গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া হেফাজত নেতা এখন ছাত্র-জনতা হত্যা মামলার আসামী
২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা নিহত ও আহতদের ঘটনায় থানায় ও বিচারিক আদালতে একের পর এক মামলা হয়েছে। তবে এসব মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপি, হেফাজত ইসলাম নেতাসহ সাধারণ মানুষকে। কিন্তু হাস্যকর হলেও সত্য, মামলার অধিকাংশ বাঁদি চিনেন না মামলায় আসামি কারা। অন্যদিকে আসামিও জানেনা নিহত ও আহতের ঘটনায় করা মামলার অন্যতম আসামী তারা। তেমনি আশুলিয়ার গাজীরচট এলাকার মাদরাসা দারুল আশরাফ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখে থেকে আন্দোলন করা মাহামুদুল কবির মনির একটি মামলার আসামী। তিনি আবার ঢাকা জেলা উত্তর হেফাজত ইসলামের সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। গণঅভ্যুত্থানে সামনের সাড়িতে থেকে ১৪ বছরের একমাত্র ছেলেকে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু তার নামেই মামলা হয়নি ওই মামলায় আসামী করা হয়েছে তার বড় ভাই ও ছোট ভাইকেও। তবে পুলিশ বলছে গ্রেফতার নয়, সুষ্ঠ তদন্ত করে মামলা নথিভুক্ত করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে আশুলিয়ার বাইপালে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হয় খোকন মুন্সী নামের এক আন্দোলনকারী। চিকিৎসা নিয়ে নিজেকে জামায়াতকর্মী দাবী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া আমলী আদালতে ৯২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আসামী করা হয় হেফাজত নেতা মাহামুদুল কবির মনিরকে। শুধু তাই নয় ওই মামলায় আসামী করা হয়েছে তার ছোট ভাই মাহাফুজুল মুন্সী রনি ও তার বড় ভাই বিএনপি নেতা লুৎফর কবির রাজুকে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, মাদরাসা দারুল আশরাফের প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজত ইসলাম ঢাকা জেলা উত্তরের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহামুদুল কবির মনির ২৪ এর গণঅভ্যুত্থানে নিজের একমাত্র ছেলে ও আশুলিয়া হেফাজত ইসলাম নেতাকর্মীদের নিয়ে সম্মুখে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মুদি বিরোধী আন্দোলনেও নেতৃত্ব দেয়ার কারণে মামলা হয় তার বিরুদ্ধে। জেলেও যেতে হয়েছে হেফাজত ইসলামের এই নেতাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে মামলা, হামলা ও নানা হয়রানি হওয়ার পরেও তাকে আবার ছাত্র-জনতা নিহত-আহতের মামলায় আসামী করা হয়েছে।
এব্যাপারে মাদ্রাসা দারুল আশরাফ এর মুহতামিম ও ঢাকা জেলা উত্তর হেফাজত ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহামুদুল কবির মনির জানান, অত্যান্ত দু:খ হয়, যে আকাঙ্খা নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দেশ আজ এই পর্যায়ে আনলাম, আর ওই সময়ে আহত হওয়া এক আন্দোলনকারীর করা মামলায় আসামী হলাম। দেশ ও দেশের জনগণকে ফ্যাসিস্ট মুক্ত করতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছি, নিজের ছেলেকে সাথে নিয়ে গুলির মুখে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, আর ওই আন্দোলনের ঘটনায় করা মামলায় আজ আসামী। শুধু আমি নই ওই মামলায় আসামী করা হয়েছে আমার বড় ভাই ও ছোট ভাইকে।
তিনি জানান, গ্রাম্য রাজনীতির বলি হিসেবে আমার পরিবারকে এ মামলায় ফাঁসানো হয়েছে। ন্যায়, নীতির পথে চলা এবং হক কথা বলার কারণের স্থানীয় একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে এসব করে বেড়াচ্ছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে, মামলার বাদী নিজেই জানেন না আমাদের নামে মামলা হয়েছে। পরে অবশ্য জানতে পেরে দু:খ প্রকাশ করেছেন বাদী।
তিনি আরো জানান, মামলাটি তদন্ত করছেন পিবিআই ঢাকা জেলা। তাদের কাছে দাবী থাকবে, মামলাটি সঠিক তদন্ত করে যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। আর যারা নির্দোষ, চক্রান্তের শিকার হয়ে মামলায় আসামী হয়েছে, তাদের যেন মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। নয়তো সাধারণ মানুষ আবার ফুসে উঠবে।
এব্যাপারে মামলার বাদী খোকন মুন্সীর মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা জেলা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম মুঠোফোনে জানান, মামলাটি বিজ্ঞ আদালতে হয়েছে। তদন্ত চলছে। যারা এ মামলায় নির্দোষ তাদের নাম বাদ দিয়ে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে এবং যারা প্রকৃত অর্থেই দোষী তার যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদালতে ‘হেল্পলাইন’ সেবা চালু

উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার : খাদ্য উপদেষ্টা

এমপিদের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক করার আবেদন

ভারতের প্রেসিডেন্টের কাছে আজ পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ