পারভেজ হত্যাকান্ডে বৈষম্যবিরোধীদের আসামি না করতে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল: ছাত্রদল সভাপতি
২৫ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা পারভেজ হত্যাকান্ডে জড়িত বৈষম্যবিরোধী নেতাদের যেন মামলায় আসামি করা না হয়, সেজন্য প্রেসার ক্রিয়েট করা হয়েছিল’, বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, পারভেজ হত্যার পর পরই বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। এ সময় তারা এই হত্যাকান্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত বৈষম্যবিরোধী নেতাকর্মীরা যেন এই মামলায় আসামি না হয়, সেজন্য প্রেসার ক্রিয়েট করে।
পরবর্তীতে রাতের বেলায় তারা একটি প্রেস কনফারেন্স করল, এটি তাদের নেতৃত্বের ব্যর্থতা হিসাবে দেখব। তারা সরাসরি অস্বীকার করেছে, তারা বলেছে যে- আমরা নাকি বৈষম্যবিরোধী নেতাদের উদ্দেশ্যমূলক ভাবে জড়িত করে অভিযোগ করেছি। কিন্তু পরবর্তী যখন সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হল, তখন দেখা গেল বৈষম্যবিরোধী নেতাদের দুই জন এই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং বেশ কয়েকজন আশাপাশে ছিল। এরপর থেকে তাদের কোন স্টেটমেন্ট নেই।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরোনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, আমি আশা করব তাদের (বৈষম্যবিরোধী) সংগঠনের মাত্র যাত্রা শুরু হয়েছে, আন্দোলন-সংগ্রামে তাদের অভিজ্ঞতা কম।
আমি বিশ্বাস করি- তারা ধীরে ধীরে নেতৃত্বের পরিপূর্নতা লাভ করবে। কিন্তু তারা এই পর্যায়ে নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে দায়সারা ঘোচের কথা বলেছে। আমি আশা করছি একটি হত্যাকান্ড নিয়ে এধরনের মিথ্যাচার করায় সাধারন শিক্ষার্থীদের তাদের ওপর যে সামান্যতম আস্থা রয়েছে, সে আস্থার সঙ্কট দেখা দিয়েছে। যেকোন ঘটনায় আমি তাদেরকে সঠিত তথ্য প্রদানের আহবান জানাই এবং যেকোন হত্যাকান্ডের বিরুদ্ধে তাদেরকে স্বোচ্চার হওয়ার আহবান জানাই। তাদের নেতাকর্মী যে-ই হয়ে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহন করা হয়। তারা শুরুতে যেভাবে ভুল করেছে, প্রভাব বিস্তার করার, তারা যেন তাদের ভুল বুঝে সঠিক তদন্তের মাধ্যমে পারভেজের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়, তারা সে ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর তরুন প্রজন্মের মাঝে ছাত্রলীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে মব কালচার ক্যাম্পাসে তৈরী করেছিল। সে বাস্তবতায় এখনো বাংলাদেশের বেশকিছু ক্যাম্পাসে ছাত্রলীগের বেশ কিছু অনুসারী স্বপ্ন দেখে তারা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনীতিতে পুর্নবাসন হবে। দুই হাজারের অধিক ছাত্রজনতা হত্যার পর তাদের এধরনের স্বপ্ন দেখে কতটা বিভ্রম হলে সম্ভব। এজন্য জুলাই আগষ্ট আন্দোলনে সেসব নেতৃত্ব অগ্রভাগে ছিল তাদের অনেক বেশি দায় রয়েছে। তারা যেন যেকোন ছোটখাট বিষয়ে রিয়েক্ট না করে, যার কারণে মব কালচার তৈরী হয়। এ ধরনের কর্মকান্ড জাতি তাদের কাছে প্রত্যাশা করে না।
এ সময় ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি সামান্যতম কোন অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখানে উদ্দেশ্য প্রনোদিতভাবে ছাত্রদলের কোন সমর্থকও যদি জড়িত থাকে, তাহলে পুরো ছাত্রদলকে জড়িয়ে আগের মত করে বক্তব্য রাখা হয়, বিগত সময়ে ছাত্রলীগের কালচারকে মনে করিয়ে দেওয়া হয়। কিন্তু বিগত ৯ মাসে আমরা প্রমাণ করেছি লক্ষ লক্ষ নেতাকর্মী থাকার পরও তাদেরকে নিভৃত্ত করে তাদেরকে ধৈর্য্য সহনশীলভাবে রাষ্ট্র মেরামতে এবং শিক্ষার্থীদের সহায়ক হিসাবে ছাত্র রাজনীতি প্রস্তুত করার জন্য ইতোমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে ভূমিকা রেখে চলছে। অথচ যারা নিজেদেরকে বৈষম্যবিরোধীসহ বিগত আন্দোলনের স্টেকহোল্ডার দাবি করে তাদের উদাসিনতা ও স্বার্থ হাসিলের কর্মকান্ডের কারণে আপনারা দেখেছেন ইতোমধ্যে ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করা শুরু করেছে। এজন্য জুলাই-আগষ্ট আন্দোলনের যারা স্টেটহোল্ডার দাবি করে তাদের উদাসিনতা দায়ী। কারণ বিগত ৯ মাসে ছাত্রলীগের বিরুদ্ধে তাদের সামান্যতম কোন অবস্থান নেই। শুধুমাত্র শাহাবাগ থানায় একটি মামলা এবং ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়টি ছাড়া।
এর আগে এদিন দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সহসভাপতি ইজাজুল কবীর রুয়েল ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরোনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত করতে আসেন। এতে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগরসহ ভালুকা উপজেলা ছাত্রদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল নেতারা নিহত পারভেজের পরিবারের সঙ্গে দেখা করে বাবা জসীম উদ্দিন এবং মা পারভীন ইয়াসমিনের সঙ্গে কথা বলে তাদের শান্তনা দিয়ে সব সময় তাদের পাশে থাকার অঙ্গিকার করেন। এতে মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারন সম্পাদক দাঈদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গ্রিন রেলওয়ের জন্য ৯৩ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প

ভোলা সমিতি ঢাকা’র নতুন কমিটি

রানাপ্লাজায় রেশমা উদ্ধার ছিলো সাজানো নাটক : এম সাখাওয়াত হোসেন

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড চালু করা হবে : না.গঞ্জে খাদ্য উপদেষ্টা

কাশ্মীরের ২৬ হিন্দু পর্যটককে দিল্লি সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে বাংলাদেশ মুসলিম লীগ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ৬ দিন পর মারা গেলো ১ বছরের আয়ান

ঢাবির প্রায় ৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ব্যাংকের অভাবে হুন্ডির মাধ্যমে আসছে রেমিট্যান্স ইরাকের শ্রমবাজার পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ জরুরি

কদম রসূল সেতুর এপ্রোচ সড়কের মুখটি পুনঃনির্ধারণ দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষা সংস্কার ও অসংগতি নিরসনের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

বরিশাল বিভাগ সমিতির মানববন্ধন

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না : মেজর হাফিজ

মেট্রোরেলের আরো ৫ স্টেশনে বিশেষ ব্যবস্থা

এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই

অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সমস্যা তৈরি হয় : ড. ফরিদুজ্জামান

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম রাজপ্রাসাদে পেলেন রাজকীয় সম্মান

কাতার আমিরের দেওয়া এয়ার এম্বুলেন্সে ঢাকা আসবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

চট্টগ্রামের আল্লামা সুলতান যওক নদভী’র দাফন সম্পন্ন

সাংবাদিকদের সহযোগিতা আমার কর্মপথকে সহজ করেছে : বুড়িচংয়ের বিদায়ী ইউএনও