একপর্যায়ে পাঞ্জাবি পরিহিত লোকটি সোফায় গিয়ে বসে। সেখানেই টাকা গুণছিল ভুক্তভোগী সেলিনা। একপর্যায়ে পাঞ্জাবি ওয়ালা লোকটি তার থেকে টাকা নিয়ে শার্ট-প্যান্ট পরিহিত লোকের কাছে গুণতে দেয়। তাকে টাকা গুণতেও দেখা যায়। তখনও টুপিওয়ালা লোক ওই নারীর সঙ্গে বসে ছিলেন। তাদের আরেক সদস্য চারপাশে ঘোরাফেরা করছিলেন। এরমধ্যে যিনি টাকা গুণছিলেন, তিনি তার মানিব্যাগ থেকে কি যেন (টাকা) বের করে ওই নারীকে দেয়। পরে ভুক্তভোগী কাউন্টারের দিকে গেলে টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায় চক্রের তিনজন লোক।
সেলিনা বেগম বলেন, আমার ব্যাংক হিসেবে ২ লাখ টাকা ছিল। টাকা উঠিয়ে সোফার ওপর এসে বসি। এরমধ্যে এক লাখ টাকা গুণে সাইট ব্যাগে রেখেছি। অপর এক লাখ টাকা গুণার সময় এক মুরুব্বি এসে বলে মা তোমার পাশে একটু বসি, এ কথা বলে তিনি বসছে। তিনি আমাকে বলেন, টাকাগুলো চেক করে নিও, টাকা ছেঁড়া পড়ে। উনি আমাকে বলে দেখো- আমার দুই হাজার টাকা ছেঁড়া পড়েছে। এরপর কি হয়েছে আমি জানি না, আমি উনাকে সব টাকা দিয়ে দিয়েছি। একটু ছেঁড়া নোট নিয়ে আমাকে কাউন্টারে পাঠিয়েছে পরিবর্তনের জন্য। নোটগুলো পরিবর্তন করে এসে দেখি তারা নেই। তারা তিনজন লোক ছিল।
লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আইয়ুব আলী বলেন, ঘটনার দিনই ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেয়। পরে থানা থেকে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়। ভূক্তভোগী গ্রাহক অন্য একজনকে টাকা গুণতে দিয়েছে, ওরাই টাকা নিয়ে গেছে। টাকা গুণতে সমস্যা হলে আমার কাছেও তিনি আসতে পারতেন। অচেনা অজানা লোকদের টাকা দেওয়া ঠিক হয়নি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তা পর্যালোচনা করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বরিশালে জালে হাঙর ধরা পড়লো

হাইওয়ে পুলিশের সাথে সিলেট পরিবহন মালিক ও শ্রমিক সমিতির মতবিনিময়

জলবায়ুর ঝুঁকিমুক্ত বসবাস চায় কুতুবদিয়ার দু’লাখ মানুষ

মেহেরপুর জেনারেল হাসপাতালে সাড়ে ছয় কোটি টাকার টেন্ডারে দুর্নীতি, নেপথ্যে তত্ত্বাবধায়ক ডা. শায়লা

সিলেটে তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালন

শেরপুরে গাছের ডালে ঝুলছিল লিঙ্গ কর্তন করা কৃষকের মরদেহ

আড়াইহাজারে একরাতে চার বাড়িতে ডাকাতি, আহত ২

ডিমলায় পূর্বশত্রুতা জেরে নিরীহ স্কুল শিক্ষকের দেড় একর জমির ভুট্টা গাছ থেকে লুট করলো দুর্বৃত্তরা

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন খুলনার কর্মবিরতি

দুই দিন পর পুনরায় সচল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

যশোরে অভয়নগরে মানুষ কেনার হাট

পরিবারসহ সাবেক বিমান বাহিনী প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাটে-বলে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ 'এ'

খুবি শিক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নতুন পরিকল্পনা অনুমোদন, পুরো গাজা দখল করতে যাচ্ছে ইসরাইল

বরিশাল নির্বাচনী ট্রাইবুনালে মুফতি ফয়জুল করিমের আবেদন খারিজ উচ্চ আদালতে যাবার ঘোষনা

জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের দ্রুত বিচার করতে হবে: ইইউ রাষ্ট্রদূত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উপযুক্ত ক্রীড়াবিদ তৈরিতে তারুণ্যের উৎসব হতে পারে ভালো প্ল্যাটফর্ম: তপু বর্মন