ইবিতে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তার হাত বাড়ালো বিভিন্ন ছাত্র সংগঠন
২৫ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘সি’ ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনামুক্ত রাখতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে সহায়তার হাত বাড়িয়ে।
শুক্রবার (২৫ এপ্রিল) পরীক্ষার দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে শৃঙ্খলা রক্ষা ও দিকনির্দেশনায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের। পাশাপাশি, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সহায়তা বুথ স্থাপন করে পরীক্ষার্থীদের জন্য নানা ধরনের সেবা প্রদান করছে।
সহায়তা বুথগুলো থেকে পরীক্ষার্থীদেরকে সরবরাহ করা হচ্ছে খাবার পানি, ফার্স্ট এইড, ওষুধ, কলম, স্যালাইন, শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় নানা সামগ্রী। এছাড়া, বিভিন্ন সংগঠন অভিভাবকদের জন্যও রেখেছে বসার শেড, পানির ব্যবস্থা এবং শিশুদের জন্য চকলেট ও রিডিং কর্নার।
পরীক্ষার্থীদের একজন, ফাতেমা আক্তার বলেন, “আমি এই ক্যাম্পাসে এসে একটু চিন্তায় পড়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যথাসাধ্য সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
একজন অভিভাবক, রফিকুল ইসলাম বলেন, “ছাত্র সংগঠনগুলোর এমন আয়োজন প্রশংসনীয়। সন্তানকে নিয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসেছি। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। চিন্তায় আছি পরীক্ষা কেমন হয়। সকলের কাছে দোয়া চাই।”
বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “সারাদেশ থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় আমরা ‘আবু সাঈদ সহায়তা কর্নার’ চালু করেছি। পরীক্ষার্থীদের সি ইউনিট সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করছি। পাশাপাশি ‘জুলাই প্রকলেমেশন’ এবং ‘জুলাই অভ্যুত্থান’-এর নির্যাতনের বিচার দাবিতে জনমত গঠনের জন্য লিফলেটও বিতরণ করছি।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য আমরা হেল্প ডেক্স স্থাপন করেছি। ফুল, কলম, পানি, ওর স্যালাইন, নাপা, গ্যাস্ট্রিকের ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে। জিনিসপত্র রাখার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও পরীক্ষার পর ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে কাজ করব।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান জানান, “পরীক্ষার্থীদের জন্য খাবার পানি, ফার্স্ট এইড, মেডিসিন, দিকনির্দেশনা ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। অভিভাবকদের জন্য বসার শেড ও শিশুদের জন্য রিডিং কর্নার রাখা হয়েছে।”
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের জন্যই ছাত্র ইউনিয়ন কাজ করে। তাই অভিভাবক কর্নার, তথ্য কেন্দ্র ও মেডিকেল সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।”
এছাড়াও বাংলাদেশ ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও অভিভাবক কর্নার, সুপেয় পানির ব্যবস্থা এবং ফার্স্ট এইড সেবা প্রদান করা হয়।
সমন্বিত এই উদ্যোগ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে গড়ে তুলেছে এক সহানুভূতিশীল, সুশৃঙ্খল ও সেবামূলক পরিবেশ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ব্যথায় উঠতে পারছেন না শাবনূর,হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে

এবার কাতারে গিয়ে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করলেন ট্রাম্প

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাবি জিয়া পরিষদের তিন দফা দাবি

ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

‘একটি গোষ্ঠী ৯ মাস ধরে আমার ওপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে’

ছাগলনাইয়ায় বিজিবি'র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৫ জন, আবেগে কাঁদলেন অভিভাবকরা

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযান স্কুল ব্যাগে মিললো হেরোইন

হামলার হুমকিতে ফের অনিশ্চয়তায় আইপিএল

শেষ মিনিটের নাটকীয়তায় জিতে বার্সার অপেক্ষা বাড়ালো রিয়াল

পিএসএলে দল পেলেন সাকিব

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা