রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ
২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

শুক্রবার জুম্মার নামাজ শেষে “বাঁচাও ঈমান, বাঁচাও দেশ” এই স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা শাখা। রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদিঘী মোড়, কুমারপাড়া ঘুরে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বক্তব্যে বলেন, গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। আইনটি প্রাথমিকভাবে ঐচ্ছিকভাবে কার্যকর করে পরবর্তীতে ধীরে ধীরে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।
তাদের সুপারিশগুলো হলো— ১. অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করা।
২. অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ সংশোধন করে সন্তানের ওপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা।
৩. পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংস্কার করে নারীদের সম্পত্তিতে ৫০-৫০ ভাগ নিশ্চিত করা।
৪. বৈবাহিক সম্পর্কে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা।
৫. যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা।
৬. শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা।
এ প্রসঙ্গে হেফাজতের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরা হয়— ১. কুরআনবিরোধী প্রতিবেদন প্রদানকারী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে।
২. সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতারা বলেন, নারী-পুরুষের জন্য সমান অধিকারের নামে কুরআন ও সুন্নাহবিরোধী আইন তৈরির প্রস্তাবনা বাংলাদেশে নতুন নয়। আগেও এ ধরনের চেষ্টার বিরুদ্ধে দেশবাসীর প্রতিবাদে তা ব্যর্থ হয়েছিল। ইসলামে উত্তরাধিকারের বিধান সুনির্ধারিত—এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই। এসব আহাম্মকিপূর্ণ দাবি ও অপচেষ্টাকে রুখে দেওয়ার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপস্থিত ছিলেন হযরত মুফতি নুর মুহাম্মদ হাফিজ, সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও মুহতামিম ও শাইখুল হাদিস, ইসলামিয়া মাদরাসা রাজশাহী; মাওলানা মুফতি আবু তাহের, সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা ও মুহতামিম, জামিয়া সিদ্দিকিয়া চন্ডিপুর মাদ্রাসা; জাকারিয়া হাবিব, সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর; মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা ও মুহতামিম, রাবিয়া বশরী মহিলা মাদ্রাসা, বায়া, রাজশাহী; মুফতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা ও মুহতামিম, বুধপাড়া এতিমখানা মাদ্রাসা, রাজশাহী; হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মাহমুদি, সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ছাগলনাইয়ায় বিজিবি'র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৫ জন, আবেগে কাঁদলেন অভিভাবকরা

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযান স্কুল ব্যাগে মিললো হেরোইন

হামলার হুমকিতে ফের অনিশ্চয়তায় আইপিএল

শেষ মিনিটের নাটকীয়তায় জিতে বার্সার অপেক্ষা বাড়ালো রিয়াল

পিএসএলে দল পেলেন সাকিব

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার