মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সংবাদ প্রকাশে তেলে বেগুনে জ্বলে উঠলেন স্বাস্থ্য কর্মকর্তা, ৪ সাংবাদিককে লিগ্যাল নোটিশ
২৬ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অপারেশন কার্যক্রম বন্ধ, বাক্সবন্দি এক্স-রে মেশিন, জনবল সংকট ও আল্ট্রাসনোগ্রাফি না হওয়াসহ নানা সমস্যার বিষয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি শামীম আহসান মল্লিক, দৈনিক ইনকিলাব ও খুলনা টাইমস-এর প্রতিনিধি মেজবাহ ফাহাদ এবং দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি এম. পলাশ শরীফ।
২১ এপ্রিল, বাগেরহাট বিজ্ঞ জজ আদালতের সিনিয়র অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত একটি আইনি নোটিশে দাবি করা হয়েছে, উল্লিখিত চার সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রধান সহকারী রেজোয়ান হোসেনের কাছে সাংবাদিকতার অজুহাতে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেওয়ায় গত ৬ এপ্রিল সংশ্লিষ্টদের নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয় বলে অভিযোগ আনা হয়। তবে ওই তারিখে সংশ্লিষ্ট বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি বলেও জানা গেছে।
এ ছাড়া, ২৩ এপ্রিল, ডা. মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিসিয়াল পত্র (স্মারক নং: উস্বাক/মোরেল/বাগের/২০২৫/১৯৫) মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতির বরাবর প্রেরণ করে বলা হয়েছে, সম্প্রতি কিছু সাংবাদিক মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রতিবেদন প্রকাশ করছেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে।
এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তাঁরা বলছেন, এটি সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ এবং মতপ্রকাশের অধিকার খর্ব করার অপচেষ্টা। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পক্ষ থেকে এমন পদক্ষেপ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালটি উপজেলার প্রায় চার লক্ষ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও, গত সাড়ে তিন বছর ধরে এখানে কোনো অস্ত্রোপচার কার্যক্রম চলছে না। কোটি টাকা ব্যয়ে বরাদ্দ পাওয়া এক্স-রে মেশিনটি এখনও চালু হয়নি। আল্ট্রাসনোগ্রাফি সেবাও বন্ধ। সদ্য ব্যবহৃত পানির মোটর মেরামত করে আংশিক সরবরাহ চালু করা হলেও অন্যান্য সমস্যাগুলো রয়ে গেছে বহাল তবিয়তে।
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মাহাবুবুল আলম বলেন, "মোরেলগঞ্জ হাসপাতালের সমস্যা দীর্ঘদিনের, সমাধানের চেষ্টা চলছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ইস্যুর বিষয়ে আমি অবগত নই। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন আছে কি না, তা আমার জানা নেই।"
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বরিশালে ছাত্র লীগ কর্মী পালানের ঘটনায় পুলিশ কর্মী ক্লোজ

হিলি সীমান্তের ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত, আহত-৪

কাশ্মীর নিয়ে ভারতকে ‘ব্যাপক সংলাপের’ আমন্ত্রণ পাকিস্তানের

পালালো আটক ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

মাহফুজের ঘটনায় ‘হতাশ’ উপদেষ্টা আসিফ

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী : শেহবাজ শরীফ

উপদেষ্টার আশ্বাসের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ : এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ব্যথায় উঠতে পারছেন না শাবনূর,হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে

এবার কাতারে গিয়ে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি করলেন ট্রাম্প

রাস্তাতেই রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাবি জিয়া পরিষদের তিন দফা দাবি

ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

‘একটি গোষ্ঠী ৯ মাস ধরে আমার ওপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে’

ছাগলনাইয়ায় বিজিবি'র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ২৫ জন, আবেগে কাঁদলেন অভিভাবকরা

কোটচাঁদপুর রেলস্টেশনে বিজিবির অভিযান স্কুল ব্যাগে মিললো হেরোইন

হামলার হুমকিতে ফের অনিশ্চয়তায় আইপিএল